Better Life With Steem || The Diary game || 14th March 2025

in Incredible India6 months ago
IMG_20250314_230543_208.jpg

আমি আপনাদের বলেছিলাম যে, হয়ত খুব তাড়াতাড়ি আমাদের গ্রামে নাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। আমার কথাই সত্যি হলো। গ্রামের সকলে মিলে নাম যজ্ঞের দিন ঠিক করেছে।

নাম যজ্ঞের দিন ঠিক করা মানে আমাদের সকলের দায়িত্ব বেড়ে যাওয়া। গ্রামের কাজে সকলের দায়িত্ব থাকে। যজ্ঞের জন্য বিভিন্ন জায়গায় কালেকশন করতে যেতে হয়। তাই আজ আমি যাবো বলে ঠিক করলাম। একদিন সকলের সাথে যাওয়াটা আমার দায়িত্ব।

IMG_20250314_230540_757.jpg

আমরা একসাথে পাঁচজন বেরিয়েছিলাম। গ্রাম কালেকশন করা অনেক পুরানো রীতি। চৈত্র মাসের ১৮ তারিখ মহা নামযজ্ঞের অধিবাস ও ১৯ তারিখ নাম সংকীর্তন। সময়ও খুব বেশি হাতে নেই, এর মধ্যে সকল কাজ শেষ করতে হবে।

গ্রাম কালেকশন করার সময় বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ পাওয়া যায় না। বিগত বছর শীতের সময় যজ্ঞ করা হয়েছিলো তাই তেমন কোনো কষ্ট না হলেও এবার রোদের মধ্যে ঘুরে ঘুরে কালেকশন করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

IMG_20250314_230538_278.jpg

একটা বাড়িতে দেখলাম ঘরের সানসেটে মৌমাছির চাক হয়েছে। মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা হয় তবে বাড়ির এমন জায়গায় মৌমাছির চাক হলে সেটা ভেঙে ফেলা উচিত কারন বাড়িতে অনেক শিশুরা না বুঝে সেখানে আঘাত করতে পারে। মৌমাছির চাকে আঘাত করলে কি হতে পারে সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন!

IMG_20250314_230536_699.jpg

IMG_20250314_230534_853.jpg

IMG_20250314_230533_511.jpg

IMG_20250314_230531_270.jpg

বিভিন্ন জায়গায় কালেকশন করতে বেরোলে অনেক অচেনা জায়গাও চেনা হয়ে যায়। আজ যে গ্রামে গিয়েছিলাম সেখানে আগে কখনও যাইনি আমি তাই জায়গায় অনেকটা চেনা হয়ে গেলো।

বাড়ির সামনে একেকজন একেক রকম ফুলের গাছ লাগায় বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য। তবে একটা বাড়িতে হলুদ রঙের কিছু ফুল দেখতে পেলাম। ফুলটার নাম আমার জানা নেই। তবে সমস্ত গাছ ফুলে ভরে গিয়েছিলো যেটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিলো।

IMG_20250314_164056.jpg

গ্রাম বাংলায় আগে প্রতিটা ঘর এমন নাড়া দিয়ে তৈরি করা হতো। নাড়া মানে জমি থেকে ধান কেটে নেওয়ার পর নিচে যে অংশটুকু থেকে যায় সেটা। নাড়ার তৈরি ঘরের সুবিধা হলো, গরমের সময়ও ঘরের ভিতর অনেক ঠান্ডা থাকে।

তবে এখন নাড়ার তৈরি ঘর দেখা যায় না বললেই চলে। গ্রামে একটা বা দুটো ঘর দেখা যায় যেগুলো হয়ত নাড়া দিয়ে তৈরি। প্রাচীন ঐতিহ্য যেন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে।

IMG_20250314_181237.jpg
IMG_20250314_180922.jpg

সব কাজ শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে এলো তবে দিনের আলো এখনও দেখা যাচ্ছে। আগে থেকেই আমাদের গাড়ি ঠিক করা ছিলো তাই গাড়িওয়ালাকে ফোন দিলাম তবে তার আসতে কিছুটা দেরি হবে।

সারাদিন ঘুরে ঘুরে শরীর যেন আর পারছে না। যদিও সকলে আমার এক মাসির বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলাম। তবে রোদের মধ্যে সারাদিন থাকার পর শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে।

গাড়ি আসতে যেহেতু কিছুটা দেরি হবে তাই সকলে মিলে কফি খেতে গিয়েছিলাম। ক্যাফেটা নতুন তৈরি করেছে। জলের উপর বাঁশের চালি দিয়ে তৈরি করেছে। সকলে ভিতরে গিয়ে বসে বসে কফি খাচ্ছিলাম তবে একটু পরই গাড়ি চলে আসলো, ততক্ষণে কফি খাওয়া শেষ হয় নি। যাই হোক, বিল মিটিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম, শরীর এতটা ক্লান্ত লাগছিলো বলে বুঝানো যাবে না। এভাবেই আমি আমার কার্যক্রম শেষ করলাম!

Sort:  

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @muzack1

 6 months ago 

Thank you Very much for your support.

Loading...
 6 months ago 

আপনি কয়েকদিন আগেই আমাদের সাথে শেয়ার করেছিলেন নাম যজ্ঞ অনুষ্ঠিত হবে যেটা আপনার পোস্ট করে বুঝতে পেরেছিলাম এখন আপনাদের গ্রামের মধ্যে নাম যজ্ঞ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে যেটা আপনার পোষ্ট পরিদর্শন করে বুঝতে পারলাম আসলে এই কাজটা অনেক বেশি কঠিন যতোটুকু আপনার পোস্ট করে বুঝতে পারলাম গ্রামে কালেকশন করা খুব একটা সহজ কাজ নয় তারপরেও আপনারা সবাই মিলে চেষ্টা করছেন ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111291.86
ETH 4342.90
SBD 0.82