Better life with steem || The Diary Game || 28 December 2023steemCreated with Sketch.

in Incredible India2 years ago (edited)

আসসালামু আলাইকুম

  • সুন্দর একটা দিন
  • 28 ডিসেম্বর 2023

দৈনন্দিন কার্যাবলীর আরো একটি দিন তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি সবার ভালো লাগবে।

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। বাহিরে রোদে বসে আছি আম্মুর চিতাই পিঠা তৈরি করছে।যদিও আমি পিঠা একটু কম খাই। মিষ্টি কম পছন্দ করি। চিতায় পিঠা অনেক ভালো লাগে মিষ্টি কম বলে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে ভর্তা বানানোর পর্যন্ত টাইম আর দিলাম না। নারিকেল কুরা চিনি আর পিঠা খেতে কিন্তু অসাধারণ। যারা খেয়েছে তারাই বুঝবে আমিও সুন্দর মতন এক পিস খেয়ে নিলাম।

IMG_20231229_093411_022.jpg

বেশ কিছুক্ষণ পর আমার ফুফু আসলো আমার চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে তাই দেখতে যাবে বলে তার শ্বশুর বাড়ি। আমাদের বাড়ি থেকে জোর ১০ থেকে ১৫ সময় লাগে আমিও রেডি হয়ে নিলাম আমি আমার ভাবি ফুফুর মেয়ে।

IMG_20231228_104307_780.jpg

তাদের বাসায় পৌছালাম চোখ গেল একটা আম গাছে আমার তো মন ছটফট করছে ছবি তোলার জন্য 😅ভাইয়ের শশুরকে বললাম জামাই আমার দুইটা আম দিতে হবে। গাছে দুইটাই আম ছিল বড় আর সব গুটিগুটি। আমি গাছ থেকে দুইটা আম পারলাম একটা আমার ফুফাতো বোন নিল আর একটা ভাবি। বাড়ি এসে সুন্দর মতন ধুয়ে আমরা ঝালাই করলাম। আম কুরার খুরনি খুঁজে পেলাম না। সেজন্য ভাবি হাত দিয়ে কুচি কুচি করে কাটলো। সুন্দর করে মাখালো লেবুর পাতা আরো কিছু উপকরণ দিয়ে। খুব টক তারপরও বেশ দু একটা খেলাম অসময়ে আম দেখে সবাই তো এসে হাজির।

IMG_20231228_113421_232.jpg

IMG_20231228_112553_910.jpg

যাকে উদ্দেশ্য করে গেলাম তার ছবি শেয়ার না করলে কেমন দেখায় আমাদের বাড়ি নতুন সদস্য মোহাম্মদ ওমর। বেচারা খুব দুষ্ট 😅তাকে কোলে নিলেই কান্না শুরু করে দেয়

IMG_20231228_104428_888.jpg

বাড়ি আসার সময় একটা পুকুরের পাড়ে ফুল গাছ দেখলাম। ফুলটার নাম আমি জানিনা। আমার খুব কাছের এক ফ্রেন্ডকে ফোন দিলাম আমি বলছি একটা ফুলের ছবি দিচ্ছি এই ফুলটা কি তুমি চেনো ও বলছে দাও দেখি পিক দেয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে ফুলের নামটা বলে দিল স্পাইডার লিলি আমি তো খুব অবাক হলাম ছোটবেলায় এই ফুল নিয়ে কথা খেলা করছি স্কুল থেকে ফেরার পথে। কে কত গুলো নেবে সেই নিয়ে মারামারি করতাম 😅

IMG_20231228_111850_457.jpg

IMG_20231228_111838_101.jpg

দুপুরে গোসল করে বসে আছি এমন সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসলো আমি ফোনটা রিসিভ করলাম বলছে আপনার একটা পার্সেল আসছে। বলছে পাঁচটার ভিতরে এসে নিয়ে যেতে আমি খাওয়া দাওয়া করলাম ছেলেকে খাওয়ালাম আম্মুর নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা করলাম। কারণ ঠান্ডায় ছেলেকে বাইরে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। আমি রেডি হলাম আম্মুর কাছে ছেলেকে দিলাম দিয়ে পার্সেলটা নিয়ে আসলাম গিফটটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের তার জন্য আমি একটা শার্ট কিনলাম জানুয়ারি মাসের ১ তারিখে তার বার্থডে যদিও সে থাকে ঢাকায় আমার সামর্থ্য অনুযায়ী তার জন্য একটা শার্ট কিনলাম। ৭৫০ টাকা দিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলাম কুরিয়ার সার্ভিসের বিল দিলে ১১০ টাকা। মনে মনে ভাবছি ১১০ টাকা নিয়ার থেকে আমি তো চলে গেলেই ভালো হতো 🤣ইয়েলো কালারের প্যাকেটের ভিতরে একটা চাদর ছেলের একটা ট্রাউজার ফুলহাতার একটা গেঞ্জি। আর আমার ফোনের একটা চার্জার।

IMG_20231228_155639_347~2.jpg

IMG_20231228_153129_188.jpg

তো বন্ধুরা এভাবে আমার একটি দিন অতিবাহিত হল আর পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি লেখার ভিতর কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For December 2023 Curated by - <@goodybest>

Note: Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

 2 years ago 

thank you

Loading...
 2 years ago 

সারাদিন তো টুকটুক করে অনেক কিছুই করেছেন দেখছি, লিলিফুল আমার কাছে বেশ পছন্দ আমাদের কল পারে একটা আছে তবে ফুল ফোটার আগেই কে যে চুরি করে নিয়ে যায় বুঝতে পারিনা।

সুন্দরবন থেকে আপনার জন্য একটা পার্সেল এসেছে সেটা আনার জন্য আপনার ছেলেকে মায়ের কাছে দিয়ে বাজারে গেলেন। এবং আপনার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলেন।

 2 years ago 

আপনার কল পড়ে যে লিলি ফুল গাছটা আছে। ফুল ধরলে এটা আমি চুরি করে নিয়ে আসি 🤣

 2 years ago 

এটা একদম সত্য কথা যে নারিকেল কুরা চিনি আর পিঠা খেতে অনেক ভালো লাগে বাড়ি থাকতে খেতাম এখন আর খাওয়া হয়না আপনার পোষ্টের মাধ্যমে পিঠার ছবি এবং আমের ছবি দেখতে পেলাম যা দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আমাদের সাতক্ষীরাতে প্রায় চিতই পিঠা খাই নারকেল কুরা খেজুরের নলেন গুড় আমার খুব ফেভারিট। নতুন খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে অসাধারণ লাগে। যারা প্রবাসে থাকে তাদের শীতকালীন পিঠাগুলো এগুলো থেকে বঞ্চিত হয়। যখন বাড়ি আসবেন তখন ইনশাল্লাহ খাওয়াবো অসংখ্য ধন্যবাদ

 2 years ago 
  • আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন লিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য। অসময়ে আমি দেখি একটু আবাক ই হয়ে গেলাম। নবজাতকরা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর।
    এই ফুলগুলো আমারই কেন আছে। গন্ধটা খুবই সুন্দর মিষ্টি।

  • স্পাইডার লিলি বলা হয় ।কারন স্পাইডারের মতো দেখতে অনেকটা। অনেক ভাল লাগল আপনার দিন লিপি টি পড়ে ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

হ্যাঁ অসময়ে আম দেখে সবার একটু অবাক হওয়ারই কথা। আপনাদের মাঝে একটু ইউনিট কিছু দেয়ার চেষ্টা করলাম 😅আমটা প্রচুর টক তার পরেও কেউ পাত্র এক টুকরো রাখেনি। স্পাইডার লিলি এই ফুলটার নাম আদৌ জানতাম না ছোটবেলায় এই ফুল নিয়ে যে কত বন্ধুদের সাথে মারামারি করছে স্কুল থেকে আসার পথে যাওয়ার পথে এই ফুল নিয়ে কাড়াকাড়ি করতাম আপু অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

এই সময় আম আমাদের এখানে তো এখনো আমার ফুল দেখা যায় না। আপনাদের ওখানে আম তাও আবার আপনারা লবণ মরিচ মাখিয়ে খেয়েছেন। যেটা দেখে অনেক বেশি লোভ লেগে গেল। আসলে কুরিয়ার সার্ভিসে কোন কিছু নিলে সেটার বিল ওনারা অনেক বেশি নিয়ে যায়। আমার কাছে মনে হয় কুরিয়ার সার্ভিস দিয়ে কোন কিছু না নিয়ে এসে। নিজে ওখান থেকে গিয়ে দেখে শুনে নিয়ে আসাটা অনেক বেশি উত্তম। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য, ভালো থাকবেন।

 2 years ago 

আপু এটা বারোমাসি আম। তিন রকম হয়ে থাকে এক বড় আম গুটি আম আর আমের মুকুল। প্রচুর টক অসময় তো টক হলে খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ বিল দিতে সবচেয়ে বোরিং লাগে তারপরও গিফটের জিনিস গিফট দিতে হলে তো আর তার দ্বারা বিল নিয়া যায় না। আর সবচাইতে বেশি ভালো লাগে কেউ যদি গিফট করে শুধু এক টাকা হোক আর হাজার টাকা হোক। আপু অসংখ্য ধন্যবাদ

 2 years ago 
  • আসলে আমাদের এখানে বারো মাসি আম তেমন একটা পাওয়া যায় না😂। মাঝে মাঝে চিন্তা করে গাছ লাগাব। কিন্তু ছোট ছোট গাছ হওয়ার কারণে এই গাছগুলো গরু ছাগল খেয়ে ফেলে। যার কারণে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে।

  • ও আচ্ছা 😱 আপনাকে কেউ গিফট করেছে। এটা জানতে পেরে বেশ ভালো লাগলো। একদম ঠিক বলেছেন কেউ যদি গিফট করে তার কাছ থেকে বিল নেয়াটা একেবারেই উচিত নয়। আপনি একদম বুদ্ধিমানের মত কাজ করেছেন। অবশ্যই এভাবে কাজ করবেন। দেখবেন জীবনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন।

 2 years ago 

চিতই পিঠা আমি ওবেশি নারিকেলের কুরা এবং ভর্তা দিয়ে খেতে খুব ভালোবাসি। আপনার পোস্টে ফটোগ্রাফিতে যে আমগুলো দেখে তো আর লোভ আমার মাল ছিল না। তাও আবার সব ধরনের মসলা দিয়ে বানিয়ে সামনে রেখেছেন। মাশাল্লাহ বাচ্চাটি দেখতে খুব সুন্দর এবং নামটি খুব সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ আপু আপনার সারাদিনই ডেইরি গেম আমাদের সাথে শেয়ার করবেন ।

 2 years ago 

হ্যাঁ এই আমগুলো আমার ভাইয়ের শশুর বাড়ি থেকে আনছিলাম বারোমাসি আম অসময়ে হয়ে থাকে আমার ভাবি পেয়ারা ঝোলানো আম ঝালানো বিভিন্ন ধরনের ফল ধরানোর ওস্তাদ 😅সে সব কিছুর পরিবেশন করে আমি জাস্ট ছবিটা তুলি। আমি আবার ঝাল আর টক বেশি খেতে পারি না বাচ্চার নামটি আমার ভাই রাখছিল। আপু অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

তাইতো মনে মনে বলি এই দিনে আবার আম পেলো কোথায়। দেখে মনে হচ্ছে আমগুলো খুব সুন্দর ভাবে বানানো হয়েছে এবং আপনার ভাবীর হাতের বানানো। সে আবার বানানিতে খুব খুব পারফেক্ট যেটা আমরা কমেন্ট পরে বুঝতে পারলাম। থ্যাংক ইউ আপু আমার কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

অসময়ে আম দেখে খুব লোভ লাগলো। আমি যদিও টক খেতে পারি না তবে আম ভর্তা খুব ভালো লাগে। আর এদিকে চিতই পিঠা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। তাও আবার ভর্তা দিয়ে। কি করা যায় বলেন তো???😂 আপনার স্পাইডার লিলি ছবিতে ফুলটি বেশ চমৎকার লাগছে। কুরিয়ার সার্ভিসে ছোট্ট একটি জিনিস পাঠালে অনেক বেশি টাকা দিতে হয়। আবার ওরা হোম ডেলিভারি ও দেয়না। যাক কি আর করা!!! সব মিলিয়ে আপনার ব্যস্ত দিন লিপি পড়লাম। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

বেশির ভাগ মানুষেরই বোধহয় চিতই পিঠা পছন্দ করে।কিন্তু আমি ভেবে পাচ্ছিনা আপনি এখন আম পেলেন কিভাবে। এই সময় আম ধরে আমার জানা ছিল না।আপনাদের পরিবারের নতুন সদস্য মাশাল্লাহ কিউট।
শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিতায় পিঠারে একটু মিষ্টি কম এজন্য এটা আমি একটু বেশি পছন্দ করি। আর এই আম গুলো বারোমাসি আম। বছরে দুইবার করে হয়। খুব টক বাঘের গালে দিলে বাঘ তো খাওয়া বাদে দৌড় দিবে 😅যদিও আমি টক খেতে পারি না। অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার ডায়েরি খেলার থাম্বেল টা দেখে আমার খুবই ভালো লাগলো । এই শীতে সাজের পিঠা যে কি সুস্বাদুতা বলে বোঝা যায় না। আমারও দেখে ইচ্ছে করছে খেতে।

আপনার ফুপু আপনাদের বাড়িতে আসলেন আপনার চাচাতো ভাইকে দেখতে যাবার জন্য। আপনি আপনার ফুফুর সাথে বাবুটাকে দেখতে গেলেন। সেখানে আম গাছে নতুন আম ধরেছে। দুটো আম বড় ছিল বিধায় আপনারা সেই দুটো আম পেরে নিয়েছেন। আপনার ভাবি সেটা সুন্দর করে আপনাদেরকে মেখে দিয়েছে। সত্যিই আম দেখে কিন্তু জিভে পানি এসে গেল পেট খারাপ হলে কিন্তু আমি দায়ী না।

তবে আমরা পহেলা বৈশাখের পরে আম খেতে পারব এর আগে আম খেতে পারব না। ফুল গুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার পার্সেল এসেছে এবং শার্টটি অনেক সুন্দর হয়েছে। আকাশী কালার আমার খুবই ভালো লাগে। নতুন পোস্টের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনাদের তো আম দেখে দিবে জল এসে গেছে। 😅আর এত টগ যে ভয়েতে আমি একটা গালেও দিতে পারি না 😅আমি ঝাল টক একটু কম খাই। পেট খারাপের কোন কারণই নেই আমি বাদে অন্যজনের যদি পেট খারাপ হয়ে থাকে। সেটা আমার বড় ভাই আর ভাবির হবে 🤭আমার দায়িত্ব শুধু সুন্দর করে ছবি পোস্ট করা ও আপনাদের মাঝে সুন্দর করে লেখা। শার্টটা এত সুন্দর হবে যেহেতু আমার পছন্দ 😍আমার বেস্ট ফ্রেন্ডের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111872.14
ETH 4465.08
SBD 0.86