স্কুল হলিডেতে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিসমাসের দীর্ঘ ১৮ দিন স্কুল হলিডের পর আজকে স্কুল খুললো। প্রচণ্ড শীতের কারণে ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি, তাই সারাদিন ঘরের মধ্যেই ছিল। সব সময় শুধু মোবাইল, ট্যাব আর টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকত। তাই মাঝে মাঝে তাদেরকে একটু ব্যতিক্রমী কিছু কাজকর্ম দিয়েছিলাম করতে।যেমন কাগজ কেটে কিছু তৈরি করা, আর্ট , নানা ধরনের কার্যকলাপের মাধ্যমে তাদের সাথে কিছু সময় অতিবাহিত করা,এছাড়া একটি গেমস বক্স কিনে দিয়েছিলাম যেখানে ৫০ রকমের খেলা ছিল।এগুলো তারা খুবই উপভোগ করেছিল।যাই হোক এখন আবহাওয়া একটু ভালো, প্রায় ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এই ছুটির মধ্যে তাপমাত্রা -৬ ডিগ্রি পর্যন্তও উঠেছিল। এ কারণে ঘরের প্রায় প্রতিটি সদস্যই সর্দিজনিত নানারকম রোগে ভুগে ছিলাম। বড় মেয়ের প্রায় এক সপ্তাহ শরীর খারাপ ছিল, আর আমার ছিল প্রায় দুই সপ্তাহ।আমার অবস্থা ছিল বেশি খারাপ, প্রায় ২/৩ দিন কোন শক্ত খাবার খেতে পারেনি।শুধু নরম খাবার খেয়েছি।কোন কিছুই খেতে পারতাম না, শুধু বমি বমি ভাব লাগত। যাইহোক আল্লাহর অশেষ রহমতে এখন আমরা সকলেই ভালো আছি।আজকে হাজির হয়েছি বাচ্চাদের কিছু অ্যাকটিভিটি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন এক নজরে তাদের কিছু অ্যাকটিভিটি দেখে নেয়া যাক।
বাচ্চাদের অ্যাক্টিভিটি।
বড় মেয়ে কাগজ কেটে দুটি ফুল বানিয়েছে।নিচের ফুলটি দেখতে খুবই চমৎকার হয়েছিল। বানানোর সময় আমি দেখিনি, একেবারে সারপ্রাইজ দিয়েছে আমাকে।
ফুল দুটি ঝুড়িতে রেখে দিয়েছে।ঝুড়িটি দুইদিন আগে বানিয়েছিল যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
এই গোলাপ ফুলটিও বড় মেয়ে আর্ট করেছে।
এই ফুলটি কাগজ কেটে বানিয়েছে ছোট মেয়ে।অস্থির হয়ে ছিল কখন পোস্ট করব তার এই ফুল!
এটি গেমস বক্স, ৫০ রকমের খেলা রযেছে এখানে।যথেষ্ট টাইম অতিবাহিত করেছিল এই গেমসটি নিয়ে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

ক্রিসমাসের জন্য ১৮ দিন স্কুল বন্ধ ছিল আজ স্কুল খুলে গেলেও প্রচন্ড শীতের কারনে ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি।বাচ্চারা ঘরে থাকলে ট্যাব,মোবাইল ও টিভি ছাড়া আর কিছুই করার আগ্রহ পায় না।আপু আপনি এটা ভালোই করেছেন।বিভিন্ন হাতের কাজ করলে তাদের জন্য খুব ভাল। কাগজ কেটে কিছু বানানো,আর্ট করা খুব ভাল উদ্যোগ।আর তারা সে কাজে বেশ সফল ও হয়েছে দেখছি।খুব সুন্দর গোলাপ এঁকেছে,গোলাপ কাগজ কেটে বানানো আমার কাছে খুব ভাল লেগেছে।আপনি আপু সুন্দর আর্ট করেন, আপনার মেয়েরাও সুন্দর আঁকবে এমনটা আশা করাই যায়। তবে তাদের একঘেয়েমি থেকে বাইরে আনতে এ উদ্যোগ খুব প্রশংসনীয়।এই শীতে আপু আপনারা সিক ছিলেন এখন সুস্থ আছেন, দোয়া করি পরিবার নিয়ে সব সময় ভাল ও সুস্থ থাকবেন।মামনিদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক সুন্দর হয়েছে বলবেন।সামনে এমন আরো কিছু কাজ দেখতে চাই।😍😍😍 ভাল থাকবেন আপু।শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাংলাদেশেও প্রচুর পরিমাণে শীত পড়ছে আপু।
আপনাদের ওখানে ৬ ডিগ্রিতে নেমে গিয়েছিল বাপরে বাপ তাহলে কি অবস্থা হয়েছিল 🥶 শুনেই তো জমে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডায় সবাই একটু অসুস্থ হওয়ার স্বাভাবিক তবে এখন সুস্থ আছেন এটা জেনে খুশি হলাম আপু। আপনার বড় মেয়ে তো সবদিক দিয়েই এক্সপার্ট। সুন্দর ফুল তৈরি করেছে আবার অনেক সুন্দর আর্ট করেছে। মামনির জন্য অনেক শুভকামনা রইল।
শুধু ৬ ডিগ্রি না ভাইয়া, মাইনাস ৬ ডিগ্রিতে নেমে গিয়েছিল। এখন মোটামুটি ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
বাচ্চাদের এই এক সমস্যা বাসায় থাকলে সারাদিন মোবাইলটা আর টিভি নিয়ে সময় কাটায়। আপনাদের ওখানে এখন ৮ থেকে ১০ ডিগ্রি তাতে আপনাদের কিছুটা ভালো লাগছে। আর আমাদের এখানে এরকম ঠান্ডা পরছে এখন তাতেই অবস্থা খারাপ হওয়ার উপক্রম। যাই হোক বাচ্চারা ছুটির মধ্যে খুব সুন্দর কিছু ডাই তৈরি করেছে। বিশেষ করে মানহার ফুল দুটি খুব সুন্দর হয়েছে। রিহারও ফুলটি একটু অন্যরকম সুন্দর হয়েছে। স্কুল শুরু হওয়ায় আবার পুরোনো রুটিনে ফিরে যাওয়া সবার। ভালো লাগলো।
অনেক ধন্যবাদ তোমাকে।
শীতের সময় সবাই অসুস্থ হয়ে পড়ছে। তবে আপু আপনি কিন্তু মাঝে মাঝেই অসুস্থ হচ্ছেন। আপনার জন্য কিন্তু বেশ চিন্তা হচ্ছে। আসলে বমি হওয়া ভীষণ খারাপ লক্ষণ 😭। তবে যাই হোক বাচ্চারা কিন্তু ছুটির দিনগুলো বেশ ভালোভাবে উপভোগ করেছে। কথায় আছে মায়ের গুণগুলোই নাকি মেয়েরা পায়। মা যেমন সব কাজে পারদর্শী তেমনি মেয়েরাও কিন্তু মায়ের গুণগুলো পেয়েছে। তাদের হাতের কাজগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে আপু।
এখন আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই, মোটামুটি ভালই আছি। অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।