Better life with steem || The Diary Game || 27 May, 2024 ||

in Incredible Indialast year

Picsart_24-05-27_19-52-14-498.jpg

সকাল বেলা

IMG_20240527_154446.jpg

শুভ সকাল বন্ধুরা ,,

আশা করি সকলে অনেক ভালো আছেন !!!

আজকে রোজ সোমবার এই দিনটি খুব ভোর থেকেই শুরু হয়েছে ৷ আজকে ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয়েছিলো ৷ কারণ আমার জয়েন্ডিস হয়েছে আর সাধারনত জয়েন্ডিস হইলে খালি পায়ে খুব ভোরে উঠে মাটিতে হেঁটে বেড়াতে হয় ৷ যার জন্য মুলত আজকে খুব ভোরে উঠে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করলাম ৷ বেশ বাতাস উঠেছিলো সকাল বেলা পুরো শরীর একেবারে ঠান্ডা হয়ে গেলো ৷

কয়েকদিন থেকে অনেক রোদ এই রোদে মানুষজন কাজ করে নানা রোগে আক্রান্ত হচ্ছে ৷ আজকে আবার সকাল থেকে পুরো আকাশ মেঘ সাথে হালকা বাতাস বয়েই চলছে ৷

যাই হোক হাঁটাহাটি করে বাড়িতে এসে ব্রাশ টা সেরে নিলাম তারপর বাসি পেটে জয়েন্ডিস এর ঔষুধ খেয়ে নিলাম ৷ কিছুক্ষণ রুমে বসে থাকলাম তারপর দোকানে গিয়ে নাস্তা করে আসলাম ৷ বাড়িতে এসে কিছুক্ষণ বই পড়লাম তারপর সকালের খাবার টা সময়মত খেয়ে নিলাম ৷

IMG_20240527_150916.jpg

দুপুর বেলা

দুপুর বেলা আকাশে রোদ দেখা দিয়েছিলো ভাবছিলাম আকাশ টা বুঝি পরিষ্কার হয়ে গেল ৷ আমরা তাড়াহুরো করে বাড়িতে কাচা ধান গুলো নিয়ে আসলাম তারপর ধান গুলো প্লাস্টিকের উপরে শুকাতে দিলাম ৷ এভাবে প্রায় আধা ঘন্টার মত রোদ দেখা দিয়েছিলো আবার হঠাৎ করে পুরো আকাশে মেঘ ঢেকে গেলো ৷

IMG_20240527_150931.jpg

ভাবলাম হয়তো একটু পর রোদ দিতে পারে কিন্তু দুই ঘন্টা হয়ে গেলো রোদের দেখা নেই, এই দিকেও আবার বৃ়ষ্টি আসার মত পরিবেশ দেখা যাচ্ছে আকাশে মেঘ ঘন হচ্ছে সাথে বাতাসের গতিও বেড়ে চলছে ৷ এই সব দেখে আমরা আর দেরী না করে ধান গুলো জড়ো করে আবার বস্তায় ভরিয়ে রাখলাম ৷ যেহেতু চার টা বেজে গেছে এখন আর ধান গুলো রেখে লাভ নাই , তাই আমরা ধানের বস্তা গুলো আবার বাড়িতে নিয়ে আসলাম ৷

IMG_20240527_151624.jpg

বিকেল বেলা

আজকে রোদ নেই জন্য বিকেলে একটু বের হলাম ভাবলাম বাদাম ক্ষেতে যাই গিয়ে দেখে আসি কেমন হয়েছে বাদাম গুলো ৷

বন্ধুরা দেখেতেই পাচ্ছেন পুরো একটি কান্দর জুরে শুধু বাদামের চাষ দেখতেই যেন অসম্ভব সুন্দর লাগতেছে ৷ পুরো বাদামের ক্ষেত গুলো চিরসবুজ বর্ণ আকাড় ধারণ করেছে ৷

তার পাশাপাশি পুরো আকাশ সাদা কালো মেঘে ঢাকা ৷ আজকের প্রকৃতি দেখে মনে হয় আবারো প্রকৃতির প্রেমে পড়ে যাই ৷

আজকের বিকেল বেলার পরিবেশ টা আসলেই অপরুপ দেখতে মাঝে মাঝে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের উপভোগ করা উচিত ৷ এতে করে দেখবেন অনেক মন খারাপের সময় মন খুব সহজেই ভালো হয়ে যাবে ৷

IMG_20240527_194159.jpg

সন্ধ্যা বেলা

আকাশের অবস্থা খুবই খারাপ চারদিকে কালো মেঘ ঘনিয়ে আসতেছে ভয়ে সন্ধ্যা বেলা আর কোথাও গেলাম না ৷ সন্ধ্যা আগে একটু স্কুল মাঠে গিয়ে আড্ডা দিয়ে সোজা বাড়িতে চলে আসছি ৷

কারেন্ট নেই এল এ ডি বাল্ব দিয়ে কিছুক্ষণ বই পড়লাম ৷ হঠাৎ দেখি বাতাস জোরে বইতে শুরু করলো ভাবলাম ঝড় বুঝি আসবেই ৷ তারপর দেখি কিছুক্ষণ পরে কমে গেলো এই সুযোগে আমি রাতের খাবার টা সেরে ফেললাম ৷ তারপর পোস্ট লেখা শুরু করে দিলাম ৷

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সবাই ,, আর সবাইকে জানাই শুভ রাত্রি !!

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 last year 

ধন্যবাদ জানাই আপনার এতো সুন্দর একটা দিনের বর্ননা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্ডিস হয়েছে বলে আপনি সকালে উঠেই বাইরে হাটতে বের হয়েছিলেন।একটা কথা আছে না,সকাল বেলার হাওয়া, হাজার টাকার দাওয়া।কথাটা কিন্তু একেবারেই সত্যি। যারা সকাল সকালে উঠেই বাইরে বের হয়ে হাটাহাটি করে তারাই রোগমুক্ত থাকতে পারে।আর আপনি অসুস্থ হওয়া সত্ত্বেও আবার এদিকে কারেন্ট না থাকার পরেও পড়তে বসেছিলেন।বিষয়টি খুব ভালো লাগলো।আপনার সুস্থতা কামনা করি😊

 last year 

আপনার সারাদিনের কাজকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসুস্থ শুনে খুব খারাপ লাগলো ।আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

 last year 

আপনার জন্ডিস হয়েছে জেনে খারাপ লাগলো। জন্ডিস হলে ভোরে খালি পায়ে হাঁটতে হয় আর আপনিও সেটা করছেন। ভাই ঠান্ডা একটু প্যাকেট করে আমার এখানে পাঠিয়ে দেন, কারন আমার এখানে প্রচন্ড গরম।

আমাদের আশেপাশের জমি কখনও পড়ে থাকে না সারাবছরই কোনো না কোনো ফসল চাষ করা হয়ে থাকে। আপনাদের এখানে এখন বাদাম চাষ করা হয়েছে। ক্ষেতের সবুজ প্রকৃতি দেখতে খুব সুন্দর লাগছে। আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

কয়েকদিন আগে রোদের যে, তাপমাত্রা ছিল অনেকেই অসুস্থ হয়ে গেছে। আবার গত কয়েকদিন থেকে আবহাওয়া খারাপের জন্য অনেকে ধান শুকানো নিয়ে ঝামেলায় পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে একটু রোদ উঠেছিল আপনারা তাড়াহুড়ো করে কাঁচা ধান শুকাতে দিয়েছেন। আমাদের বাসায়ও অনেকগুলো ধান জমা আছে। আবহাওয়া খারাপের জন্য সেগুলো শুকাতে পারতেছি না।
বিকেলের দিকে আপনাদের বাদামের ক্ষেতগুলো দেখতে গিয়েছেন। সত্যি বাদামের ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

শুনে খারাপ লাগলো আপনি কিছুটা অসুস্থ, কিছুদিন অতিরিক্ত গরম থাকায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে।। আর হ্যাঁ, ঝরে পর থেকে বৃষ্টির জন্য মানুষ বেশ শান্তিতে রয়েছে।। আমরাও একটা সময় বাদাম রোপন করতাম বর্তমান সময়ে করা হয় না।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111473.39
ETH 4424.48
SBD 0.84