এক নারীতে সব নারী নেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক বেশি জাজ করতে ভালোবাসি। অর্থাৎ একটা মানুষ খারাপ না ভালো। আমরা সব সময় তার সামান্য একটা ব্যাপার দেখেই বলে দেই, একটা মানুষ কেমন। তার আচার-আচরণ কেমন সেটা দেখেই আমরা বলে দেই যে মানুষটা কেমন। হ্যাঁ, এটা ঠিক যে মানুষের আচার আচরণ দেখে বলে দেওয়া সম্ভব যে সে কেমন। কিন্তু একটা মানুষকে এক পলক দেখে কখনোই বলে দেওয়া সম্ভব না যে সে কেমন।

আজকের লেখাটা অনেকটা সেই সম্পর্কিত বলা যায়। কারণ আজকের লেখাটার জন্যে আসলে এই টপিকটি নির্বাচন করার একটি কারণ রয়েছে। কারণ আমি একজনের সাথে কয়েকদিন আগে কথা বলছিলাম। তো সে আসলে কথায় কথায় নারী জাতি নিয়ে একটা কথা বললো। অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে নারী নিয়ে বিশেষ একটা সুখকর মুহূর্ত নেই। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় তিনি জড়িয়েছেন এবং ওই জটিলতাগুলোতে আসলে উনার এক বিন্দু পরিমাণ দোষ ছিলো না। অর্থাৎ ওই নারীর দোষ ছিলো।

কিন্তু আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে, একটা মানুষকে দেখে যেমন পুরো মানুষ জাতিকে জাজ করা সম্ভব না। ঠিক তেমনটাই, একটা নারীকে দেখে কখনোই পুরো নারী জাতিকে জাজ করা সম্ভব না। কারণ একেকজনের অভ্যাস যেমন একেক রকম। ঠিক তেমনটাই একেকটা মানুষের চরিত্র ঠিক এক এক রকম। অর্থাৎ তাদের কখনোই একই রকম চরিত্র বা অভ্যাস হতে পারে না। তাই এক নারীকে দেখে হাজার নারীকে জাজ করাটা আমাদের বন্ধ করতে হবে।

এটা আসলে একটা মানসিক ব্যাধির মতো ছড়িয়ে পরে। ধীরে ধীরে যেভাবে বিভিন্ন সংক্রমিত রোগ ছড়িয়ে পরে আমাদের চারপাশে। ঠিক তেমনভাবে আসলেই ব্যাধিটাও ছড়িয়ে পরে।অর্থাৎ আমরা সব সময় একজনকে দিয়ে অন্যজনকে বিচার করি। যা ঠিক নয়।কারণ এক মানুষে সব মানুষ নেই।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115848.16
ETH 4714.51
SBD 0.86