বিদেশ পাড়ি জমালেই কি আমরা সফলতা অর্জন করতে পারব?steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

cliff-2699812_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবেয়

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে আমাদের দেশে স্টুডেন্ট ভিসার নামে বিদেশ যাত্রার একটি হিড়িক পড়ে গেছে। অনেকে আছে সরকারিভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশ পড়তে যায় যা সময়সাপেক্ষ এবং অনেক কঠিন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। অন্য আরেকটি মাধ্যম হলো দালালদের মাধ্যমে অবৈধ পথে অনেক অর্থ খরচ করে অনেকেই স্বল্প সময় বিদেশ যাত্রা করতে চায়। দালালেরা এই ধরনের সুযোগ নিয়ে আমাদেরকে অনেক ভাবে প্রতারিত করছে। এই দালালদের মধ্যে অনেকেই প্রতারক থাকে। এই প্রতারণার ফাঁদেই বর্তমানে স্টুডেন্টরা পড়ছে এবং তাদের সর্বোত্ম হারাচ্ছে।

বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে এমন একটা ভাব যেন বিদেশ গেলেই বা বিদেশে পড়ালেখা করলেই সফল। বিদেশ গেলেই যেন সব সুখ হাতের মুঠোয় চলে আসবে। উচ্চশিক্ষা বা উন্নত জীবনযাত্রার জন্য বিদেশ যাওয়া খারাপ কিছু নয়। কিন্তু বিদেশ যাওয়াটাই আমাদের জীবনের সবকিছু নয়। জীবন বাজি রেখে আমাকে বিদেশ যেতেই হবে এমন চিন্তা আমাদের মাথা থেকে জেনে ফেলতে হবে। এই চিন্তা বাদ না দিলে হাজার হাজার পান এভাবে অবৈধ পথে পাড়ি জমাতে গিয়ে জীবন দিতে হবে এবং প্রতারিত হতে হবে।

দেখেন আমি বিদেশ যাওয়ার বিপক্ষে নই। আমিও চাই আপনারা আর্থিকভাবে সচ্ছলতা পান। কিন্তু বর্তমানে যেই যে সিস্টেমে বিদেশ যাত্রা গুলো হচ্ছে বা আমাদের স্টুডেন্টরা জীবন বাজি রেখে যে মাধ্যমের বিদেশ যাত্রা করছে তা পক্ষে আমি নই। আপনি কোন দালালের মাধ্যম ছাড়াও চাইলে নিজে নিজেই সরকারিভাবে নিজের পরিশ্রমের মাধ্যমে বিদেশ যাওয়া যেতে পারবেন। তা আমি বলব আমাদের স্টুডেন্টদের উচিত নিজের লক্ষ্য ঠিক রেখে লিগাল পথে বিদেশ যাত্রার চিন্তা করা। অবৈধ পথে বিদেশ না যাওয়া।

পরিশেষে একটি কথাই বলবো, জীবনের চেয়ে কোন কিছু বড় নয়। সবার আগে আপনার জীবন জীবন। আপনি বেঁচে থাকলে আপনি সফল হতে পারবেন। তাই অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধ করুন। নিজেকে সুরক্ষিত রাখুন

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বিদেশ গেলে যে সফল হবে এটার কোন গ্যারান্টি নেই। আর সবচাইতে খারাপ দিক হচ্ছে অবৈধ উপায়ে বিদেশ যাত্রা। এক্ষেত্রে অসংখ্য প্রাণ হারায়। খুব কম সংখ্যক লোক অনেক কষ্ট সহ্য করে মৃত্যুর মুখ থেকে বেচে হয়তো ইউরোপ বা বিভিন্ন কান্ট্রিতে ঢুকতে পারে অবৈধ লাইনে। কিন্তু এটি আসলে মোটেও ঠিক নয়।অবৈধ লাইন ছেড়ে, বৈধ লাইনে যে কোন কাজ করাই ঠিক। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.32
JST 0.037
BTC 119200.41
ETH 3726.00
SBD 0.99