নিউমেরোলজি – যে সকল মানুষের জন্ম তারিখ যেকোনো মাসের ৮/১৭/২৬ || Numerology – Who was Born on 8/17/26 of any Month

in Incredible India2 years ago

নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে যে সকল মানুষের জন্মদিন যেকোনো মাসের ৮/১৭ অথবা ২৬ তারিখ, তাদের নামের মূলাঙ্ক ৮ হয়। উদাহরণ স্বরূপঃ- ১৭ তারিখে জন্ম নেওয়া ব্যক্তির মূলাঙ্ক – ১+৭ = ৮, ২৬ তারিখে জন্ম নেওয়া ব্যক্তির মূলাঙ্ক – ২+৬ = ৮। এদের স্বামী গ্রহ হলো শনি।

8-1.pngPhoto Credit: Pixabay

|| চারিত্রিক বৈশিষ্ট্য ||


মূলাঙ্ক ৮ এর ব্যক্তির জীবন সংঘর্ষময় হয়। কোনো কিছু পাবার জন্য এদের বহু পরিশ্রম করতে হয়। এরা জীবনে অনেক মহত্বপূর্ণ কাজ করে থাকে, কিন্তু সাধারণ লোক তাদের এই কাজের কথা খুব কমই জানতে পারে। এরা অপরের কাছ থেকে সহানুভূতি খুব কমই পায়, সেই জন্য এরা প্রকৃতিগতভাবে উদাস হয় এবং নির্জনতাকে পছন্দ করে। এরা কারো প্রশংসা করলেও তারা এদের ভুল বোঝে।

এরা সামান্য গম্ভীর প্রকৃতির হয় এবং কোনোরকম ভনিতা পছন্দ করে না। যদিও বেশিরভাগ লোক এদের কঠোর এবং রুক্ষ হৃদয়ের মানুষ ভাবে, কিন্তু এদের ভিতরে প্রেম, আদর, সম্মান আর সেবার ভাব পূর্ণ রূপে থাকে। এরা নিজের কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান থাকে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্যদিকে খেয়াল খুব কমই রাখে। এই কারণে এরা অপরের বিরাগভাজন হয়ে যায়।

মূলাঙ্ক ৮ এর মানুষরা উচ্চপদ প্রাপ্তির জন্য সমস্ত প্রকার সংঘর্ষ করতে তৈরী থাকে। অবিরাম প্রয়াস আর সংঘর্ষের মাধ্যমে এরা জীবনে শেষ পর্যন্ত সফল হয়। এরা ভোগ-বিলাস একদমই পছন্দ করে না।

এদের বুদ্ধি প্রখর এবং তীক্ষ্ণ হয়ে থাকে। এদের কথাবার্তা সব সময় যুক্তিপূর্ণ হয়। চিন্তা-ভাবনা আর বিবেচনা ছাড়া এরা কোনো কথা বলে না। যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে এরা নিপুন হয়ে থাকে।

8-2.jpgPhoto Credit: Pixabay

|| স্বাস্থ্য এবং রোগ ||


শনি গ্রহের প্রভাবে মূলাঙ্ক ৮ এর ব্যক্তিরা দীর্ঘকালীন রোগে আক্রান্ত হয়। এদের মধ্যে হৃদযন্ত্র, প্লীহা, ফুসফুস, পেট, অন্ত্র, বদহজম, বাত এবং রক্তবিকার রোগের সম্ভাবনা থাকে। এছাড়াও এদের হার্নিয়া, টিউমার এবং হাঁটু ব্যথা রোগে আক্রান্ত হতে দেখা যায়। অবসাদে ভোগার সম্ভাবনা এদের মধ্যে অধিক থাকে। শারীরিক কষ্ট, চিন্তা, সন্দেহ আর দুর্ঘটনার সম্ভাবনাও এদের থাকে। বৃদ্ধাবস্থায় এদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায় এবং কানেও কম শুনতে পায়।

8-3.pngPhoto Credit: Pixabay

|| শুভ রঙ ||


মূলাঙ্ক ৮ এর মানুষদের জন্য সাদা রঙ অতি শুভ হয়ে থাকে। এছাড়া নীল, কালো আর খয়েরী বা ছাই রঙও এদের জন্য শুভ। অধিক কালো আর যেকোনো ডিপ রঙ এদের হানী করে থাকে।

|| শুভ দিন ||


মূলাঙ্ক ৮ এর ব্যক্তিদের জন্য বুধবার আর শুক্রবার বিশেষ শুভ দিন।

|| শুভ তারিখ ||


মূলাঙ্ক ৮ এর মানুষদের জন্য ৮, ১৭ এবং ২৬ তারিখ বিশেষ শুভ। যদি এই তারিখগুলিতে কোনোরুপ হানী হতে থাকে, তবে এই তারিখগুলিতে কোনো বিশেষ কাজ করার থেকে বিরত থাকবেন। সেক্ষেত্রে ১, ২, ৫, ৬, ২৩ এবং ২৪ তারিখ আপনাকে বিশেষ শুভ ফল দেবে।

|| গুরুত্বপূর্ণ বছর ||


মূলাঙ্ক ৮ এর ব্যক্তিদের জন্য ২, ৪, ৮, ১১, ১৩, ১৭, ২০, ২৬, ২৯, ৩১, ৩৫, ৩৮, ৪০, ৪৪, ৪৭, ৪৯, ৫৩, ৫৬, ৫৮, ৬৫, ৬৭, ৭১, ৭৪ এবং ৮০ গুরুত্বপূর্ণ বছর। এই বছরগুলিতে এদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিত হয়ে থাকে। ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে এদের জীবনে বিশেষ পরিবর্তন আসে।

10% beneficiary to @meraindia

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
Loading...
 2 years ago 

আবারো আজকে আপনি আমাদের সাথে মূলাঙ্ক ৮ একজন মানুষের, দৈহিক বৈশিষ্ট্য দেহের রং এবং ভালো দিন। সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আসলে আমি ঠিক জানিনা এই বিষয়গুলো কতটুকু সত্যতা বজায় রাখেন। তবে আপনার পোস্ট প্রতিনিয়ত পড়তে গিয়ে নতুন কিছু ধারনা অবলম্বন করছি। চমৎকার ভাবে আবারও মূলাঙ্ক ৮ মানুষের জীবন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একটা প্রবাদ আছে শনি লেগেছে। এতদিন ভাবতাম এটা কেন বলা হয়। তবে আপনার আজকের পোস্ট পড়ে শনির দশা কি সেটা বুঝতে পারলাম। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্যে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111872.14
ETH 4465.08
SBD 0.86