তর্কে না গিয়ে চুপ থাকাই ভালো - 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago

আচ্ছালামু আলাইকুম আমার আমার প্রিয় প্ল্যাটফর্মের বন্ধুরা আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ! আমি সব সময় বলি যে আমার নিজের মনের কথাগুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। তাই আজ ও আমি আপনাদের সাথে মোটিভেশনাল একটি লেখা নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে লিখব তা হল আমরা অনেকেই অন্যের সাথে তর্কে যাই আর এজন্য অনেক ঝগড়া বিবাদ হয় কিন্তু আমরা তর্কে না গিয়ে চুপ থাকি তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। এই বিষয়ে আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক:


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আমরা সবাই জানি যে আমরা আমাদের মানুষের সব থেকে বড় একটি দোষ সেটি হলো আমরা কথা বেশি বলি। যখন আমাদের সাথে কারো ঝগড়া বিবাদ ঘটে ,তখন আমরা সেই বিষয়ে অতিরিক্ত কথা বলে ফেলি এবং যে বিষয়টা নিয়ে আমাদের মাঝে বিবাদ শুরু হয়েছিল ,সেটা ফেলে রেখে অন্যান্য সাইটে যে কথা গুলো ছিল সেগুলো আমরা এর ভিতরে নিয়ে এসে এরপর সেটাকে অনেক বেশি বড় করি। আর এই অবস্থায় আমাদের কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এই খারাপ পরিস্থিতি সৃষ্টির কারণ কিন্তু আমরা নিজেরাই।


আসলে আমাদের সবারই রাগ বেশি ,সেজন্য রাগকে কন্ট্রোল না করার জন্য এটা হয়ে থাকে। কিন্তু রাগের ভিতরে যদি আমরা মনে রাখি যে কারো সাথে যদি আমাদের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। তাহলে অবশ্যই আমরা কম কথায় সেটা শেষ করব। কিংবা যদি দেখে যে কথা বলাই লাগে বা কথা না বললে আমার রাগ উঠে ,তাহলে আমরা সেখান থেকে চলে যাব। এটা করলে কিন্তু খুবই ভাল হয় তাহলে আমরা খুব শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু আমরা অনেকেই এটা করি না। আমরা ঝগড়া-বিবাদ কে অনেক বেশি বাড়িয়ে ফেলি ,যে কারণে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমাদের অনেক ক্ষতি হয়।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আপনি হয়তো একটু চিন্তা করলে আপনার পিছনে যে ঘটনা গুলো আছে সেগুলো বিশ্লেষণ করলে দেখতে পাবেন যে, আপনার সাথে যখন কারো সাথে কোন কথা কাটাকাটি হয়েছে তখন আপনি যদি চুপ থেকেছেন ,তার ফলাফল ভালো এসেছে, নাকি আপনিও তার কথার সাথে তাল মিলিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং সেটাকে অনেক বড় করে ফেলেছেন সেটা সেটার ভালো ফলাফল হয়েছে। আমার বিশ্বাস আপনি অবশ্যই দেখতে পাবেন যে যখন আপনি চুপ ছিলেন তখন আপনি অবশ্যই সেটার ফলাফল ভালো পেয়েছেন।


কারণ যখন আপনাকে একটি লোক অনেক বকাঝকা করবে তখন যদি আপনি চুপ থাকেন সে কিন্তু বেশিক্ষণ বকাঝকা করতে পারবে না। হয়তো সে ৫ মিনিট কিংবা ১০ মিনিট আপনাকে বকা দেওয়ার পরে নিজেই চুপ হয়ে যাবে। কেননা আপনি চুপ আছেন তাই সে চিন্তা করবে যে আমি যাকে কথাগুলো বলছি , কিছু বলছি না তাহলে তাকে আমি কেন শুধু শুধু বকা দেবো এবং এ পর্যায়ে আপনার সাথে তার যে বিবাদ টা বেজে ছিল সেটা কিন্তু বড় হবে না।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


কিন্তু তার কথার সাথে তাল মিলিয়ে যদি রাগ করে আপনিও কথা শুরু করেন তাহলে কিন্তু সেটা অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। সেটা কিন্তু আপনি এবং সে দুজনার জন্যই অনেক খারাপ সেই জন্য আমাদেরকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে এবং যখন কারো সাথে কথা কাটাকাটি হবে নিজের স্থানে থেকে নিজেকে চুপ করিয়ে রাখতে হবে। কারণ কথা বললেই কেউ বড় হয় না এটা নিজেকে বিশ্বাস করাতে হবে। তার থেকে বরং আপনি চুপ থাকতে পারেন সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।


সর্বশেষে আমি বলব যে আমরা যেই কথাটা জানি সেটা আমরা অবশ্যই মানার চেষ্টা করব। এই কথাটা বলার কারণ হলো আমরা অনেকেই অনেক কথা জানি কিন্তু সেটা মানিনা। আমরা এটা হয়তো জানি যদি আমরা এটা না মানি তবে আমাদের অনেক ক্ষতি হতে পারে তবু আমরা সেটা মানার চেষ্টা করি না। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে , কোন পরিস্থিতিতেই কারো সাথে তর্কে যাওয়া যাবে না অবশ্যই চুপ থাকার চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্যই ভালো। সবার সুস্থতা কামনা আজ করে এখানেই শেষ করছি এ পর্যন্তই।

image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  

আপনার পোস্টের ক‍্যাপশনের সাথে সহমত প্রকাশ করছি। আসলেই আমাদের তর্কে না যেয়ে সব সময় চুপ থাকাই উত্তম। তর্ক না করে চুপ থাকার মাধ্যমে বুদ্ধিমত্তার পরিচয় দেয়াই শ্রেয়। এই বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। শুভেচ্ছা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 4 years ago 

অনেক সময় এমন পরিস্থিতি আসে তখন তর্ক না করে চুপ থাকাই ভালো। কেননা কারো সাথে কোন আলোচনা করতে হলে সে ব্যক্তির এ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। জ্ঞানহীন মানুষের সাথে তর্কে না গিয়ে চুপ থাকাই ভালো।

 4 years ago 

একদমই তাই ভাই। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন আপনি। আমাদের আসলেই তর্কে জড়ানো উচিত নয়। চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

কারণ যখন আপনাকে একটি লোক অনেক বকাঝকা করবে তখন যদি আপনি চুপ থাকেন সে কিন্তু বেশিক্ষণ বকাঝকা করতে পারবে না। হয়তো সে ৫ মিনিট কিংবা ১০ মিনিট আপনাকে বকা দেওয়ার পরে নিজেই চুপ হয়ে যাবে।

আপনার এই কথাগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলেই এমন অবস্থায় যদি আমরা চুপ থাকি তাহলে ঝামেলাটাও বড় হবে না আর অপর মানুষটিও কিছুটা হলেও লজ্জিত হবে এই চুপ থাকার কারণে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোষ্ট করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 4 years ago 

একদম ঠিক বলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন আপনি।এই বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111149.49
ETH 4349.30
SBD 0.84