আলু চাষের পদ্ধতি @mdarazzak
এক বিঘা জমিতে আলু রোপন করতে বড় বাস্তার চার বস্তা আলু লাগে প্রায় এবং একটা আলোর চার ভাগ করে সেটা রোপন করা হয়। এক বিঘা জমি পরিপূর্ণভাবে আলু রোপন শেষ করতে তিনটা থেকে চারটা কৃষক লাগে। আলুর রোপন শেষে চার থেকে পাঁচ দিন পরে সেচ দেয়া লাগে সেচ দেয়ার আট থেকে দশ দিনের মধ্যে ছোট্ট ছোট্ট গাছ দেখা যায়।আলুর গাছ যখন 3 থেকে 5 ইঞ্চি বড় হয় তখন জমিতে অনেক রকম আগাছা দেখা যায় আর এ আগাছা নিধনের জন্য বিষ প্রয়োগ করা হয় এবং আলুর যে দাঁড়া থাকে সেটা ভেঙে দেয়া হয়। দাঁড়া ভাঙ্গার দুই থেকে তিন দিন পরে আবারো দাঁড়া ধরে দেয়া হয় এবং দাঁড়া ধরে সেচ দেয়া হয়। আলুর রোপন থেকে শুরু করে আলু উঠানো পর্যন্ত পাঁচটা ছয়টা সেচ লাগে।
আলুতে বিভিন্ন রকম রোগবালাই হয় এই সকল রোগ বালাই দমনের জন্য বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করা হয়। অনেক কৃষক তাদের নিজের জমি নিজেই আলু রোপন করে অনেক কৃষক তারা জমি বর্গা নিয়ে চাষ করে আবার অনেক কৃষক আছে যারা জমি টেন্ডার নিয়ে আলু চাষ করে।যারা নিজের জমিতে নিজের চাষ করে যারা ৪-৬ বিঘা জমি আলু চাষ করে। আর যারা বাণিজ্যিকভাবে জমিতে আলু চাষ করে তারা 10-15-20-100 বিঘা পর্যন্ত জমিতে আলু চাষ করে।
এক বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়।এক বিঘা জমিতে আলোর ফলন ভালো হলে ৩০ থেকে ৫০ বস্তা আলু হয়। আলু উঠানোর পর সাধারণ কৃষক আলু বিক্রি করে দেয় আবার অনেকে কোল্ড স্টোরে রাখে। যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা বেশিরভাগ আলো কোল্ড স্টোরে রাখে এবং সিজন শেষে বিক্রি করে এতে করে তারা ভালো দাম পায়।
"Newcomers' Community" Achievement Verified Link :
◦•●◉✿ Thank's Everyone ✿◉●•◦
◦•●◉✿ Thank's Everyone ✿◉●•◦



