জয় হোক ভ্রাতৃত্বের
ছবির ছেলেটাকে দেখেই হয়তো অনেকে বুঝতে পেরেছেন, কে সে । যদিও তাকে আর নতুনভাবে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। তবে আমি মনেকরি, আমাদের কমিউনিটির কমবেশি সকলেই তাকে জানে বা চেনে ।
হয়তো বছর খানেক বা এর একটু বেশি সময় ধরেই ওকে চিনি । তবে ওর সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে তাও তো কয়েক মাস আগে থেকেই। হয়তো মানুষ কে আজকাল সোশ্যাল মিডিয়ার কল্যাণে চেনার ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তবে কাউকে একটু জানতে গেলে মোটামুটি কিছুটা থেমে থেমে সময় নিয়ে জানতে হয়।
ওর সঙ্গে এবারই প্রথম সাক্ষাৎ । এর আগে শুধুমাত্র ওর কার্যক্রম দেখেছি কমিউনিটিতে আর টুকটাক কথা হয়েছে ডিসকর্ড ও সোশ্যাল মিডিয়াতে ।
সদা হাস্যজ্জল, বিনয়ী আর বেশ গুছিয়ে কথা বলে। ওর সব থেকে বড় গুণ, ও খুব দ্রুতই সর্ব জায়গায় মিশে যেতে পারে। হয়তো ওর প্রতি আমার আগ্রহের সূত্রপাতটা ঠিক ঐ জায়গাটা থেকেই। বেশ ভালোই ব্লগ লেখে ছেলেটা, সঙ্গে গানের গলার সুরটাও সুন্দর, টুকটাক কবিতা আবৃত্তির চেষ্টা করে। যেহেতু সৃজনশীল মানুষ আমার এমনিতেই পছন্দ,তাই মন থেকেই চাচ্ছিলাম পথের দূরত্বটা কমিয়ে আসুক, সাক্ষাৎ হোক একদিন আমাদের ।
হয়তো দেখাটা আরো বিগত মাস খানেক আগেই হতে পারতো, তবে ওর ব্যাক্তিগত ব্যস্ততা আর আমারও পারিপার্শ্বিক চাপের কারণে, আসলে ঠিক সেই ভাবে হয়ে উঠছিল না। তবে ওকে মাঝে মাঝেই বলতাম, সময় পেলেই চলে আসিস। তবে ওর সেই সময়টা যে, আজ সন্ধ্যাতেই হবে। তা দুজনের কারোই জানা ছিল না।
যদিও দুপুরের পরে মেসেঞ্জারে কথা হয়েছিল। তবে তখনো কেউ নিশ্চিত ছিলাম না যে, আজ সন্ধ্যাতেই আমাদের দেখা হবে। বিকেলের দিকে ঘুম থেকে উঠে, বাবুকে নিয়ে বাহিরে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। সেই সময়ে নিজের থেকেই ওকে ফোন দিলাম, ও বললো আজ না হলে কাল অবশ্যই দেখা হবে।
অতঃপর হাঁটাহাঁটি শেষ করে বাসার ভিতরে ঢোকার পরে সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছি, তখনই সন্ধ্যাবেলার দিকে হুট করে মোবাইল ফোনটা বেজে উঠল। ও আমাকে বললো, বাসস্ট্যান্ড থেকে কত দূরে আমি থাকি। আমি শুধু ওকে বললাম, তুই এখন কোথায়। ও বলল, ওর বাসস্ট্যান্ডে আসতে মিনিট দশেকের মতো সময় লাগবে। আমি বললাম ঠিক আছে, তুই বাসস্ট্যান্ডে আসার আগেই, আমি সেখানে গিয়ে হাজির হবো ।
অতঃপর এই প্রথম দুজনের বাস্তবে দেখা। যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য, তারপরেও সময়টা যেন মনেহল চোখের পলকেই কেটে গেল। বেশ মন খুলেই কথাবার্তা হলো।
কিছু কথা থেকেও যেন শেষ হয় না, মনে হলো সময়টা যদি আরেকটু বেশি হতো, তাহলে নেহাত মন্দ হতো না। তবে তারপরেও সময়টা বেশ ভালোই কেটেছে।
আবার কবে দেখা হবে, তা আপাতত কেউ বলতে পারছি না। তবে ওর ঐ মুখে হাসি প্রতিনিয়ত লেগে থাকুক, ওর মনোবাসনা পূর্ণ হোক, এমনটাই তো প্রত্যাশা করি ওর ভাই হিসেবে।
ভালো থাকিস @roy.sajib
দেখা হবে আবারও ।।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
মোমবাতি যেখানে রাখা হয়, তার চারিদিকটা আলোকিত হয়ে যায়। আপনি ভাল মনের একজন মানুষ তাই আপনি যেখানে যান সেই মানুষ গুলোর মধ্যে আপনি মোমবাতির মত আলো ছড়িয়ে দেন।তাই সব মানুষগুলো ভালোই হয়। সজীব ভাইয়া মিশুক একজন মানুষ ডিসকোডে কথা বলে বুঝেছি।আর মজা করে কথা বলেন তিনি। ভাইয়া,আমার সাথে দেখা হলে আমাকে নিয়েও কি পোস্ট লিখবেন?? 😊
ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ❤️❤️
অবশ্যই, আপনার সঙ্গে দেখা হলে, আপনাকেও নিয়ে লিখবো ।
শুকরিয়া 🙏🥰
ছবিতে দেখা ছেলেটা সজিব ভাই না ৷ আমি প্রথমে দেখেই বুঝতে পারছি যে সজিব ভাই ৷ যা হোক এবার প্রথম দুজনের দেখা ৷ বেশ সুন্দর একটি সময অতিবাহিত করেছেন নিশ্চয়ই ৷
সজীব ভাইয়ের সাথে আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই অবাক হয়ে গেছি। আপনারা দুজন দেখা করেছেন। সত্যিই অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। আসলে সজীব ভাইয়ের সাথে আমরা সবাই পরিচিত। আপনারা দুজন অনেক সুন্দর সময় পার করেছেন। আসলে কমিউনিটি কারো সাথে দেখা হলে খুবই ভালো লাগে। যাইহোক খুবই ভালো লাগলো। আপনাদের দুজনকে একসাথে ক্যামেরা বন্দি দেখে। শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্য এবং সুস্থতা কামনা করি।
আসলে আমরা কেউ কাউকে চিনি না। ব্যক্তিগতভাবে আমাদের কারো সাথে কোন পরিচয় নেই। তবুও আমাদের সবার মাঝে কেমন জানি একটা মায়ের বন্ধন তৈরি হয়েছে। সবাইকে খুবই আপন মনে হয়। তবে ভাইয়া কোনদিন আপনার সাথে দেখা করার সুযোগ হবে কিনা জানিনা কিন্তু খুব ইচ্ছা আছে হয়তো কোনদিন হঠাৎ করে একদিন গিয়ে হাজির হব। সেই দিনটি আমার জন্য সত্যি অনেক আনন্দের দিন হবে। সত্যি ভাইয়া আপনি সবাইকে আপন করে নিয়েছেন বলেই সবাই আপনাকে এতটা আপন করে নিয়েছে। হঠাৎ করে এভাবে দেখা হলে কথা যেন শেষ হতে চায় না যাইহোক একবার যেহেতু দেখা হয়েছে দোয়া করি বারবার দেখা হোক। প্রিয় মানুষগুলোর সাথে দেখা করতে সত্যিই অনেক ভালো লাগে।
আহ এত সুন্দর করে কেউ যদি আমার প্রশংসা করত🙈।
সজীব ভাইয়া আসলেই একজন মিশুক মানুষ। ডিস্কোর্ড এ যতদূর কথা হয়েছে তাতেই বোঝা গিয়েছে। হুট করে দেখা হয়েই ভালো হয়েছে। প্লান করে কোন কিছু সহজে হয় না। উনি আমার সাথে দেখা করার কথা শুধু বলেই। এমন হুট করে আসলেই তো দেখা হয়ে যায়@roy.sajib।
আমিও একদিন রংপুর যাওয়ার সময় হুট করে দেখা করে যাবো। রেডি থাইকেন। সেদিন আমার প্রশংসা করে পোস্ট করবেন কিন্তু😛।
আপনার থেকে আমার যতগুলো দাওয়াত আর ট্রিট বাকি পরে আছে আপু, ওগুলো একদিনে আদেও কি শেষ হবে বলেন তো!!! স্বপ্ন দেখলেও তো শেষ হবে না। তবে নেক্সট মান্থ যমুনা তে গিয়ে উকি দেব একবার, ভিসার জন্য যাব। দেখি আমার আপু বের হয় কিনা। 😅। বাকি কথা তারপর হবে । 🤟
নেক্সট মাসে বাসায় থাকার সম্ভাবনা কম। ছেলের পরীক্ষা শেষ এই মাসে।
এইবার কিন্তু সত্যি বলছি। তারপরও আসার আগে অবশ্যই জানাবেন। থাকলে অবশ্যই দেখা হবে।
অবশ্যই আপু রেডি থাকবো, কোন সমস্যা নেই। 🙏
আসলে আমার বাংলা ব্লগের প্রত্যেকটা মানুষ যদিও ভার্চুয়ালি আমরা পরিচিত। কিন্তু তারপরেও কেমন যেন মনে হয়, সবাই খুবই আপন এমন কি বহু বছরের চেনা। তবে আপনারা দুইজন সামনাসামনি দেখা করেছেন, এটা শুনে খুবই ভালো লাগলো। আসলে সজীব ভাইকে অনেক আগে থেকেই দেখছি। উনি খুবই ভালো মানুষ, আমার কাছে ভীষণই ভালো লাগে। বিশেষ করে সত্যিই উনি একজন সৃজনশীল মানুষ। দুইজনে নিশ্চয়ই ভীষন উপভোগ করেছেন। আপনারা দুইজনে ভালো থাকুন এটাই কামনা।
এইটা সত্যি যে ঐ সময়টা আমরা বেশ ভালোই কাটিয়েছিলাম।
ফটোগ্রাফিতে সজীব ভাই এবং আপনার হাস্যউজ্জল চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা দুজন সাক্ষাৎ করে অনেক আনন্দ উপভোগ করেছেন।। ঠিকই বলেছেন সজীব ভাই একজন মিশুক মানুষ। আর আপনিও তো সবার সাথে বন্ধুসুলভ আচরণ করেন ।দুজনেই প্রায় এক কেটাগরির মানুষ এই জন্য খুব দ্রুতই ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে দুজনের মধ্যে।।
অনেক ভালো কেটেছে আপনাদের দুজনের সময় অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের দুজনের জন্য।।
এইভাবে যদি সবার সাথে সবার দেখা হতো তাহলে কতই না মজা হত। আমি শুধু ব্যাপারটা কল্পনা করছি আর কি। আমিও বেশ খানিকটা অবাক হয়েছি তোমাদের দুজনকে একসাথে দেখে।তবে শুভদা আমি বাংলাদেশ গেলে তোমার সাথে দেখা করে আসবো।😁
তুমি যদি আমার সঙ্গে দেখা করতে আসো, সত্যিই আমি কৃতজ্ঞ থাকবো।
এত অল্প সময়ে এত মিষ্টি মুহুর্ত আমি হয়তো কখনোই পাই নি ভাই। সবচেয়ে বড় কথা একটা বারের জন্যও মনে হয় নি যে এটা ছিল আমাদের প্রথম দেখা । ভেতরের বন্ধন টা এতোটাই গভীর ছিল। সব কথা হয়তো লিখে প্রকাশ করা যায় না। কিছু অনুভূতি মনেই গেঁথে থাকুক ভাই। এটুকুই বলবো , আমাদের আমার দেখা হবে, আবার আড্ডায় মেতে উঠব দুই ভাই। ❤️❤️
এমনটা প্রত্যাশা আমিও ব্যক্ত করছি। শুভেচ্ছা রইল তোর জন্য।
ভাইয়া আপনার আর সজিব দাদাকে এক সাথে দেখে ভীষণ ভালো লাগলো। আমার কাছেও সজিব দাদাকে ভীষণ ভালো লাগে। আমি সময় পেলেই ডিসকর্ডে কথা বলি। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। আর চমৎকার কিছু কথা লিখেছেন। পড়ে মনটা ভালো হয়ে গেলো। আপনাদের দুজনের জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।