Better Life with Steem || The Diary Game || June 08, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৮ই জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠলাম। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বলে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলাম। আজকে আমার মেয়ে আসবে ভ্যাকসিন নিতে। সকাল ১০টার সময় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। সেই কারণেই আজকে সাত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। যাইহোক, ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর আমি একটু আমাদের ক্লাবের দিকে গেলাম।

আজকে আমাদের ক্লাব বালক সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কিন্তু আমি সেইসময় উপস্থিত থাকতে পারবো না মেয়েকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো বলে। তাই একবার ক্লাবে ঢুঁ মেরে গেলাম।

ক্লাব থেকে বাড়ী ফেরার পথে আমি কচুরি আর ছোলার ডাল কিনে নিলাম ব্রেকফাস্ট করার জন্য। ফ্ল্যাটে ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে আমি আরো এক কাপ চা খেলাম। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ আমার স্ত্রী আর শালী মেয়েকে নিয়ে আমার ফ্ল্যাটে আসলো। মেয়েকে একটা কলা খাইয়ে দিয়ে তারপর আমরা ডাক্তারের ক্লিনিকে গেলাম। সেখানে মেয়েকে আজকে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হলো।
তারপর আমার স্ত্রী আর শালী একটা দোকানে গিয়ে কিছু কুর্তি আর নাইটি কিনলো। বাড়ী ফেরার পথে আমি চিলি চিকেন আর রুমালি রুটি কিনলাম সকলে মিলে লাঞ্চে খাবো বলে।


এরপর বাড়ী ফিরে মেয়েকে খাওয়ানোর পর আমরা সকলে মিলে রুমালি রুটি আর চিলি চিকেন দিয়ে লাঞ্চ করে নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওরা সকলে আমার শ্বশুরবাড়ীর উদ্দেশ্যে রওনা দিলো। আমি তারপর স্নান করে নিয়ে কাজের মাসীর জন্য অপেক্ষা করতে থাকলাম। মাসী এসে কাজ করে দিয়ে চলে যাবার পর আমি ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।

বিকেলবেলায় ঘুম থেকে উঠে আজকে আর আমি চা খেলাম না। পোশাক পরিবর্তন করে আমি হাঁটতে বের হলাম। চলার পথে আমি একটা পুকুরের ছবি তুলে নিলাম। তারপর বাড়ী ফিরে এক কাপ চা করে নিয়ে আমি রজনীকান্তের একটা মুভি দেখতে লাগলাম। সিনেমাটা বেশ বড়, প্রায় তিন ঘণ্টার কাছাকাছি।
এই সিনেমার ক্লাইম্যাক্সটা আমার দারুণ লেগেছে। সিনেমার নামটা আমি বলতে পারছি না কারণ এটা হিন্দি ডাবড মুভি আর সিনেমার টাইটেল সাউথ ইন্ডিয়ান ভাষায় লেখা ছিল। রাত ১০টার একটু আগে মুভিটা শেষ হলো। তারপর আমি ইন্ডাক্সনে ভাত বসিয়ে দিলাম। দিদি চিকেন কারি আর চাটনি নিয়ে আসবে। তা দিয়ে আমি ডিনার করবো।
রাত ১১টা নাগাদ দিদি আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। দিদি বাড়ী চলে গেলে আমি চিকেন কারি আর আমের চাটনি দিয়ে ডিনার করে নিলাম। তারপর আমি ঘন্টাখানেক সময় ধরে ইউটিউব ভিডিও দেখলাম। এরপর আমার ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৮ই জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1932099417009742147