অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে গরুর মুখের অরিগ্যামি তৈরি
27 ABB অরিগ্যামি August 2025 narocky71 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে গরুর মুখের অরিগ্যামি তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে গরুর মুখের অরিগ্যামি তৈরি ভালো লাগবে।
আজকে আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি অনেক সুন্দর এবং খুবই কিউট দেখতে গরুর মুখের অরিগ্যামি। অরিগ্যামি তৈরি করতে আমি সব সময় খুবই ভালোবাসি। কোন কিছু তৈরি করতে গেলে আমার একটাই সমস্যা হয়, যেটা হচ্ছে কি তৈরি করবো, এটাই আমি ভাবতে ভাবতে আমার অনেকটা সময় চলে যায়। এরকম ভাবেই আমি যখন কালকে রাতে অরিগ্যামি তৈরি করার কথা ভাবছিলাম, তখন কিসের অরিগ্যামি তৈরি করবো এটাই বুঝতে পারছিলাম না। আমি তো প্রায় আধা ঘন্টার মতোই বসে বসে ভাবছিলাম কি তৈরি করবো। তখন হঠাৎ করে মাথায় চিন্তা আসে গরুর অরিগ্যামির কথা। আর এই জন্যই তো আমি চেষ্টা করেছি কিউট ভাবে দুইটি গরুর অরিগ্যামি তৈরি করার জন্য। আমি আশা করি আপনাদের সবার খুব পছন্দ হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অরিগ্যামি গুলো তৈরি করার পদ্ধতি।
উপকরণ
রঙিন কাগজ
কলম
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি রঙিন কাগজ কোনা করে মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম।
ধাপ 2️⃣
এরপর কাগজটা আরো দুই পাশ থেকে ভাঁজ করে খুলে নিয়ে, দুই পাশের কাগজ গুলো ভেতরে ঢুকিয়ে ভাঁজ করে নিলাম।
ধাপ 3️⃣
এরপর দুইপাশ থেকে দুটি ভাঁজ দিয়ে দিলাম।
ধাপ 4️⃣
এরপর ভাঁজ করা কাগজটা আরো এক ভাঁজ করে নিলাম।
ধাপ 5️⃣
এরপর দুই পাশে থেকে কাগজটা ভাঁজ করে উপরের কিছুটা অংশ ভাঁজ করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর ভাঁজগুলো করা শেষে কাগজটা ঠিক করে নিলাম।
ধাপ 7️⃣
এরপর একটি কলমের সাহায্যে চোখ মুখ এঁকে নিলাম। এরকম ভাবে আরো একটি অরিগ্যামি তৈরি করে নিলাম।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই/অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজ ব্যবহার করে দারুণ দারুণ গরুর মুখের অরিগ্যামি তৈরি করছেন ভাই।আপনার তৈরি করা অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার অরিগ্যামি আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হয়েছি।
ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে তুমি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছ, যা দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে তুমি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলে।
চেষ্টা করেছি অরিগ্যামি গুলো সুন্দর ভাবে তৈরি করার জন্য।
কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে গরুর মুখের অরিগ্যামি বানিয়েছেন। আবার কি চমৎকার কান এবং মাথার সিং দিলেন অরিগ্যামি মধ্যে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত অরিগ্যামি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আমার তৈরি করা অরিগ্যামি দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
https://x.com/NARocky4/status/1960336108069458359?t=DYr-s8GYO7aQVa2KCTx4EA&s=19
https://x.com/NARocky4/status/1960336671104503891?t=ToIu0fFEzs2JFomZiRoqsA&s=19