Better Life With Steem | The Diary game | 13th November |
এতটা বিরক্ত হয়তো লাগতো না যদি সবাই একধরনের জিনিস খেত। যেমন, আজকে লাউ ভাজি করেছি এটা আমার ছোট ছেলে ছুঁয়েও দেখবে না, কিন্তু তার বাবা আবার খুব মজা করে খাবে আর বলবে লাউ ভাজি দিয়ে রুটি খেতে এতো ভালো লাগে। লাউ কাটার সময়ই মাথার মাঝে ঘুরপাক খাচ্ছিলো আর কি করা যায়।
পরে ঝিম মেরে পরে রইলাম যে দেখা যাবে সময়মতো। কিন্তু ঝিম না মেরে যদি বাসা থেকে পালাতাম তাহলেই সবচেয়ে বেশি ভালো হতো৷ ছোট ছেলে লাউ ভাজি দেখেই ঘোষণা দিলেন যে, তার ক্ষিদে নাই তাই খাবে না। আসলে বকা লাগাবো দেখে বলার সাহস পাচ্ছিলো না।পরে ওকে ডিম ভাজি আর সালাদ করে দিলাম।
নাস্তা করার পরপরই দুপুরের রান্নার আয়োজন করতে লেগে গেলাম কারন লেট হলে প্রতিদিনের মতোই গ্যাসের সমস্যা শুরু হয়ে যাবে। । প্রতিদিন এই সমস্যার সাথে যুদ্ধ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি।
রান্না করার সময় মনে বড়ো ছেলে এসে জানালো যে পুরোনো ঢাকায় যাবে সবাই মিলো।এটা আগের দিনই বলে রেখেছিলো। ওর এক ফ্রেন্ড এর বিয়ে হয়ে গিয়েছিল ও'লেভেল কমপ্লিট করার আগেই। পুরোনো ঢাকার কালচারই হলো দ্রুত বিয়ে দেয়া।ওর বর এখনো নর্থ সাউথের ছাত্র। আমি বিয়ের সময়ই আমার ছেলেকে বলেছিলাম যে ওর পড়াশোনা শেষ। মেয়েটা ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলো ।
এ ধরণের কাহিনি পুরোনো ঢাকার অনেক পরিবারেরই।বড়ো ছেলে আর ওদের স্কুলের সব বন্ধুরা আজকে ওদের বাসায়ই থেকে যাবে।যার কারনে পুরো বাড়িই একধরনের ফাঁকা ফাঁকা লাগছে।বিকেলের দিকে বড়ো ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিলো ।মজার ব্যাপার হলো বিকেলে দেখি ভাই-ই সবাইকে নিয়ে বাসায় এসেছে। ফলে আমার আর যাওয়া হয় নাই। ওদেরকে রাতে খেয়ে যেতে বলছিলাম বারবারই কিন্তু রাজী হলো না।
সবাই রাতের খাবার শেষ করার পরে আমি বসে বসে এই লেখা লিখতেছি।
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
Posted using SteemPro Mobile
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য। ভালো লেগেছে আপনার হাসবেন্ডের লাউ ভাজি খুব পছন্দ কিন্তুু আপনার ছোট ছেলে অপছন্দ পরিবারের এমনটাই হয় একটা খাবার কেউ পছন্দ থাকে আবার কেউ অপছন্দ এ নিয়ে যারা রান্না করে তাদের একটা সমস্যায় পড়তে হয়। যাইহোক ভালো লেগেছে আপনার পরিবারের জন্য হলে অনেক অনেক শুভকামনা
আপন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালে নাস্তা বানিয়েছেন। তারপর পরিবারের সকাল সদস্য মিলে সেই নাস্তা খেয়েছেন।
কিন্তু খাবারের সময় আপনার একটা ঝামেলা হয়েছে সেটা হলো। লাউ ভাজি আপনার স্বামীর খুবই পছন্দ কিন্তু আপনার ছেলে লাউ ভাজী পছন্দ না।
আমার জানা মতে প্রতিটি ঘড়ে এই রকম সমস্যা আছে। যাইহোক আপনার দিনলিপিটি আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার পরবর্তী আকর্ষণীয় দিনলিপি পড়ার জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি।
ঘুম থেকে ঊঠে অফিস আসার সময় খেতে ইচ্ছে করেনা, ওইদিকে মেয়েরা আরো বেশি কষ্টে। তাদের আগে রান্না করা লাগে যেটা আসলেই কষ্টের।
আপনার সারাদিনের কাজ গুলো পড়তে পেরে ভালো লেগেছে, তবে আপনার বড়ভাই আপনাকে এক ধরনের সারপ্রাইজ দিয়েছে বলা যায়। ভালো থাকবেন।
এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
@sayeedasultana,
আপু আপনার লেখার শব্দ সংখ্যা ৩০৮. অনুগ্রহ পূর্বক, আপনার লেখার শব্দ সংখ্যা বৃদ্ধি করুন। প্রতিটি লেখার জন্য ৩৫০ শব্দ থাকতে হবে।
প্রথম ও শেষের common sentence গুলো বাদ দিয়ে count করবেন। তাহলেই সুবিধা হবে আপনার জন্য।
ঠিক আছে দিদি।নেক্সট টাইম আমি সতর্ক থাকবো এ বিষয়ে।ধন্যবাদ আপনাকে আমাকে এ বিষয়ে সচেতন করার জন্য।
ভালো থাকবেন দিদি।
এটা বাস্তব যে এক এক জন এক একটা খাবার খেতে পছন্দ করে। আর এটা সবচেয়ে বেশী সমস্যা তৈরি করে তার জন্য যে এগুলো রান্না করবে। কি আর করা যাবে, এটাই সংসারজীবন।