Better Life with Steem||The Diary Game|| 22th March 2025||
Edited By Canva |
---|
২২ তম রোজার দিনটি যেভাবে অতিবাহিত করলাম
বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যালো বন্ধুরা,
আপনারা সকলে কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব, যার বিষয় “২২ তম রোজার দিনটি কিভাবে কাটালাম”।
সেহরির প্রস্তুতি ও নামাজঃ
প্রতিদিনের মতোই আজও আমার মা আমাকে ঘড়ির এলার্ম দিয়ে রাখতে বলেছিলেন। তাই আগে থেকেই এলার্ম সেট করেছিলাম। যখন ঘড়ির এলার্ম বেজে উঠল, তখন রাত ৩টা পেরিয়ে গেছে। সাথে সাথে আমার ওয়াইফকে ঘুম থেকে ডেকে তুললাম।
এরপর ওয়াইফ রান্নার প্রস্তুতি নিল। রান্না শেষ হলে আমাকে ও বাবা-মাকে ডাক দিল। আমরা সবাই উঠে দাঁত ব্রাশ করে সেহরি সম্পন্ন করলাম।
আজকের সেহরির মেনু: মুরগীর মাংসের তরকারি,মাছ ভর্তা,সালাদ।আলহামদুলিল্লাহ, খাবার খুবই সুস্বাদু ছিল।
সেহরি শেষ করার পরই মসজিদে ফজরের আজান দিল। আমি ও বাবা মসজিদে গিয়ে ২ রাকাত ফরজ নামাজ আদায় করলাম। এরপর ঘুমিয়ে পড়লাম।
সকাল ও দুপুরের কার্যক্রমঃ
ঘুম থেকে উঠলাম সকাল সাড়ে ৯টার দিকে। যেহেতু স্কুল বন্ধ, তাই ইদানীং দেরিতেই ঘুম থেকে উঠি।
সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িতেই সময় কাটালাম। এরপর আমি ও আমার ওয়াইফ বাড়ির সামনের জমিতে একটু ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে ওয়াইফ গাঁদা ফুল গাছ দেখতে পায়। তখন সে দুইটি গাঁদা ফুল তুলল, আর আমি সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করলাম।
ঘরে ফিরে দেখি, সময় দুপুর ১২টা পেরিয়ে গেছে। এরপর গোসলের জন্য একটি বালতি পানি উঠিয়ে গোসল সেরে নিলাম।
জোহর থেকে আসর পর্যন্তঃ
জোহরের আজান হলে মসজিদে গিয়ে সুন্নত নামাজ পড়ে, ৪ রাকাত ফরজ নামাজ আদায় করলাম। নামাজ শেষে বাসায় ফিরে ওয়াইফের সাথে কিছু সময় ইউটিউবে ওয়াজ শুনলাম। এরপর বিশ্রাম নিলাম।বিশ্রাম নেওয়ার
কিছুক্ষণ পর মসজিদ থেকে আসরের আজান শুনলাম। দেরি না করে ওজু করে আসরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম।
বাজার করা ও ইফতার প্রস্তুতিঃ
আসরের নামাজ শেষে বাড়ি ফিরে কিছুক্ষণ বসে থাকলাম। পরে ওয়াইফ বলল, বাজারে যেতে হবে।
বাজারে গিয়ে ২০ টাকার পিঁয়াজু, ২০ টাকার বেগুনি এবং ৩০ টাকার রসবন্দা কিনে বাসায় ফিরলাম। ঘড়িতে তখন সময় প্রায় ৫:৫০ বাজে।
বাসায় ফিরলে আমার ওয়াইফ ইফতার প্রস্তুত করতে লাগল। আমি তখন ওজু সেরে নিলাম। অযু করা সম্পন্ন হলে ইফতার তৈরিতে ওয়াইফকে কিছুটা সাহায্য করলাম।
ইফতার ও মাগরিবের নামাজঃ
মাগরিবের আজান হলে পরিবারের সাথে বসে ইফতার করলাম।আজকের ইফতারিতে ছিল খেজুর,শরবত,পিঁয়াজু,বেগুনি,অন্যান্য আইটেম
ইফতার করার সময় আমার পোষা বিড়ালটি এসে আমার কোলের ওপর বসে পড়ল। আমি তখন বিড়ালের একটা ছবি তুলে রাখলাম।
আমি আমার পোষা বিড়ালটিকে খুব ভালোবাসি। প্রতিদিনই ওকে মাছ, মাংস, শুটকি আর মাঝে মাঝে দুধ-ভাত খাওয়াই।যাইহোক ইফতারের পর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম।
এশার নামাজ ও তারাবিঃ
মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর এশার আজান হলে মসজিদে গিয়ে এশার নামাজ পড়ে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করলাম।
নামাজ শেষে বাসায় ফিরে রাতের খাবার খেলাম।
রাতের খাবার খেয়ে কিছুক্ষণ অনলাইনে বন্ধুদের সাথে সময় কাটালাম। তারপর নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়লাম।এটাই ছিল আমার ২২তম রোজার সারা দিনের সকল কার্যক্রম।
উপসংহারঃ
বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি, আমার দিনলিপি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme C15 |
Camera | 8MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @hafizur46n |
Congratulations @hafizur46n, your post was upvoted by @supportive.
Many many thank you for your support ❤️❤️❤️
Many many thanks you for your support❤️❤️❤️❤️
প্রতিদিনের খাবারের মেনু একটু আলাদা হয়ে থাকে আজকেরটাও তার ব্যতিক্রম নয় সে সাথে আপনি লিখেছেন আপনি আপনার পোষা বিড়ালটাকে অনেক বেশি ভালোবেসে থাকেন এবং তাকে অনেক আদর করে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে থাকেন ওটা হচ্ছে অবুঝ প্রাণী ওদেরকে আপনি যত বেশি আদর করবেন ওরা আপনার কাছে তত বেশি ভালোবাসার আবদার করবে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন