নাটক রিভিউ || "মন দিওয়ানা"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "মন দিওয়ানা"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | মন দিওয়ানা |
---|---|
গল্প | হাসিব হোসাইন রাখি |
পরিচালনা | হাসিব হোসাইন রাখি |
অভিনয়ে | তাওসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ০১:০৭:০৬ |
নাটকে নায়ক নায়িকা দুজনে একই ভার্সিটি তে পড়াশুনা করে। তটিনী ভার্সিটি তে নতুন ভর্তি হয়। এরপর নায়কের তাকে খুব পছন্দ হয়ে যায়। নায়ক ভার্সিটি তে খুব পাওয়ারফুল একজন মানুষ। সে তটিনী কে প্রপোজ করে। তটিনী রাজি না হলেও সে তটিনী কে জোর করে। এরপর তটিনী আস্তে আস্তে রাজি হয়। নায়ক ওকে ভালোবাসত তবে অল্প কিছুতেই অনেক বেশি রেগে যেতো।
নায়ক তটিনী কে একবার খারাপ একটা প্রপোজাল দেয়। তটিনী রাজি না হলে নায়ক জোর করে। এরপর তটিনী তাকে বিশ্বাস করে রাজি হয়ে যায়। তবে কিছুক্ষন পর দেখে তটিনীর একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর এই কাজ টা তওসিফ করে। তখন তটিনী তৌসিফ কে জিজ্ঞেস করে সে কেন এ কাজটা করেছে। তখন সে বলে, তটিনীর একবার বিনা কারণে তার বেস্ট ফ্রেন্ড কে মেরেছিল। তাই সে এ প্রতিশোধ নেয়। তটিনীর বাবা পুলিশ। এই কাজের জন্য তটিনীর বাবা মা তাকে তাজ্য করে বাসা থেকে বের করে দেয়।
এরপর তটিনী আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এরজন্য সে ছাদ থেকে লাফ দেয় তবে সে অসুস্থ হয়ে যায়। মারা যায় না। এরপরও তার বাবা মা তার কোনো খোঁজ খবর নেয় না। তখন ওর একটা ফ্রেন্ড নায়ক কে অনুরোধ করে সে যেন একবার তটিনীর সাথে দেখা করে। অনেক অনুরোধের পর সে যায়। তখন তটিনী সবকিছু নায়ক কে বলে। আসলে নায়ক পুরোপুরি ভাবে সবকিছু জানতো না। তটিনীর বাবা ওর বেস্টফ্রেন্ডকে মেরেছিল এটা সত্যি তবে তার জন্য একটা কারণ ছিল। ওর বেস্ট ফ্রেন্ড একবার তটিনী কে খারাপ ভাষায় একটা কথা বলে। এটা ওর বাবা শুনে ফেলে এবং তখনও তাদের মধ্যে ঝামেলা হয়। তবে এই ঘটনা নায়ক জানত না। পুরোটা শোনার পর তার কাছে খুবই খারাপ লাগে এবং সে তার বেস্ট ফ্রেন্ড কে মেরে তটিনীর কাছে চলে আসে ক্ষমা চাওয়ার জন্য। তখন ডক্টর বলে যে তটিনী কোমায় চলে গেছে।
তৌসিফ তখন তটিনী কে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। তারপর তারা একটা জায়গায় চলে যায় বেশ কিছুদিনের জন্য। সেখানে গিয়ে নায়ক নায়িকার খুব যত্ন করে যেন তার জ্ঞান ফিরে আসে। এবং সে আল্লাহর কাছে অনেক দোয়া করে এটার জন্য। তারপর হঠাৎ একদিন তটিনীর জ্ঞান ফিরে আসে। তবে ও কোন কিছু মনে করতে পারছিল না। তখন তৌসিফ তাকে সত্যি কথা না বলে একটা মিথ্যা গল্প বানিয়ে বলে তাকে। আসলে তটিনীর সব কিছুই মনে ছিল। সে যখন দেখল যে তৌসিফ অনুতপ্ত হয়েছে, তাই সে আর আগের কথাগুলো ওঠাতে চাইনি। শেষে তারা দুজনে বিয়ে করে ফেলে।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
বরাবরই ভিন্ন ধরনের গল্পের নাটক গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। এই গল্পটা ও সেরকম ছিল। তবে শেষে এরকম একটা ঘটনা হবে সেটা ভাবিনি। সব মিলিয়ে নাটকের গল্পটা অসাধারণ ছিল। নাটকে যে জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা হল, আমাদের খুব কাছের কারো কথা বিশ্বাস করে অন্য কারো উপর প্রতিশোধ নেওয়ার আগে আমাদের নিজেদের সবকিছু জানা উচিত। সবমিলিয়ে নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1912473990851125383?t=nx8yD46jeG1k9AH8sU9jIA&s=19
https://x.com/IsratMim16/status/1912476375140680152?t=DSu7Siqg6w5jSpecTTBg5w&s=19
নাটকটির রিভিউ এবং বর্ণনা দেখেই বোঝা যাচ্ছে নাটকের দুর্দান্ত হইতে। আমি কয়েকদিন আগে নাটকটির ছবি দেখেছি কিন্তু নাটক এখনো দেখা হয়নি। নাটকটির রিভিউ দেখেই মনে হচ্ছে নাটকটি দেখতে হবে। আমার নিজের কাছেও এ ধরনের নাটক রিভিউ পোস্ট ভীষণ ভালো লাগে। এত সুন্দর রিভিউ তোমাদের শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করবেন বেশ ভালই লাগবে আপনার কাছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
মন দিওয়ানা এই নাটকটি আমি দেখি নি তবে আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। মন দিওয়ানা নাটকটি নিশ্চয়ই সময় পেলে দেখে নেবো। ধন্যবাদ আপনাকে সুন্দর নাটক রিভিউ করার জন্য।
নাটকটি দেখে তো আমার বেশ ভালই লেগেছে। সময় পেলে আপনিও দেখার চেষ্টা করবেন ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রতিশোধ এক ভয়ঙ্কর জিনিস, কারোর তরে প্রতিশোধের নেশার আগুনে জড়ালে ক্ষতি হতে পারে জীবনে। আর কারোর উপর প্রতিশোধ নিতে গেলেও ভেবে চিন্তে নেওয়া দরকার। না হলে অল্পতেই অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এরকম ধরনের নাটকগুলি আমার কাছে ভীষণ ভালো লাগে। চমৎকারভাবে নাটকের রিভিউটি উপস্থাপন করেছেন, ভালই লাগলো ,ধন্যবাদ
আজকে আপনার কাছ থেকে সুন্দর নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো৷ নাটক দেখতে আমি অনেক পছন্দ করি৷ যখন আমি সময় পাই তখনই নাটক দেখে থাকি৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটক এর রিভিউ দেখতে পেরে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে মনে হচ্ছে যেন নাটকটি এখনই চোখের সামনে ভাসছে৷ তবে আমি অবশ্যই সময় করে পুরো নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷