Sort:  
 2 years ago (edited)

@rimirahman, বাঙ্গালির ঐতিহ্যবাহী একটি খাবার হলো এই মিস্টি।যেকোন সুভক্ষনে আমরা মিস্টি বিতরন করি। আপনার বানানো মিস্টি গুলি দেখতে বেশ লোভনীয় লাগছে। তাছাড়া মিস্টি আমার পছন্দের তালিকায় থাকা একটি খাবার। খুব ভালো লাগলো পোস্ট টি পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার দুর্দান্ত পোস্টের অপেক্ষায় রইলাম।

@sairazerin, আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে পড়ে কমেন্ট করার জন্য। আপনি ঠিকই বলেছেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিয়েতে সবচেয়ে প্রধান মূল্যায়ন করি মিষ্টি। মিষ্টি না থাকলে কোন অনুষ্ঠানে স্বয়ংসম্পূর্ণ মনে হয় না আমার কাছে।

 2 years ago (edited)

রসমালাই রেসিপি অনেক ভালো হয়েছে ।
যদিও আমি মিষ্টি জাতীয় খাবার একটু কমই খাই ।আপনার রসমালাই রেসিপি খেতে ইচ্ছা জাগে ।
খুব ভালো লাগলো পোস্ট টি পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য। মিষ্টি আবার কেউ কম খায় নাকি মিষ্টি খেতে কিন্তু অনেক মজা।

 2 years ago 

রসমালাই খুবই আমার একটা পছন্দের খাবার। আপনার রসমালাই বানানো দেখে খুবই সুস্বাদু মনে হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য।

 2 years ago 

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার পছন্দের একটি খাবারের রেসিপি। এটা আমরা কমবেশি না সবাই পছন্দ করি। এই খাবারের নাম উঠলে জিভে জল ছাড়া আর কিছু আসে না। মনে হয় এক্ষুনি গিয়ে খাই। এটা না খেতে পারলে জীবন বৃথা।

রসমালাই অনেক জনপ্রিয় একটি খাবার, এই খাবারের নাম শুনলেই খেতে ইচ্ছা করে। নাম শুনেই যদি খেতে ইচ্ছে করে তাহলে রসমালাই দেখলে মুখে জল আসবে এটাই স্বাভাবিক।

রসমালাই কিভাবে তৈরি করা হয়, আপনি সম্পূর্ণ প্রসেস অনেক সুন্দর ভাবে আমাদের খুব সহজে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় এটি আমরা এখন বাসায় অনায়াসেই বানাতে পারবো।

শুধু রসমালাই বানিয়ে একা একা খেলে হবে না দিদি, আমাদেরকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে অবশ্যই খাওয়াবেন কিন্তু 😊😊

আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি খাবার আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পরে কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
৫ ঘন্টা পরে একটা প্লেটে রসমালাই গুলো বেড়ে পরিবেশন করুন এর আগে নিজে খেয়ে নিন আমার মত🤫। রসমালাই খেতে অনেক মজা হয়েছে।

সত্যি খেতে অনেক মজা,,,

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য। জ্বী আপু আপনি ঠিকই ধরেছেন এই রসমালাই খেতে অনেক মজা হয়েছিল।

Loading...

রসমালাই আমার অনেক প্রিয় ৷ তবে দুঃখের বিষয় টাকার অভাবে তেমন খেতে পারি না ৷ আর নিজে যে তৈরি করবো তাও পারি না ৷ তবে আজকে আপনি এই রসমালাই রেসিপি যে পদ্ধতি গুলো শেয়ার করেছেন তা অবশ্যই অনুসরণ করে আমিও একদিন চেষ্টা করবো এই রসমালাই রেসিপি টা তৈরি করার জন্য ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি ধৈর্য সহকারে পরে কমেন্ট করার জন্য। আসলে ভাইয়া আমাদের সবার জীবনে প্রবলেম থাকে ওই প্রবলেমগুলো থেকে নিজেকেই নিজে বের করে আনতে হয়। তাই এটা নিয়ে মন খারাপ করবেন না। ভালো থাকবেন।

 2 years ago 

দুইদিন থেকে শুধু এই পোস্টের দিকে তাকিয়েই আছি, মন্তব্য করব কখন। যতবার এসেছি মন্তব্য করতে শুধু দেখে চলে যাচ্ছি। ফাস্ট থেকে লাস্ট পর্যন্ত বেশ কিছু সময় ধরে দেখি আর ভাবি কখন যে খেতে পারব।

কিন্তু খাওয়া হয়না কেননা আমাদের এখানে রসমালাই পাওয়া যায় না খুবই দুঃখের বিষয়। দুঃখের বিষয় আমাদেরকে না দিয়েই খেয়ে ফেলছেন আপনি।

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আশা করি ভালো আছেন এখন। আপনাকে অনেক ধন্যবাদ আমার পোষ্টেটি ধৈর্য সহকারে পড়ে কমেন্ট করার জন্য। আসলে কি ভাইয়া আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও সেম কাজটাই করতাম। কারণ হচ্ছে খাবার আমার আরেকটা কঠিন দুর্বলতা। আর তা যদি হয় রসমালাই তাহলে তো আর কথাই নাই। ধরেন আমি বাসায় রাগ করে আছি কিন্তু আপনি বিশ্বাস করবেন না কেউ আমার রাগ ভাঙ্গাতে আসবেনা। কারণ তারা জানে আমার দুর্বল পয়েন্ট কোনটা সুন্দর করে দোকানে যায় আমার যে খাবার পছন্দ এটা কিনে বাড়িতে এনে আমাকে দিয়ে দেয় তখন আমার রাগ ভেঙে যায়। বেশিরভাগ রসমালাই আনা হয়। কিন্তু এটা শুনে কষ্ট লাগলো আপনাদের এখানে রসমালাই পাওয়া যায় না। এটাতো মানতে পারতেছি না আমি কেন পাওয়া যায় না। আর কি করবো আপনারা তো আমার বাড়ির কাছে থাকেন না। যদি থাকতেন তাহলে আমি নিজে যে দিয়ে আসতাম আপনাকে রসমালাই। কিন্তু কোন এক সময় আসবে না আমাদের এলাকায় তখন আপনাকে শুধু রসমালাই খাওয়াবো।

 2 years ago 

আমাদের এলাকা ধীরে ধীরে উন্নতি হচ্ছে তবে এখন সামান্য দুই একটি হোটেলে পাওয়া যায়। যখন আমি সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়তাম তখন এদিকে পাওয়া যেত না।

বাবা যখন টেকেরহাট যেত তখন নিয়ে আসতো। দুই থেকে তিন বাটি করে নিয়ে আসতে বাড়ির সবাই মিলে ভাগ করে খাওয়া হত। আমি আবার মিষ্টিতে বেশি লোভ। যদি কোন আত্মীয় মিষ্টি নিয়ে আসতো, তাহলে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেতাম আগে। এখন মিষ্টির প্রতি খুব একটা আগ্রহ নেই, তবে রসমালাই ভিন্ন।

ধন্যবাদ জানাই ছোট ভাইয়ের প্রতি এমন ভালোবাসা দেখানোর জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108756.59
ETH 4284.49
USDT 1.00
SBD 0.83