সকালের সুন্দর প্রকৃতি উপভোগ।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২০ শে আগস্ট, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আর তাইতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। হৃদয়কে সুন্দর ও সতেজ রাখার জন্য প্রকৃতিপ্রেমী হওয়া জরুরী। আমরা যত বেশি প্রকৃতিকে ভালোবাসবো প্রকৃতিও ঠিক আমাদের ভালোবাসবে। তাই প্রকৃতির ভালোবাসা পেতে হলে আমাদেরকে প্রকৃতিকে ভালবাসতে হবে। প্রকৃতি যদি সুন্দর হয় তাহলে সুন্দর হবে আমাদের জীবন। কয়েকদিন আগে বন্ধু রাহুলের বাসায় গিয়েছিলাম সেখানে অনেক সুন্দর প্রকৃত উপভোগ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো।
প্রকৃতির সৌন্দর্য সবসময় মানুষকে মুগ্ধ করে। আমি নিজে একজন প্রকৃতিপ্রেমী মানুষ, তাই প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভীষণ ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলো, আমি ঢাকার যে অঞ্চলে থাকি সেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা নেই। তাই মাঝে মাঝে মনটাকে সতেজ করতে আমি বন্ধু রাহুলের বাসায় চলে যাই।
রাহুলের বাসা প্রকৃতির কাছাকাছি হওয়ায় এখানে আসলেই ভিন্ন এক অনুভূতি জাগে। সকালে ঘুম থেকে উঠে যখন ছাদে দাঁড়াই, সূর্যের আলো মনকে প্রশান্ত করে তোলে। সকালের সেই আলো যেন হৃদয়কে আলোকিত করে দেয়। সবকিছু একেবারে নতুন মনে হয়।
ছাদ থেকে চারপাশের দৃশ্য সত্যিই অসাধারণ। সবুজ গাছপালা, নদীর স্বচ্ছ পানি আর পাখির ডাক সবকিছু মিলে মনটা ভরে যায়। প্রকৃতির এই রূপ দেখে মনে হয় যেন এক টুকরো শান্তির আশ্রয়ে এসে দাঁড়িয়েছি।
রাহুলের বাসার ছাদ থেকেই আমি অনেক সুন্দর ছবি তুলেছি। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে সকালের নির্মল সৌন্দর্য। বিশেষ করে নদীর বাতাস যখন গায়ে এসে লাগে, তখন মনে হয় মনটা আরও সতেজ হয়ে উঠছে।
প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারা আমার কাছে অনেক বড় আনন্দের বিষয়। শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝেও এ এক টুকরো শান্তি। তাই যখনই সুযোগ পাই, আমি রাহুলের বাসায় এসে সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই আগস্ট ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1959575313123520744?t=ZopcCuGEsUY1zujT4hoWwA&s=19
https://x.com/aongkonbd/status/1959576015887339840?t=MFnJZznd0K4kF3_-OR2SGA&s=19
https://x.com/aongkonbd/status/1959576614884479280?t=2WXeoTd1FbWWUcGrXOh_Mw&s=19