Better life with steem || The Diary Game || 20 February 2025 ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
গতকাল সকালবেলা উঠতে পারি নাই সময় মত তাই ফজরের নামাজ পড়া হয়না তাই গতকাল রাতে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আজকে অ্যালার্ম বাজার অল্প কিছুক্ষণ আগেই আমি উঠে পড়ি।
ওযু করে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যাই নামাজ শেষ করে বাড়িতে এসে কোয়েল পাখির চাবি নিয়ে প্রতিদিন তাদের সাথে যোগাযোগ করতে চলে আসি ওদেরকে খাবার দিয়ে শান্ত করিয়ে এরপর পানি পাত্র পরিষ্কার করে পানি দিয়ে চলে আসি।
পোল্ট্রি ফার্মে এখন শুরুতেই ভিতরে চলে আসি শীত কমে গেছে তাই আর পর্দা তুলতে হয় না নামাতে ও হয় না। গত কালকের পানি ছিল মুরগির পাইপে ওইগুলো পানি ফেলে দিয়ে মোটর চালু করে মুরগি নতুন পানি দিয়ে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে হালকা কিছু ফলমূল খেয়ে শরীরে শক্তি নিয়ে।
বিল পালের চলে আসি ওইখানে টুকটাক কাজ ছিল কাজগুলো শেষ করে আরো কিছু কাজ কর্মচারী ভাইদেরকে দেখিয়েই আমি বাড়িতে চলে আসি সকাল বেলার খাবার খাওয়ার জন্য এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের শিং মাছের পুকুরে কতদিন যাবত হড়া টানা হয় না সেই জন্য পুকুরে চলে আসি আমি আর দুজন কর্মচারী ভাই।
হড়া টেনে গ্যাস দূর করে দেয় অনেকদিন পর কারণে মাছের অনেক চলাচল করতেছে সেটা আওয়াজ আমি উপর থেকে শুনতে পাচ্ছি মোটামুটি দেখাও যাচ্ছে।
তিন জনের পুকুর থেকে কাজ শেষ করে আমি চলে আসি কোয়েল পাখিদের ঘর পরিষ্কার করার জন্য ঘর পরিষ্কার করি তার সাথে তাদেরকে খাদ্য পানি দেই এরপরে ডিম তুলে আমি বাড়িতে চলে আসি।
নোংরা কাপড়টা চেঞ্জ করে আগের কাপড় পরিধান করে ভালোভাবে ফ্রেশ হয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তোলার জন্য, এক সাইট ডিম তুলা শেষ করে আরেক সাইটে যাব এর মাঝেই একটি মুরগি বড় ডিম পাড়ায় কিছু আহত হয়েছে সেটা আরেকটা মুরগি আহত স্থানে ঠুকুর দিচ্ছে সেজন্যই ওটাকে নিচে নামিয়ে প্রাথমিক চিকিৎসা করি। এরপরে সমস্ত ডিম তুলে গণনা করে
বাড়িতে চলে আসি গোসল করেন যোহরের নামাজ পড়তে চলে যায় নামাজ শেষ করে এসে পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তোলার জন্য ডিম তুলা শেষ করে বাড়িতে এসে দুপুরে খাওয়া-দাওয়া করে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে কোয়েল পাখি দেরকে খাবার ও পানি দেওয়ার জন্য চলে আসি।
খাবার দেওয়ার আগে বাকি ডিমগুলো তুলে খাবার দিয়ে তাদেরকে সাথে সাথে পানিও দিয়ে দেই এরপরে আমি পোল্ট্রি ফার্মে চলে আসি ওখানে পানি দিয়ে বাকি ডিমগুলো তুলে বাড়িতে এসে ।
বিকেলবেলা হাঁটতে বের হয় আর চিন্তা করতে থাকি আগে কত না স্বাধীন ছিলাম সকালবেলা হাঁটতে পারতাম এখন সময় একদমই নেই হাঁটার। অল্প কিছুদূর হাঁটার পর লাইট জ্বালানোর সময় ঘনিয়ে এসেছে তাই আর সামনের দিকে না গিয়ে পোল্ট্রি ফার্মের দিকে অগ্রসর হই।
পোল্ট্রি ফার্মে লাইট জ্বালিয়ে বাকি ডিম তুলে চলে আসি কোয়েল পাখিদের লাইট আর পানি দেওয়ার জন্য খাদ্য আগেই দিয়েছিলাম সেটা এখনো শেষ হয় নাই। লাইট জ্বালিয়ে বাড়িতে এসে মাগরিবের নামাজ পড়তে যাব অজু করে মসজিদে চলে যাই নামাজ শেষ করে।
বাস স্ট্যান্ড চলে যায় ওইখানে টুকটাক কাজ ছিল কাজগুলো শেষ করে এশার নামাজ পড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি আম্মু বাড়িতে নেই ফোন দিয়ে জানতে পারি ভাড়াটিয়াদের বাড়িতে গিয়েছে দেখা করতে , আমার আর হাঁটতে মন চাইলো না শুয়ে থাকি। ক্লান্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেই জানিনা।
আব্বু আসলে রাত্রের খাবার জন্য ডাক দেয় রাত্রের খাবার খাওয়ার জন্য একদমই খাবার ইচ্ছা ছিল না শুধু রাত্রে মেডিসিন খাওয়ার জন্যই খাওয়াটা দরকার ছিল তাই খাওয়া দাওয়া করে দেরি না করে আবার ঘুমিয়ে পড়ি।
আজকের পোস্টে পর্যন্ত এই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।
Congratulations, your post was upvoted by @supportive.
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারা দিনের কর্মকান্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পোস্ট দেখলে যে কেউ বুঝতে পরবে যে সারাদিনে কতটা কষ্ট করেন। প্রতিটা পোস্টে প্রতিফলিত। আপনি যে আপনার পুকুরের শিং মাছ চাষ করছেন এটা প্রথম জানতে পারলাম। আমার আগে জানা ছিল না বিষয়টা।
দাদা ভালো থাকবেন আপনি। পোস্টটা পড়ে প্রতিদিনের মতো আজকেও অনেক ভালো লাগলো।
গরমের সময়ে একটু সুবিধায় হয় কারণ খামের পদ্মা ফেলাতে হয় না।। দেখতে পেলাম কোয়েল পাখির ডিম আশা করি কোয়েল পাখি আপনাদের অনেক অর্থ উপার্জনের সাহায্য করবে।। এছাড়াও পোল্টির ডিম তোলার কাজ করেছেন সব মিলিয়ে সুন্দরভাবে দিনটি অতিবাহিত করেছেন।।
এই কাজগুলো যারা করা শুরু করেছে তারা আসলে প্রতিটা সময় অনেক বেশি ব্যস্ত থাকতে হয় এজন্যই হয়তোবা অনেকেই বলেছিল কোন কাজ করার আগে আপনি চিন্তা করবেন আপনি নিজে কথাটা সময় দিতে পারবেন অন্যের উপর নির্ভর না করে নিজের সময় দেয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে আপনি আপনার পোল্ট্রি ফার্ম এবং কোয়েল পাখি সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততার সময় পার করছেন সন্ধার পরে আবার বাস স্ট্যান্ডে গিয়েছিলেন সেগুলো সম্পন্ন করে আবার বাসায় ফিরে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।