"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India13 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...CyDTGvSiW85UsqSfoLkmK28bqYTuPFLzit4AtLgWN3xnhZtVAsRguk1aB4uu52V9jp4vAY7umNPZys4EvZrFaj75SEyMGMnRHYDSLxDJ7doUaKK2zzpEbb8mJe.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি, কমিউনিটিতে করা‌ আমার গত সপ্তাহের সকল‌ কার্যাবলী সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট।

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক‌ টিউটোরিয়াল ক্লাস"

IMG_20250314_152106.jpg

অনেকদিন বাদে গত মঙ্গলবার আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম টিউটোরিয়াল ক্লাসের ‌অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন। রমজান মাসের কথা ভেবে অন্যান্য দিনের থেকে একটু দেরীতে ক্লাস শুরু হবে, এমনটাই অ্যানাউন্সমেন্টে বলা ছিলো, যাতে বেশি সংখ্যক ইউজার যোগদান করতে পারেন। তবে বরাবরের মতোই সেই হাতে গোনা কয়েকজনে মাত্র যোগদান করেছিলো, যেটা খুবই নিরাশাজনক।

আমি নিজেও গত ১০ থেকে ১২ দিন শ্বশুর মশাইকে নিয়ে হসপিটালে রয়েছি। সেদিনও বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে, তাড়াতাড়ি টিউটোরিয়াল ক্লাসে‌ যোগদান করেছিলাম। এরপর কয়েকজন ইউজার সেখানে যুক্ত হয়েছিলো। কিছু গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে সেদিন আমাদের ক্লাস শেষ হয়েছিলো।

একটা সময় ছিলো যখন কমিউনিটির সকলে অনেক গুরত্ব সহকারে এই‌ টিউটোরিয়াল ক্লাসে যোগদান করতো। তবে আজকাল প্রত্যেকেই নিজের মতো করে কাজ করছেন, তাই এই গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা অনেকেই মনে করেন না।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznLLf72Px9LnkBHN5CRHejWcoPVnWtFbNzzeybGuaxCVACJzgzyCjsrqyS1J6mFoSErxsoq81GUNnLAge.png

এই মুহূর্তে কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক একটি কনটেস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যেখানে বিষয়বস্তু বরাবরের মতন খুবই আকর্ষণীয় এবং আমাদের জীবনের সাথেও সেটি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকের জীবনে স্কুল কলেজের আলাদা আলাদা গুরুত্ব আছে। সকলের অভিজ্ঞতাও ভিন্ন।

বন্ধুত্বের আসল পরিভাষা আমরা বোধহয় এই স্কুল ও কলেজ জীবনেই বুঝতে পারি। তাই আমাদের কাছে‌‌ স্কুল না‌ কলেজ কোনটা বেশি প্রিয়, সেই বিষয়কেই কেন্দ্র করে এই সপ্তাহের কনটেস্টের আয়োজন করা‌‌ হয়েছে।আশা করছি অন্যান্য সপ্তাহের তুলনায় আরও অনেক বেশি‌ সংখ্যক ইউজার অংশগ্রহণ করবেন এইবারের কনটেস্টে।‌

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকের স্কুল ও কলেজ জীবনের কিছু স্মৃতি সম্পর্কে জানতে পারবো এই আশা রাখছি। সকলের জন্য কনটেস্টের লিংকটি নিচে আরও একবার শেয়ার করলাম।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1ViLkePcDchboKXEr2tT1vwHk5NQpjLgmefexqWb1r1MvhWLhztHyfrqfsEkDyMNQ1aLjJeKiojmZEqae.png

এই সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কনটেস্ট শেষ হয়েছে। ইতিমধ্যে অ্যাডমিন ম্যাম উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট উপস্থাপন করেছেন। অংশগ্রহণকারী সকলে ইউজারদের ডিটেইলস বরাবরের মত মেলের মাধ্যমে অ্যাডমিন ম্যামকে পাঠানোর দায়িত্ব আমি পালন করেছি। তবে উইনার সিলেক্ট করার ক্ষেত্রে ম্যামের সিদ্ধান্তই সর্বোচ্চ। অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, বিজয়ী তিনজনকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"ট্যাগ পরিবর্তন"

IMG_20250314_234041.jpg

আমি বরাবর সকলকে বলি চেষ্টা করবেন অন্তত কোনো একটা ক্লাব মেইনটেইন করার, কারণ এই মুহূর্তে প্ল্যাটফর্মে ক্লাব মেইনটেইন করা বাধ্যতামূলক না হলেও, হঠাৎ করে যদি নিয়মটির পুনরাবৃত্তি হয়, তাহলে ক্লাবের অন্তর্ভুক্ত হওয়াটা বেশ কঠিন।

IMG_20250314_234100.jpg

আমাদের একজন ইউজার ক্লাবের বহির্ভূত হলেও তিনি নিজের নিয়মিতভাবে পাওয়ার আপ করার মাধ্যমে বর্তমানে ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছেন। তাই এই সপ্তাহে তার ট্যাগ পরিবর্তন করে ক্লাব ট্যাগটি আমি দিয়েছি, যেটা দিতে গিয়ে আমি সত্যিই আনন্দবোধ করেছি। আশা করছি এখন থেকে তিনি এই ক্লাসটি মেইনটেন করবেন।

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...owv42s22z2ocFnGJewDJQt6SBdq6aVGXqy987fS4ycYMJePvaHWAkeCmxHxjyxNDuS8unJaJYAUceqrraMqHUsghZjgPHkNYaEqB1S3PCjSrWRZiLqi3gPr1P4.png

বরাবরের মতো সাপ্তাহিক দায়িত্ব হিসেবে এনগেজমেন্ট রিপোর্টটাও আমি এই সপ্তাহেও উপস্থাপন করেছিলাম এবং সেখানে আমি জানিয়েছিলাম এই সপ্তাহে অনেকেরই পোস্টের সংখ্যা বৃদ্ধি পেলেও, কমেন্টের সংখ্যা খুবই কম। তাই পোস্টের সংখ্যার পাশাপাশি কমেন্টের সংখ্যা বৃদ্ধি করাটাও সকলের দায়িত্ব। পরবর্তী সপ্তাহে তাই নিজেদের এনগেজমেন্ট আরও কিছুটা বৃদ্ধি করবেন।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250309_234735.jpg

বুমিং সংক্রান্ত কার্যাবলীটি আমি প্রতিদিনই করি। মাঝেমধ্যে হসপিটাল থেকে ফিরতে বেশ কিছুটা লেট হ‌ওয়া সত্ত্বেও, বাড়িতে ফিরে প্রথম বুমিংয়ের কাজটি আমি সম্পন্ন করি। বেশ কিছু বিষয় মাথায় রেখে ম্যাম আমাকে বুমিং সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করার কথা বলেছেন। পরবর্তী থেকে চেষ্টা করবো সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজটি করার।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250314_234815.jpg

পোস্ট ভেরিফিকেশন‌ করা মডারেটর হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং এই দায়িত্বকে আমরা সকলেই পালন করার সর্বোচ্চ চেষ্টা করি। আমার পরিস্থিতি যদিও বর্তমানে একটু ভিন্ন, তৎসত্ত্বেও আমি চেষ্টা করি পোস্ট ভেরিফিকেশন করার। তবে সাময়িক ব্যস্ততার কারণে হয়তো প্রতিদিনের হিসেব রাখা সম্ভব হচ্ছে না। তবে নিজের দায়িত্ব পালন করার সম্পূর্ণ চেষ্টা আমি করি, যারা আমাদের কমিউনিটির পোস্টগুলি পড়ে মন্তব্য শেয়ার করেন, তারা আমার ভেরিফিকেশন নিশ্চয়ই দেখে‌ থাকবেন।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

কমিউনিটি সদস্য হিসেবে প্রতিদিন নিজের লেখা শেয়ার করার চেষ্টা আমি করি।‌ গত সপ্তাহে যে কয়েকটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিংকগুলো আমি আরও একবার নিচে শেয়ার করছি।

No.DateTitleThumbnail
01.08-03-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...CyDTGvSiW85UsqSfoLkmK28bqYTuPFLzit4AtLgWN3xnhZtVAsRguk1aB4uu52V9jp4vAY7umNPZys4EvZrFaj75SEyMGMnRHYDSLxDJ7doUaKK2zzpEbb8mJe.png
No.DateTitleThumbnail
02.09-03-2025এক মুহুর্তের পরিচয়ও, সারাজীবন স্মৃতির পাতায় থাকেJvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TkLVCcVtagEqmcnLqT6Gz6cWqsyUhSeHKiW8qHiDTjsjoWscZwUmk6sgMYNRHsnbYp4xVCfRCZg5wkCy2258ZdEUHe9L.jpeg
No.DateTitleThumbnail
03.10-03-2025"Winners announcement of monthly contest of March by @sampabiswas / All about motherhood"7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUAYYrXzohbd7Bf487xzXem9sK4a28JS4HSmweMG9KVqL7gKvYoTtovBaPpVQdAyf98QkpUwL1rbiBPUJCwD8Lo7ftWEgKiJhsgC8io4qHWzmMcHpsZn31MWueBbCsk4s8n5bvJxfYCyrRFPMDkPSCLUQu99q9dizsV9gFApuUgea2qyifXsGoHQ.png
No.DateTitleThumbnail
04.11-03-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...owv42s22z2ocFnGJewDJQt6SBdq6aVGXqy987fS4ycYMJePvaHWAkeCmxHxjyxNDuS8unJaJYAUceqrraMqHUsghZjgPHkNYaEqB1S3PCjSrWRZiLqi3gPr1P4.png
No.DateTitleThumbnail
05.12-02-2025"অবশেষে বায়োপসি"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815TUW5QwEfJ5mj8ryLW8R4ZEkKkLhvPnkaChjoXdsqZvCfMJvVbJWgjdJ14rS7K3wzmNM2WHGbFhKnCbBFrt5z5RPJxPg.jpeg
No.DateTitleThumbnail
06.13-02-2025Incredible India monthly contest of March #1/ What's the definition of a balanced lifestyle?Hnn9KVMPzMZL2aVgUQAZpN372YWFWqimLENXiWn5pGnUxirrgMvba2DXcC9kf1SkmVJBXq1nHSkYz4AbAK4pGMhJT47gaiExcpS1wdRMsd...cDgmAiTfz9oQvaXPnDNYFLsepnewwMDrdMQXL2BKgtnGkGb6vLKCcMpEn7MGLH3XJeXc4QqpYUFXp2t5twAyYSJYBeVdWEyjjVKVmZeEze9yNszqUamZgo4t3G.png

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিলো আমার সপ্তাহের কার্যাবলী সংক্রান্ত রিপোর্ট, যার মধ্যে সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আমি শেয়ার করলাম। আশাকরি আপনারা প্রত্যেকে আমার এই রিপোর্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং নিজেদের মতামত মন্তব্যের মাধ্যমে আমাদের সাথে আমার সাথে শেয়ার করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সকলে‌। শুভরাত্রি।

Sort:  
 12 days ago 

অনেকদিন পরে আসলে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছে যেটা দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম আসলে অনেকে কাজ করছে সঠিকভাবে কাজ করছে না আমার মনে হয় একটা জায়গায় সঠিকভাবে কাজ করেন তাহলে বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরে বেড়াতে হবে না।

অনেকের ট্যাগ পরিবর্তন করতে হয় যেটা আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম আসলে যারা নতুন অংশগ্রহণ করছে এবং যারা সঠিকভাবে ক্লাব নিয়ে কাজ করছে তাদেরকে অবশ্যই পরিবর্তন করা খুব প্রয়োজন অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 86437.39
ETH 2004.70
USDT 1.00
SBD 0.80