একজন ভদ্রলোকের কেমন বৈশিষ্ট্য থাকা উচিত

in Incredible India2 years ago

reyban-4436330_1280.jpg

source

হ্যালো বন্ধুরা ,,,

আমরা তো সবার সাথেই কম বেশি মিলেমিশে থাকি ৷ আমরা কতটা মানুষের সাথে ভালো আচরন করে থাকি আর আমরা যাদের সাথে মিলেমিশে থাকি তারা আমাদের সাথে কেমন ব্যবহার করে থাকে ৷ আর আমাদের অন্যান্য মানুষের সাথে কেমন ব্যবহার করা উচিত তা আজকে কিছু কথা আপনাদের সবার মাঝে তুলে ধরার চেষ্টা করবো ৷

একজন ভদ্র মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত!

সাধারনত একজন ভদ্রলোকের সবার কাছে সম্মানিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ একজন ভদ্রলোক হতে হলে তাদের অসমান্য কিছু গুনাবলি থাকা উচিত আমরা বলে মনে করি ৷ তারপর একজন ভদ্রলোক বা ভালো মানুষ কখনও খারাপ সিদ্ধান্তে পা বাড়াবে না সে অনেক বার ভেবে ভালো কাজ টাই বেছে নিবে ৷ যারা অতি লোভে খারাপ কাজের সাথে লিপ্ত থাকে তারা কখনই ভদ্রলোকের মাঝে পরে না তারা আসলে নিজের স্বার্থের জন্য তারা এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত থাকে ৷

সাধারনত আমাদের সমাজে একজন ভদ্রলোকের সমাজের মানুষদের কাছে আলোচনায় আসতে দেখা যায় ৷ তার যে গুনাবলি গুলো দেখতে পায় সেই সব গুনাবলি গুলো সমাজের লোক সবার মাঝে তুলে ধরে থাকে ৷ একজন ব্যাক্তির যার বুদ্ধি ও মনন গুন রয়েছে সাধারনত তাকেই ভদ্রলোক বলে থাকি আমরা ৷ সাধারনত সে ধনী না হতে পারে কিন্তু সে সবার মাঝে একজন শ্রদ্ধার পাত্র হয়ে থাকে ৷ একজন ব্যাক্তির যদি অনেক ধন সম্পদ ও টাকা কড়ি গাড়ি বাড়ি থেকে থাকে সে কখনও ভদ্র লোক হতে পারে না ৷ ভদ্র লোক হতে হলে তার নিজস্ব কিছু গুনাগত মান থাকতে হবে তার আচরন তার ব্যবহার এ বলে দিতে পারে সে কতটা ভদ্রলোক ৷

আমাদের সমাজে কিছু কিছু ব্যাক্তি আছে তারা মুখে ভালোবাসা দেখায় কিন্তু আসলে তারা মন থেকে মানুষের ক্ষতি চায় ৷ আর সেই সব ব্যাক্তিদের কারো মন থেকে শ্রদ্ধা করে থাকে না ৷ আর যারা ভদ্রলোক তারা আসলে মানুষের মনে একটা সম্মানীয় জায়গা করে নিয়ে থাকেন ৷ আর একজন ভদ্রলোক হতে হলে কাউকে অবশ্যই আচরনের উপযুক্ততা এবং অন্যান্য মানুষের জন্য বিবেচনা থাকা অনেক গুরুত্বপূর্ণ আমরা বলে মনে করি ৷ আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন একজন ভদ্রলোক সর্বদা অবশ্যই মানবীয় এবং দয়ালু হবে ৷

একজন ভদ্রলোক বা ভালো চরিত্রের মানুষ সবসময় সৎ থাকার চেষ্টা করে থাকবে ৷ সাধারনত সে প্রত্যেকের কাছে স্বাধীনচেতা সত্যবাদী হয়ে থাকার চেষ্টা করে থাকবে ৷ সে কখনই কারো সাথে প্রতারণা করে থাকবে না এবং কি কাউকে কখনও ছোট করে দেখবে না ৷ তারা কখনও সত্যপ্রকাশ করতে পিছ পা হবে না ৷ তারা সাহস করে এবং ধৈর্য্যের সাথে সব ধরনের জায়গায় মাথা উচু করে দাড়াতে পারবে ৷ একজন ভদ্রলোক যে কোন পরিস্থিতি তে তার সত্যবাদী কখনও বিফলে নিয়ে যাবে না ৷ তারা সাধারনত মানবতার গভীরে প্রকাশ করে এবং আশার আলো দেওোয জন্য তারা সর্বোত্তম চেষ্টা করে থাকে ৷

hijab-3064633_1280.jpg

source

father-22194_1280.jpg

source

woman-837156_1280.jpg

source

আমি আজকে একটি ভদ্রলোকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরার চেষ্টা করলাম ৷ জানি না কেমন হয়েছে ৷ আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

IMG_20230720_181603.png

Sort:  
 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে ভদ্র মানুষ এর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যেখানে আপনি অনেক কিছু উল্লেখ করেছেন।

শুধুমাত্র ভালো পোশাক পরলেই ভদ্র মানুষ হওয়া যায় না। ভদ্র মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম তার ব্যবহারটাই মানুষ দেখবে। একজন ভদ্র মানুষ পরিচিতি খুব তাড়াতাড়ি লাভ করে থাকে, কারণ সবাই তাকে চিনে থাকে।

একজন ভদ্র মানুষের শুধু ব্যবহার ভালো থাকলে হবে না, তার সব দিকে ভালো থাকতে হবে। তাহলে মানুষ তাকে ভদ্র বলে আখ্যায়িত করবে বলে আমি মনে করি।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

ভদ্রতা একজন ভালো মানুষের অন্যতম প্রধান গুণ। আপনি খুব সুন্দর ভাবে একজন মানুষ্কে ভদ্র হতে হলে কি কি গুণ থাকা দরকার তা উল্লেখ করেছেন। পুরোটা পড়ার সময় নিজের সাথে মিলিয়ে নিচ্ছিলাম, আমার মনে হয় যারাই এটি পড়বে সবাই তাই করবে। যেখানে সংশোধন দরকার তা নিজ উদ্যোগে করে নিবে। ধন্যবাদ আপনাকে

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আমরা সবাই ভদ্রলোক হওয়ার চেষ্টা করি। তবে এর জন্য কি কি গুণ লাগা দরকার সেটা অনেকেই জানি না। দয়ালু, ভালো আচারণ এর মধ্যে অন্যতম।

Loading...
 2 years ago 

আসলে মানুষ ভদ্রতা নিজের পরিবার থেকে শিখে। শৈশবে মা বাবা তাদের সন্তানকে যে শিক্ষা দেয় বড় হয়ে সে তাই হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপকারী একটি পোস্ট করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

অনেকেই বলে থাকে ভদ্র হতে টাকা পয়সা লাগে না। কথাটা একেবারেই মিথ্যে নয়,, আমি অনেক সময় দেখেছি এই ভদ্রতা কিছু মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়। আবার কিছু মানুষকে অনেক নিচুতে ফেলে দেয়।

আজকে আপনি একজন ভদ্র মানুষের বৈশিষ্ট্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা সবসময় চেষ্টা করি জীবনটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। কখনো হয় আবার কখনো হয় না। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম,,,একজন ভদ্র মানুষের বৈশিষ্ট্য কি কি হতে পারে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ভদ্রলোক হওয়ার জন্য বেশি কিছু করতে হয় না শুধু পরিবার থেকে শাসন ও ভালো ব্যবহার জানলে হয়। আপনি পোস্ট টিতে অনেক শিক্ষনীয় কথা বলেছেন যা প্রতিটি মানুষের মানা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি বিষয় পোস্ট শেয়ার করার জন্য। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110011.96
ETH 3863.72
USDT 1.00
SBD 0.56