বিকেল বেলায় ঘোরাঘুরি

in Incredible India15 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি, সকলেই ভালো আছেন ।আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG20250410174627.jpg

বাংলার চৈত্র মাস প্রায় শেষের মুখে ।চৈত্র মাসের শেষের দিকে ঝড়-বৃষ্টি লেগেই থাকে। সেদিন দুপুর থেকেই আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। অন্যান্য দিনের তুলনায় সেই দিনের রোদের তাপ ও একটু কম ছিল। দুপুরবেলায় আমার মা ফোন করে বলল যে মায়ের মানে বাপের বাড়ির ওখানে নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। যাইহোক বিকেল হতেই আমাদের এখানে মেঘ ঘনিয়ে এসেছিল ।শুধু শুধু সেই দিন বলেই না গত কয়েকদিন ধরেই এইরকম আবহাওয়া চলছে। বিকেল বেলাতে বেশ কয়েক ফোটা বৃষ্টি শুরু হয়েছিল। ভেবে ছিলাম বিকেলে হয়তো বৃষ্টির জন্য বের হতে পারবো না। যেহেতু বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি। এইরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাইরে ঘুরতে বেশ ভালোই লাগে। বিকেলে পড়ানো শেষ করে বোনকে বলেছিলাম বাড়িতে গিয়ে রেডি হওয়ার জন্য আমার সাথে বেড়াতে যাবে বলে।

IMG20250410174638.jpg

কিন্তু আমি রেডি হয়ে মামার বাড়িতে গিয়ে দেখি বোন খেলতে চলে গিয়েছে। বিকেল বেলায় খেলতে ভীষণ ভালোবাসে। তাই বোন কে আর বিরক্ত করিনি।মামিকে বলতেই মামী রাজি হয়ে গিয়েছিল। সেই দিন কালো মেঘ কে উপেক্ষা করে বিকেলে আমি আর মামি দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম। বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল । বাতাসে উড়ে বেড়াচ্ছিল শিমুল তুলো। বাড়ি থেকে বেরিয়ে খানিকটা দূরে রাস্তার দুই পাশে বড়ো বড়ো গাছ গুলো তে গাছ ভর্তি সুন্দর ফুল ফুটে ছিল। আমরা দুজনে কয়েকটি ফুল ছিড়ে ছিলাম। ফুল গুলো অনেকটা মেকাপের তুলির মতো। তবে ফুলগুলোর নাম আমার জানা নেই।দুজনে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করতে করতে চলে গিয়েছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা করতে। কারণ এই কয়দিন পরপর দিদার কয়েকটি নিমন্তন্ন রয়েছে। দিদা অসুস্থ তাই কেনাকাটা করতে যেতে পারে না। তার সমস্ত জিনিসপত্র আমি কিনে এনে দিই। কিছু নেমন্তন্ন না গেলেই নয় ।তাই সেগুলো দিদা যায়। দিদার বেশ কয়েকটা জিনিস কেনাকাটার ছিল। সেইগুলো কেনাকাটা করে আমি আর মামি দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে গল্পে গল্পে আরো চারিদিকে ঘোরাঘুরি করতে করতে বাড়ি ফিরছিলাম।

IMG20250410182228.jpg

শহরে রাস্তাঘাট গাড়ি-ঘোড়া তো লেগেই থাকে। তবে কৃষ্ণনগর শহরে কিছুদিন আগে থেকেই রেড সিগন্যাল আর গ্রিন সিগন্যালে ব্যবস্থা করেছে। এর মধ্যেই আমাদের সামনে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক্সিডেন্টের পর দুই চালকের মধ্যেই মারামারি শুরু হয়ে গিয়েছিল। খানিকক্ষণ সেখানেও জ্যামের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম।

IMG20250410182309.jpg

যাইহোক বেশ খানিকক্ষণ কেনাকাটা ঘোরাঘুরি পর বাড়ি ফিরে খানিকক্ষণ পরেই শুরু হয়ে গিয়েছিল তুমুল ঝড় বৃষ্টি। আমার ঝড় ভীষণ ভয় করে। রাতের বেলায় ঝড়ে দূর থেকে দেখছিলাম বাতাসে প্রচুর পরিমাণে শিমুল তুলো উড়ে বেড়াচ্ছিল। এরপরেই শুরু হয়েছিল বৃষ্টি। তবে গত বছরের তুলনায় এবছরে তাড়াতাড়ি বৃষ্টি শুরু গেছে।

IMG20250410182844.jpg


আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল।

Sort:  
 15 days ago 
DescriptionInformation
Verified UserYes
Burnsteem 25No
#steemexclusiveYes
Plagiarism FreeYes
Bot FreeYes
AI/Gpt FreeYes
350+ WordsYes
Club5050Yes
Community beneficiaryYes
Voting CSI45.8
Quality7/10
Feedback / Observation
  • আপনার লেখায় প্রকৃতির রূপ, আবহাওয়ার পরিবর্তন, পরিবারের সাথে ছোট ছোট মুহূর্তগুলো সবই খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। বিশেষ করে শিমুল তুলোর উড়ে বেড়ানো আর গাছভর্তি ফুলের বর্ণনা । বৃষ্টির প্রতি আপনার ভালোবাসা ও এমন আবহাওয়ায় বেরোনোর আনন্দটা সত্যিই অন্যরকম।আপনার মামির সঙ্গে সময় কাটানো, কেনাকাটা আর আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগলো। আগামী দিনের পোস্টের অপেক্ষায় রইলাম।ভালো থাকবেন।
  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.

Regards
@ahp93(Moderator)
Incredible India
Date:-12/04/2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

 11 days ago 

সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশটা থাকে একেবারেই অন্যরকম এত পরিমাণে ব্যবসা গরম এই সময় ঘোরাঘুরি করাটা মোটেও ঠিক না আজকে আপনি বিকেল বেলায় ঘুরতে বের হয়েছেন জানতে পারি ভালো লাগলো বিকেলের পরিবেশটা থাকে একেবারে শান্ত তার পাশে মানুষের কোলাহল থাকলেও রোদের তাপমাত্রা অনেকটাই কমে যায় যাই হোক অসংখ্য ধন্যবাদ বিকেল বেলায় ঘুরতে যাওয়ার মুহূর্তটা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.039
BTC 94914.50
ETH 1843.54
USDT 1.00
SBD 0.88