নীল আকাশের ফটোগ্রাফি এবং একটি কবিতা
প্রিয় Incredible স্টিমিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সময়ের হিসেবে এখন চলছে গ্রীষ্মকাল। এখন জ্যৈষ্ঠের খরতাপে ধরিত্রী কাঁপবে, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গাছগুলো দুলবে। এমনটাই তো হওয়ার কথা। কিন্তু আজ একটু ব্যতিক্রম বিষয় চোখে পড়ল। সেটাই আপনাদের সাথে ভাগাভাগি করতে যাচ্ছি।

ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি শরৎকালে আকাশ পুরোদস্তুর নীল থাকবে। সাদা সাদা মেঘগুলো তুলার মতো ভেসে বেড়াবে চারদিকে। আকাশের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ। কিন্তু আজ দুপুরে কর্মস্থল থেকে ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে আমি অভিভূত হয়ে যাই। কারণ আকাশ পুরোপুরি নীল দেখাচ্ছিলো। মন ভালো হয়ে যাওয়ার মত অবস্থা। এই মুহূর্তটুকু আমি ক্যামেরা বন্দি করতে চাইলাম। যেই ভাবনা, সেই কাজ। বেশ কয়েকটি ছবি তুলে ফেললাম নীল আকাশের। ছবিগুলোই আপনাদের সাথে ভাগাভাগি করতে যাচ্ছি। আকাশের নীল আমার কবি মনকে জাগিয়ে দিলো। ভাবলাম, হয়ে যাক নীল আকাশ নিয়ে একটি কবিতা।

নীল আকাশের পানে চেয়ে
আমি নিজেকেই হারিয়ে ফেলি।
নীল ক্যানভাসে মনেহয়
কে যেন টেনেছে রংতুলি।
নীল ওই আকাশের রং
ছড়ায় একরাশ মুগ্ধতা।
ভেসে থাকা মেঘরাশি
জানান দেয় আকাশের শুভ্রতা।
পাখি উড়ে যায়
ডানা মেলে দূর দিগন্তে।
তাদের যাওয়ার শেষ নেই,
যেন যাচ্ছে অনন্তে।
কবির মনে আজ ঝড় ওঠে
কলম হয়ে যায় বজ্রপাত।
নীল হে আকাশ, তোমার সৌন্দর্যে;
কবি আজ কুপোকাত।


আজকের নীল আকাশ হয়ত আগে থেকেও ছিলো। কিন্তু কখনও ছোখে পড়েনি। আজ হয়ত বিশেষ কোন কারনেই তা আমার নজর কেড়েছে। তবে, যা-ই হোক; আমাত্র কিন্তু দৃশ্যটি বেশ ভালো লেগেছে। তাই ব্যাপারটি আপনাদের সাথে উপভোগ না করে থাকতে পারিনি।

![]() | ![]() |
---|
Sort: Trending
Loading...