RE: আমার চারটে দেয়াল!My four walls!
Description | Information |
---|---|
Verified User | Yes |
Burnsteem 25 | No |
#steemexclusive | Yes |
Power down | No |
Plagiarism Free | Yes |
AI/Gpt Free | Yes |
350+ Words | Yes |
Community beneficiary | Yes |
Voting CSI | 21.2 |
Quality | 🙏 |
Feedback / Observation |
---|
আজকের অবস্থান যদি শুরু থেকেই থাকতো হয়তো আমিও এই জীবনেই অভ্যস্থ হয়ে যেতাম
এখানেই বোধহয় জীবনের আসল সত্যি লুকিয়ে থাকে। প্রতিদিন একটু একটু করে আমরা বাস্তবের সম্মুখীন হই। পরিবেশ, পরিস্থিতি ও জীবনে উপস্থিত সম্পর্কগুলির পরিবর্তন একটু একটু করে আমাদের বাস্তবমুখী করে তোলে। ধীরে ধীরে আমরা অভিজ্ঞ হই। মানিয়ে নিতে শিখি অনেক কিছু।
একটা সময় আবেগে ভেসে যাওয়া আমরা অনুভব করি আবেগগুলো অপ্রকাশিত থাকলেই বোধহয় ভালো হতো। ভালবেসে নিজেকে উজাড় করে দেওয়া আসলে কতখানি বোকামী, সময় থাকতে যদি সেটা আমরা বুঝতে পারতাম তাহলে হয়তো জীবনের অনেক হিসেব খুব সহজেই মেলানো সম্ভব হতো। তবে আদেও সেটা হয় না।
শুরুর থেকেই আমরা সকলে এমনটা থাকি না। ভালোবাসা, আবেগ, অনুভূতি, প্রত্যাশা সমস্ত কিছু নিয়ে পথ চলতে শুরু করি এবং একটা সময় এসে আমরা উপলব্ধি করি, জীবনে ওই সমস্ত কিছুর মূল্য বেশিরভাগ মানুষের কাছেই নেই। তাই নিজেকে বিকিয়ে দিয়ে যাকে বা যাদেরকে ভালো রাখার প্রচেষ্টা আমরা করি, দিন শেষে তারাই সবথেকে বেশি আঘাত করে আমাদের।
কিন্তু আজকাল এই থাকার প্রয়োজন শেষ হয়ে এসেছে এমন একটা অদৃশ্য অনুভূতি অনুভব করা শুরু হয়েছে, হয়তো খুব শীঘ্রই ইচ্ছের পূর্তি হবে!
এই সকল অনুভূতিকে মনে একেবারেই আসতে দেবেন না, কারণ এই পৃথিবীতে বেঁচে থাকাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। কিছু মানুষকে ভালোবেসে তাদের জন্য যদি জীবন উজাড় করতে পারেন, কষ্ট সহ্য করতে পারেন, তাহলে নিজেকে ভালোবাসতে পারবেন না কেন? যে বোকামীটা এতোদিন করে এসেছেন, আজ বোধহয় সেটা বদল করার সময় এসেছে। এখন অন্য কাউকে না শুধু নিজেকে নিয়ে ভাবার সময়।
আমি জানি আপনার নিঃসঙ্গতা কতখানি, কতখানি কঠিন আপনার লড়াই, আপনার বাস্তবতা সবটাই আমার জানা। কিন্তু তবুও আপনার এই লড়াই আমার মত করে অনেককেই হয়তো লড়তে উদ্বুদ্ধ করে। তাই যারা আপনাকে দেখে প্রতিদিন কিছু ভালো শেখে, নিজেদেরকে তৈরি করে, অন্তত তাদের জন্য নিজেকে ভালোবাসুন। যাতে আপনার দেখাদেখি আমরাও নিজেকে ভালোবাসি।
কারন আমার জীবনের বাস্তবতাও আপনার কাছে সুস্পষ্ট। তাই আপনার লড়াইটা শুধু একার নয়, আপনাকে দেখে আমিও লড়াই করি। আর এই পৃথিবীতে আমাদের মত আরও নিশ্চয়ই কিছু বোকা মানুষ আছে, আর আছে কিছু চালাক মানুষও যাদের মন কদর্যতায় ভরা, যারা মানুষকে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে।
তবে সবার কর্মের হিসেব ঈশ্বরের কাছে আছে। শুধু সময়ের অপেক্ষা, প্রত্যেকেই ফল পাবে। তাই ধৈর্য্য ধরে সেই সময়ের অপেক্ষা আমাদেরকে করতেই হবে। তাই এই ধরনের ভুল চিন্তা একদমই মাথায় আনবেন না। নিজেকে ভালোবেসে শুধু সুস্থ থাকুন, ধৈর্য্য রাখুন, ঈশ্বর নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন।
Regards
@sampabiswas(Mod)
Incredible India
Date:- 02/08/2025
Thank you for your support @cymolan. 🙏