Better life with steem || The Diary Game || 25 August 2025||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
মহান আল্লাহ তা'আলা আমাকে সুন্দর একটি দিন উপহার দিয়েছিল সেই সুন্দর দিনটি কিভাবে পার করলাম তা আপনাদের মাঝে বলতে চলে আসলাম।
![]() |
---|
আমার জীবনে নতুন আরেকটি সকাল দেখতে পেয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে তাকিয়ে দেখি জানালার দিয়ে বৃষ্টি পরতে ছিল এরপরে বিছানায় শুয়ে থাকি বৃষ্টি কমার অপেক্ষায় থাকি।
৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করার পর বৃষ্টি একদম থামছে না তাই ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই এরপর বারান্দায় এসে প্রতিদিনের মতো কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করে নেই। বৃষ্টি এতক্ষণে কমে গেছে শারীরিক ব্যায়াম শেষ করে আব্বু আম্মুর ছাতা নিয়ে চলে গিয়েছিল আমি ছাতা ছাড়াই পোল্ট্রি ফার্মে চলে আসি ঝিরি ঝিরি বৃষ্টি আবার শুরু হয়ে যায় তাই ছাতা ছাড়া পোল্ট্রি ফার্মে যাওয়ার কারণে আব্বু-আম্মু দুজনই আমাকে বকা দেয়।
![]() |
---|
আম্মা আমাকে বকা দিয়ে এরপর আম্মুকে বাড়িতে পাঠিয়ে দেয় পোল্ট্রি ফার্ম থেকে। পোল্ট্রি ফার্মে সকালের কাজ তারা দুজনে অর্ধেক শেষ করে ফেলেছিল আর অর্ধেক বাকি ছিল সেই অর্ধেক আমি আর আব্বু শেষ করি।
![]() |
---|
বৃষ্টি কমে রোদ উঠে গেছে, আমি আর আব্বু পোল্ট্রি ফার্ম থেকে চলে আসি আর একটি কাজ করার জন্য, বিল পারে খাদ্য ঘর থেকে নৌকার কাছে দশটি বস্তা নেওয়ার পর আব্বু নৌকা দিয়ে খাদ্যগুলো নিয়ে চলে যায় আমিন বাড়িতে চলে আসি আজকে আমাদের বাড়িতে হালকা খাবারের মধ্যে ফল শেষ হয়ে গিয়েছিল তাই আর আমি ততটা খাওয়াই জোর দিলাম না তাও আমার আম্মুর জোর করে ডিম সিদ্ধ তার সাথে বিস্কিট দিয়ে দেয়।
আম্মুর দেওয়া সকালের হালকা কিছু খাবার খেয়ে বাহিরের রোদ আছে তাই আর রেস্ট না নিয়ে যত কাজ ছিল টুকটাক বৃষ্টির জন্য ভালো করে করতে পারি নাই সেই গুলা আগে শেষ করি কিন্তু এই কাজগুলো শেষ করতে অনেকটা সময় পার হয়ে যায়।
এই কাজের মাঝেই আম্মু আমাকে পোল্ট্রি ফার্মে আবার পাঠিয়ে দেয় ফ্যান চালু করে দেওয়ার জন্য আজকে মনে হয় আর বৃষ্টি নামবে না রৌদ্রের তাপমাত্রা অনেক।
![]() |
---|
পোল্ট্রি ফার্মের ফ্যান চালু করে আজকে আর ডিম না তুলে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নেই খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে আরো কিছু কাজ হাতে আছে টুকটাক সেগুলো করতে হবে তার আগে গরুর খাবারটা সবার আগে আবশ্যক তাই গরুর খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।
![]() |
---|
![]() |
---|
গরু কাজ একটু তাড়াতাড়ি শেষ করে আর বাকি যেগুলো টুকটাক কাজ ছিল সেইসব কাজ করি এদিক দিয়ে আবার ডিম তোলার সময়ও চলে যাচ্ছে কাজগুলো শেষ করে ।আমি আর আম্মু ডিম তুলতে পোল্ট্রি ফার্মে চলে যাই কিন্তু আজকে গিয়ে দেখি একটি ফ্যান বন্ধ হয়ে আছে আমি ফ্যান টা কে উপরে উঠে খুলে এ সমস্যা দেখি । দেখে তো অবাক তারের মধ্যে আগুন লেগে গিয়েছিল সে কারণেই ফ্যানে বন্ধ হয়ে আছে।
![]() |
---|
ছোট ছোট কারেন্ট এর কাজের সমস্যা হলে সেটা আমি সমাধান করি কিন্তু বড় সমস্যা হলে সেটা আবার মেকারের কাছে পাঠিয়ে দেই।কারণ এসব কাজ আব্বু-আম্মু একদমই করা পছন্দ করে না।
দুজন মিলে ডিম তুলতে থাকি ডিম তোলা শেষ করে সাথে করে ফ্যান নিয়ে আসি বাড়িতে এসে পরিষ্কার করে রেখে দেই। আমি গোসল করার জন্য ওয়াশ রুমে চলে আসি গোসল শেষ করে রুমে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি দুপুরের খাবার তৈরি হয়ে গেলে আম্মু ডাক দেয় খাওয়া দাওয়া করার জন্য আম্মু ডাকার সাথে সাথে খাবারের রুমে চলে আসি খাওয়া দাওয়া শেষ করেন রেস্ট নিতে থাকেন এর মধ্যে কারেন্ট চলে যায়।
![]() |
---|
আমি আর আম্মুর আর আব্বুর সাথে পোল্ট্রি ফার্মে না গিয়ে রুমে শুয়ে থাকি।তারা পোল্ট্রি ফার্মে যাওয়ার পর আমি বিল পাড়ে এসে বসে থাকি আব্বু কখন আসবে সে অপেক্ষায় থাকি।
![]() |
---|
আব্বু আসলে মাছের খাদ্য দেওয়ার জন্য সাহায্য করে খাদ্য দেওয়া শেষ করে ।বাড়িতে এসে প্রতিদিনের মতোই বাড়ির আশপাশ দিয়ে হাঁটতে থাকি মাগরিবের ২০ থেকে ৩০ মিনিট আগে গিয়ে লাইট জ্বালিয়ে মুরগিদেরকে পানি দিয়ে বাকি ডিম তুলে বাড়িতে চলে আসি।
![]() |
---|
রুমে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এশার আযানের বেশ কিছুক্ষণ পরে রাত্রে খাওয়া দাওয়া করে অল্প সময়ে রেস্ট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি লাইট বন্ধ করে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে অনেকক্ষণ মোবাইল ব্যবহার করি চোখে ঘুম আসলে মোবাইল রেখে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
![]() |
---|
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।