অঙ্ক - Calculation!

in Incredible India17 days ago (edited)

1000064653.png

"অঙ্ক" একটি শব্দ যেটি উচ্চারণ করলেই কিছু সংখ্যা, কিছু হিসেব, কখনও কিছু ফর্মুলা চোখের সামনে সর্বাগ্রে ভেসে ওঠে।

তবে, সবচাইতে এই যুগে দাড়িয়ে এটির গুরুত্ব সংখ্যার চাইতেও হিসেবের!
বিষয়টি গুলিয়ে ফেলার আগে পার্থক্য কোথায় সেটা উল্লেখ আবশ্যকীয়।

অঙ্ক যখন সংখ্যা তখন সেটায় কখনও অবশিষ্ট থাকে আবার কখনও সেটা মিলে যায়, অর্থাৎ অবশিষ্ট থাকে না।

অঙ্ক যখন হিসেব তখন সেখানে উপস্থিত থাকে লাভ, লোকসানের বিষয়, এই নিয়ে অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন অঙ্ক কষে উত্তর উদ্ধার করেছেন নিশ্চই?

তবে, আজকে এই অঙ্ক শব্দটি চুপিসারে প্রত্যেকের জীবনে প্রবেশ করেছে, এবং সেটা আর কাগজ কলমে সীমাবদ্ধ নেই!

বর্তমানে এটি সম্পর্ক, ব্যাক্তিগত জীবন তথা কর্ম সর্বত্রই বিরাজ করছে, বরঞ্চ সংখ্যাতত্ত্ব খানিক মগজের ব্যবহারে সমাধান করা গেলেও, জীবনের মধ্যে ঢুকে পড়া হিসেবের অঙ্ক মেলানো বেজায় শক্ত( অন্ততঃপক্ষে আমার কাছে)!

অঙ্ক যখন শুধুই সংখ্যা সেটা তবুও কারোর থেকে ধার নিলে পরিশোধের একটা সুযোগ থেকে যায়, তবে সেটার সঙ্গে যদি সময় যুক্ত করা হয় কিংবা ধরুন আবেগ, অনুভূতি তাহলে মনে হয় হিসেব মেলাতে বেশ বেগ পেতে হবে!

এখন আমি বুঝতে পারি শৈশব থেকে কেনো আমি অঙ্ক বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখতাম।
আমি হিসেব করে কারোর জন্য কিছু করেছি বলে মনে পড়ে না, এছাড়াও লাভ, লোকসান এগুলো বরাবর মাথায় কম ঢোকে!

IMG20250830174241.jpg

IMG20250830174300.jpg
IMG20250830174307.jpg

IMG20250830174256.jpg

এরপর, লাভের জন্য অঙ্ক কষে দিক পরিবর্তন, সেটাও কখনও করিনি, যেটাই করেছি সেটা মন থেকে, কাজেই সেখানে না ছিল বিনিময়ের আশা আর না ছিল হিসেবের খাতা!

কথাগুলো যে কেবল কথার কথা এমনটি যে নয়, তার একাধিক উদাহরণ আমি সৃষ্টিকর্তার কাছে জমা রেখেছি, এখনও রাখছি।

মানুষকে এই নিয়ে ব্যাখ্যা করবার কোনো সদিচ্ছা আমার নেই!
সত্য বরাবর তেতো, তাই শুনতে খারাপ লাগলেও স্বাস্থ্যের জন্য উপকারী।

আমার দিদি একটা লাঠি রাখতো আমাকে অঙ্ক শেখানোর সময়, যেহেতু আমার দিদি বরাবর বিষয়টিতে ভীষণ ভালো, কথাটি পূর্বেও উল্লেখ করেছি তবে ভিন্ন কারণে।

আমার বাবা ওই ইংরিজি ভালো! সেখানে সন্মধনে দ্বিচারিতা নেই, ইউ বললেই একসাথে মিটে যায়!
হিহি! মজা করলাম।

আমাদের গুরুজন যেসকল প্রবাদ বাক্য ব্যবহার করতেন তাদের মধ্যে একটি অন্যতম প্রবাদ হলো, "অতি লোভে, তাতি নষ্ট!"(Too greedy is a wasted)

1000064654.jpg

(চলার পথ পা ফেলার অবস্থান ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভাবে নির্ধারণ করা হয়, এটাও একটা হিসেব!)

আর ঠিক এই শিক্ষা মাথায় রেখে অতির পিছনে না ছুটে, সৎ ভাবে, ধৈর্য্য সহকারে নিজের কাজ নিষ্ঠার সাথে করে গেছি, তথা যাচ্ছি।

আসলে, ধরুন জলের মধ্যে একটি নৌকায় একজন সফর করছে, পাশ থেকে অধিক সুন্দর অতিকায় সুসজ্জিত নৌকা দেখে যখন যাত্রীর নৌকা পরিবর্তনের প্রবল ইচ্ছা জাগ্রত হয়, এবং সে এক্ নৌকা থেকে আরেকটিতে লাফ দিয়ে পৌঁছনোর চেষ্টা করে, কিংবা দু'নৌকায় নিজের অবস্থান অব্যাহত রাখতে সচেষ্ট হন, অধিক ক্ষেত্রেই জলে ডুবে যাবার সম্ভবনা বেশি থাকে এই সকল সিদ্ধান্তে।

আর জীবনে এমনি এমনি কিছুই হয় না, সবটাই আসে ব্যাক্তির নীতি পরীক্ষার্থে ঘটে থাকে!
আমি যেটুক অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা থেকে প্রাপ্ত শিক্ষা ভাগ করে নিচ্ছি, সহমত পোষণ এর কোনোরকম সুপ্ত ইচ্ছে ছাড়াই!

কাজেই, পরিশেষে শুধু যে শিক্ষা প্রতিদিন নিজেকে দেবার প্রয়াস করি আর সেটা হলো, রাতের ঘুম যেনো প্রশান্তির হয়;
সেখানে এই ভাবনা যেনো তাড়া না করে, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করেছি, অথবা খেয়ে মুখ মুছে ফেলেছি, ইত্যাদি!

তাই হিসেবে নয় খানিক কাচাই থাকি, অসুবিধা নেই! অন্ততঃপক্ষে, বেঈমান আখ্যা নিয়ে দিন শেষ করতে হচ্ছে না, এটাই কি কম পাওনা?

1000010907.gif

1000010906.gif

Sort:  

@sduttaskitchen

তোমার পোস্টটি খুবই আকর্ষণীয় ছিল। যে তার হৃদয়কে অনুসরণ করে সে কখনও হতাশ হয় না কারণ তার হৃদয় তার সিদ্ধান্তকে নিশ্চিত করে। এই কথাটি হল, লোভই ধ্বংস। বাস্তবে, এটি এরকম। যারা খুব লোভী তারা আসলে নিজেদের ধ্বংস করে। সর্বদা নিষ্ঠা, ইতিবাচক চিন্তাভাবনা এবং মনোযোগ দিয়ে তোমার কাজ করো এবং তোমার কাজে আন্তরিক থাকো।

Loading...

Congratulations! Your post has been supported by our team

InShot_20250801_084743252.jpg

Curated by @radjasalman

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 116793.12
ETH 4527.98
SBD 0.89