Incredible India year-ending tournament-2023
![]() |
---|
My dearest,
Incredible India family |
---|
The World Cup has just finished, and we all are still transfixed.
So, why don't we carry the same enthusiasm until the year ends?
So, here I am with a tournament to conclude the year on an exemplary note.
As per the discussion,
- the tournament will initiate on 2nd December and conclude on 31st December at 23:59UTC.
Only the mentioned members can take part in this tournament.
There will be three captains to lead their team.
The tournament is divided into three parts;
quarter-final, semi-final, and final.
I already discussed the regulations with the team captains, and there will be no partiality.
Rewards will be sponsored by me, besides support;
Which was distributed after 31st December.
There will be three categories of winners besides the winning team:- |
---|
- Best captain.
- Man of the match.
- Man of the series.
Now, let me introduce you to all the players, along with captains;
Who will participate in this tournament underneath each team captain?
Let's begin with alphabetically.
|
---|
![]() |
---|
1.@mukitsalafi
2.@sayeedasultana
3.@yoyopk
4.@shuhad
5.@mdsahin111
6.@abubokkar
7.@abdulmomin
8.@abdul237 (reserve).
|
---|
![]() |
---|
1.@sairazerin
2.@karobiamin71
3.@shasan705
4.@muktaseo
5.@monikarmakar
6.@hasnahena
7.@baizid123
8.@isratjahanpriya(reserve).
|
---|
![]() |
---|
1.@sabus
2.@farhanahossin
3.@sakib012
4.@saha10
5.@pijushmitra
6.@rakibal
7.@xhadhin
8.@amekhan(reserve).
Now, let me share some essential regulations:-
Only the mentioned users can participate in this tournament.
The tournament is exclusively arranged for community users.
We can't reveal how the community will play this tournament because earlier copycats copied our idea!
If we successfully conclude the tournament,
After that, from next year, we will open the gate for every steemian.
- I will play the role of umpire.
- @piya3 and @crismenia will be cheerleaders.
খেলা হবে, খেলা হবে।
জবরদস্ত খেলা হবে।।
কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে।
কোয়ালিটি কমেন্ট করতে হবে।।
এনগেজমেন্ট বাড়াতে হবে।
জানবে তোমায় জিততেই হবে।।
খেলা হবে, খেলা হবে।
খুব দারুণ খেলা হবে।।
আসাধারণ উদ্যোগ ম্যাম। আমরা আর বেশি পরিমাণে আমাদের কাজের গতি বাড়িয়ে দিব।
এবং আমাদের সবোর্চ্চ দিয়ে চেস্টা করব। খুব ভালো লাগলো আপনার এই ধরনের উদ্যোগ দেখে।আপনি যে আসাধারণ মেধার অধিকারী তা আবারও প্রমাণের স্বাক্ষর রাখলেন ম্যাম। দারুন, আমি তো খুব বেশি পরিমাণে উত্তেজিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।
@sduttaskitchen,
শ্রদ্ধেয়া ম্যাম, সেই শুরু থেকেই দেখছি আপনি শুধুমাত্র নিজের জন্য বা কমিউনিটির জন্য নয়, বরং সর্বদাই স্টিমিট প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করেন। আর সেই ইতিবাচক মনোভাবের আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা উদ্যোগ এই দুর্দান্ত লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন।
আশাকরি, আপনার নেওয়া এই উদ্যোগ স্টিমিট প্ল্যাটফর্মে হবে এক দুর্দান্ত সক্রিয়তার প্রতিফলন। সবার জন্য এক উপভোগ্য খেলা। ব্যক্তিগতভাবে আমি তো উপভোগ করবোই।
সকল অংশগ্রহণকারীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হোন।
ম্যাম আপনি অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন।আপনার এই উদ্যোগে আমরা সকলেই অনেক খুশি।আমি আশা করি আপনার এই উদ্যোগে স্টিমিট প্ল্যাটফর্মে জন্য অনেক ভালো হবে।আমি সব সময় দেখে আসছি যে আপনি আমাদের কি করে সৎ পথের মাধ্যমে কাজের উন্নতি করা যায় তাই চিন্তা করেছেন। সত্যি কথা বলতে আপনার মতো একটা ম্যাম বা দিদি পেয়ে অনেক খুশি। আমাদের কে নিয়ে এতো চিন্তা করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনাকে সৃষ্টিকর্তা সব সময় ভালো এবং সুস্থ রাখুক।
প্রথমে আমি ধন্যবাদ জানাই কেননা এত সুন্দর এবং ইউনিক প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার বিশ্বাস এই খেলার আয়োজন এই পর্যন্ত এই প্লাটফর্মে কেউ শুরু করে নাই আমরাই প্রথম।
নিত্য নতুন উপায়ে আকর্ষণীয় কিছু তুলে ধরার জন্য আপনার পরিকল্পনা অপরিসীম। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ক্রিকেট খেলার মত টুর্নামেন্ট। আশা করি খেলাটি খুবই সুন্দরভাবে পরিচালিত হবে।
ধন্যবাদ জানাই নিত্য নতুন উপায় আমাদের সকলকে আকর্ষিত করার জন্য। আবারো ধন্যবাদ জানাই দীর্ঘ সময়ের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের সাথে নিয়ে সুন্দর একটি প্রতিযোগিতা পরিচালনা করার জন্য।
নতুন একটা উদ্যোগের মাধ্যমে, সবাইকে নিয়ে নতুন ভাবে এগিয়ে যাওয়ার একটা প্রয়াস তৈরি হয়েছে। অবশ্যই নিজের জায়গা থেকে সঠিকভাবে কাজ করে। সবার হাতে হাত ধরে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনার এই উদ্যোগে সফল হওয়ার চেষ্টা করব।
এবং সবার কাছে আশা করব। আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, সবার কথা চিন্তা করে। সবাই যেন নিজেদের জায়গা থেকে সঠিক ভাবে কাজ করে। এত সুন্দর লেখনি আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর উদ্যাগ ম্যাম। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাল কিছু করার। আশা করি ম্যাম এর নেওয়া উদ্যাগটি দারুন এক প্রতিফলন হবে। আপনার নেওয়া সত্যি বেশ প্রশংসনীয় পাশাপাশি অনেক উত্তেজিত। এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু যে আমাদের লাভ হবে তা কিন্তু না ম্যামের িএই উদ্যাগ এট ফলে স্টিমেট প্লার্টফর্মের জন্য অনেক ভালো হবে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ।আমাদের ছাত্র জীবনের কথাই বলা যাক। আমরা পরীক্ষার আগমুহূর্তে যেভাবে পড়াশোনা করতাম, বছরের অন্য দিনগুলোতে তার সাথে কোন মিল থাকতোনা।
ম্যামের এই উদ্যোগে আমাদেরও কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
আশাকরি এভাবে যদি কাজ করতে পাড়ি তবে আমাদের লক্ষ্য দ্রুত অর্জণ করতে পারবো।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম।
আমি দীর্ঘ ছয় থেকে সাত মাস যাবত এই কামিনিটিতে কাজ করে আসছি। আর সেই থেকে দেখে আসছি আপনার সততা এবং পরিশ্রম দিয়ে কিভাবে , এই প্লাটফর্মের সাথে রয়েছেন এবং প্রতিটি ইউজার ভালো কিছু করুক সেই চিন্তা করেছেন। প্রতিটা টিউটোরিয়াল ক্লাস এবং হ্যাংআউটের মানুষকে সৎ পরামর্শ এবং সঠিক পথ নির্দেশনা দিয়ে এসেছেন।
তাছাড়া আপনার এই উদ্দ্যোগ টা দেখে, সত্যি অসম্ভব ভালো লাগছে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব নিজেকে কাজের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং ভালো কিছু করার,ও নিজের মেধা কে আরো বিকাশিত করার। আমি খুবই উত্তেজিত হয়েছি আপনার এই আইডিয়াটা দেখে অসাধারণ, বেশ ভালো লেগেছে পোষ্টটি পড়ে ,আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।