“গরুর ডাক্তার" নাটক রিভিউ।।
বাংলা ভাষার মিলন মেলা
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি নাটক রিভিউ শেয়ার করবো। খুবই হাঁসির একটি নাটক। মাঝে মাঝে বিনদনের জন্য হাসিঁর নাটক দেখতে হয়। আশা করি নাটকটি সবার কাছেই ভালো লাগবে। আমি এখানে সংক্ষিপ্ত ভাবে রিভিউটা শেয়ার করতেছি। আপনারা নাটকটি দেখলে আরো বেশি মজা পাবেন।
নাটকের নাম-গরুর ডাক্তার
পরিচালক- মাইদুল রাকিব
অভিনয়ে- নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিম, আবদুল্লাহ রানা, শেলী আহসান, জাবেদ গাজী প্রমুখ।
সময়- ৪০ মিনিট
মুক্তির তারিখ- ২৯ই আগস্ট ২০২৪
ভাষা- বাংলা
দেশ- বাংলাদেশ
পরিচালক মাইদুল রাকিব গরুর ডাক্তার নামে খুব সুন্দর একটি নাটক নির্মাণ করেছেন। আজকের এই নাটকের মাধ্যমে পরিচালক আমাদের মাঝে খুব সুন্দর কিছু মেসেজ দিয়েছেন। আমরা হলাম সৃষ্টির সেরা জীব মানুষ। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা হয়তো এই দায়িত্বগুলো কোন সময় অনুভব করি না। যার ফলে পরিচালক এই নাটকটির মাধ্যমে আমাদের সেই দায়িত্ব গুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সমাজে এমবিবিএস ডাক্তার সহ মানুষের ডাক্তারকে খুবই সম্মান করা হয় কিন্তু কেউ যদি পশু ডাক্তার হয় তাকে কেউ সম্মান করে না। একজন পশুর ডাক্তারকে কিছু কিছু মানুষ অবজ্ঞা করে গরুর ডাক্তার হিসেবে সম্বোধন করে। আবার এ ডাক্তার যদি আমাদের সমাজের অবহেলিত প্রাণী যেমন কুকুর বিড়াল এগুলোর চিকিৎসা করে তখন আমরা সবাই তাকে কুত্তার ডাক্তার অথবা বিড়ালের ডাক্তার এসব কথা বলে থাকি। অথচ আমরা সবাই ভুলে যাই আমাদের সমাজে প্রত্যেকটা প্রাণী খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন অসুস্থ হলে কষ্ট পাই ব্যথা পাই এই প্রাণীগুলো অসুস্থ হলে কষ্ট পাই ব্যথা পাই কিন্তু এ বিষয়টা আমরা অনুভব করি না। কিন্তু পশুর ডাক্তাররা এ বিষয়গুলো খুব সুন্দর ভাবে অনুভব করতে পারে। সে জায়গায় আমরা পশু ডাক্তারকে সম্মান না করে অবহেলা অবজ্ঞা করে গরুর ডাক্তার কুত্তা বিলায়ের ডাক্তার এসব বলে অসম্মান করি। এই বিষয়গুলো নিয়ে আজকের এই নাটকটি পরিচালক নির্মাণ করেছে।
এখানে হাঁসির ছলে খুবই সুন্দর একটি কথা বলা হয়েছে। নাটকের নায়িকা নার্গিস একটি মুরগি নিয়ে পশুর ডাক্তার আক্কাস আলীর কাছে এসেছেন। কারণ তার মুরগিটি অনেক বড় হওয়া সত্ত্বেও এখনো ডিম দিচ্ছে না। ডাক্তার সাহেব ভালো ভাবে মুরুগিটি দেখে বললেন, যে এই মুুুরগিটি বন্ধা। সে জন্য ডিম দিবে না। তখন নার্গিস বললো যদি এই মুরগিটি ডিম না দেয় তাহলে এই মুরগি জবাই করে আলু দিয়ে কষিয়ে রান্না করে আমি খেয়ে ফেলবো। পশুর ডাক্তার বললেন একজন মহিলা যদি বন্ধা হওয়া সত্বেও চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণ করতে পারে, তেমনিভাবে একটি মুরগিকেও যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে সে ডিম ও বাচ্চা দিতে সক্ষম কিন্তু সমাজের মানুষ আমরা এই বিষয়টা বুঝতে পারি না।
এখানে একটি মজার চিত্র দেখানো হয়েছে। আর সেটা হল একজন মুরুব্বী একটি মুরগি নিয়ে ডাক্তারের কাছে এসে বলে তার মুরগি দুইদিন ধরে কিছু খায় না। শুধু ঝিমায়। পশুর ডাক্তার আক্কাস আলী না থাকার কারণে তার কম্পাউন্ডার সেই মুরগিটিকে দেখে বলে তার মুরগি নেশা পানি করেছে,হা হা হা। সে বলে মানুষের মত পশু পাখিও নেশা করে। যায়হোক পরে বলে আপনার মুরগির প্রেশার কমে গেছে। রক্ত পরিক্ষার করতে হবে। তিনশত টাকা লাগবে। তখন মুরগি নিয়ে মরুব্বী চলে যায়। এটা একটি হাঁসির সিন ছিল।
একদিন পশু ডাক্তার আক্কাস আলী ও তার কম্পাউন্ডার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন যে রাস্তার মধ্যে একটি কুকুর শুয়ে আছে। ডাক্তার কুকুরটিকে দেখেই বুঝতে পেরেছিলেন যে কুকুরটি অসুস্থ। তখন তারা রাস্তায় পড়ে থাকা অসুস্থ কুকুরটির যথাযথ চিকিৎসা দেন। আর কম্পাউন্ডারকে ডাক্তার বলে দেন যে, যেন গ্রামের মধ্যে মাইকিং করে অ্যালান করে দেওয়া হয়। যদি কোন ব্যক্তি রাস্তায় অবহেলায় পরিত্যক্ত কোন অসুস্থ কুকুর বিড়াল কে নিয়ে ডাক্তারের চেম্বারে আসে, তাহলে সেই কুকুর বিড়ালকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং ঐব্যাক্তিকে পাঁচ কেজি চাল ও দুই লিটার তেল দেওয়া হবে। পশু ডাক্তারের এই উদ্যোগের কথা চলে যায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কানে তখন তারা এই পশু ডাক্তার আক্কাস আলীর এই কর্মকান্ডের জন্য তাকে সংবর্ধনা দিয়ে অনেক সম্মান জানায়। এবং গ্রামের সবাইকে পশু পাখির প্রতি যত্ন নেওয়ার জন্য আবেদন জানাই।
ডাক্তার আক্কাস আলী পশুর ডাক্তার হওয়ার কারণে নার্গিস কে ভালোবেসেও নার্গিসের বাবার কাছে তার ভালোবাসার কথা বলতে পারে নাই। কারণ নার্গিসের বাবা পশু ডাক্তার আক্কাস আলীকে সম্মান করতো না। সে বলতো সে চাকরি-বাকরি না করে পশুপাখি কুকুর বিড়ালের ডাক্তার হয়েছে। এই ডাক্তারের সাথে তার মেয়ের বিয়ে দিবে না। একদিন নার্গিসের বাবার একটি গরু অসুস্থ হয়ে যায় । নার্গিসের বাবার দুইটি গরু ছিল। এই গরুগুলো লালন-পালন করে গরুর দুধ বিক্রয় করে নার্গিসের বাবা জীবিকা নির্বাহ করে। এখন এই গরুগুলোর মধ্যে একটি গরু অসুস্থ হয়ে সে গেলে ডাক্তার আক্কাস আলীর স্বনাপন্ন হয়। পশু ডাক্তার আক্কাস আলী চিকিৎসা দিয়ে নার্গিসের বাবার গরুটিতে সুস্থ করে তোলে। তখন নার্গিসের বাবা পশু ডাক্তার আক্কাস আলীকে অনেক সম্মান করে এবং নিজের ভুল বুঝতে পারে। সে মনে করে এ গ্রামের মধ্যে হাজার হাজার পরিবার রয়েছে, সবাই গরু ছাগল পশুপাখি লালন পালন করে। এগুলো যদি অসুস্থ হয়ে সারা যায় তাহলে এই পরিবারগুলো অসহায়ের মত পথে বসতে হবে। আর এই ডাক্তার সবার পশুর চিকিৎসা দিয়ে সুস্থ করে সবার মুখে হাঁসি ফুটায়।
মতামত-
আমাদের সমাজে পশু ডাক্তারের তেমন সম্মান না করা হলেও তাদের অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তারা যদি আমাদের গবাদি পশুর চিকিৎসা না করে তাহলে আমাদের এই পশুগুলোকে বাঁচিয়ে রাখা অসম্ভব। সুতরাং এই নাটকটির মধ্যে অনেক দিক দিয়ে অনেক মেসেজ দেওয়া হয়েছে । আমাদের উচিত পশু ডাক্তার হলেও তাদেরকে সম্মান করা। আমাদের সমাজের প্রত্যেকটা প্রাণীকে সম্মান করা। তারা অসুস্থ হলে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা। কারণ পশুপাখি মানুষ সবাই এই সমাজের অংশ। সবাই সৃষ্টিকর্তার মাখলুকাত।
নাটকের লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
নাটক বিনোদন জগতের অন্যতম অংশ। বিভিন্ন অভিনয়ের মধ্যে নাটকের অভিনয়গুলো যেন আমাদের বেশি আনন্দ দিয়ে থাকে। আর এখন প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর নাটক হচ্ছে প্রতিদিন খুবই ভালো লাগে। বিশেষ করে নিলয়ের নাটকগুলো তো আরো ভালো লাগে। ঠিক তেমনি সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। খুব ভালো লাগলো সুন্দর নাটকের রিভিউ পড়ে।
জি আপু একেবারে ঠিক কথা বলেছেন। মাঝে মাঝে বিনোদনের জন্যই নাটক দেখা হয়।
নতুন একটা নাটকের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন আপনি শেয়ার করার জন্য ধন্যবাদ।
নাটকটি একেবারে নতুন। ইচ্ছা করলে দেখতে পারেন।
কোন পেশাকে ছোট চোখে দেখা যাবে না। আজকে গ্রামে বা শহরে পশুর ডাক্তার না থাকলে আমরা সবাই বিপদে পড়বো।এই জন্য সব কাজকে সম্মান করতে হবে।যাইহোক নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে খুবই সুন্দর একটি নাটক। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
নাটকের মাধ্যমে এই মেসেজটাই দেওয়া হয়েছে যে কোন পেশাকেই ছোট করে দেখার ঠিক না। ধন্যবাদ।
ভাই আপনি নিলয় আলমগীরের খুবই সুন্দর একটি নাটক শেয়ার করেছেন। সেই সাথে এই নাটকটি আপনার পোস্টে দেখতে পেয়ে ভালো লাগলো। নাটকটি দেখতে খুবই ভালো লাগে। এই নাটকটি আমি ইতিমধ্যে দেখেছি খুবই মজার একটি নাটক। তবে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আবারো ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
নীলয় আলমগীরের নাটক মানেই প্রচুর বিনোদন। নাটকটি দেখে ভালই লেগেছে।
সত্যি ভাইয়া অনেক সময় পশু ডাক্তারকে কেউ মূল্যায়ন করে না। কিন্তু বিপদের সময় তাদেরকেই বেশি কাজে লাগে। গ্রামের মানুষটা যেহেতু অনেক বেশি পশু পালন করে তাই তাদের জন্য পশু ডাক্তার খুবই প্রয়োজনীয়। আপনার শেয়ার করা নাটক রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।
জী আপু কোন পেশায় ছোট নয়, সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের মুখাপেক্ষী।ধন্যবাদ।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি নাটকের রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি সুন্দর নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনা আপনি খুব সুন্দরভাবেই এখানে ফুটিয়ে তুলেছেন ৷ এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷