Incredible India monthly contest of April #2|Natural resources and its impact on human life!

Image edited by Adobe
সবার প্রথমে আমি আমাদের সকলের প্রিয় Incredible India কমিউনিটি এবং @sduttaskitchen ম্যামকে ধন্যবাদ জানাতে চাই এপ্রিল মাসের দ্বিতীয় প্রতিযোগিতার জন্য এতো সুন্দর একটা বিষয়বস্তু নির্বাচন করায়। এবারের প্রতিযোগিতার আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক সম্পদ এবং মানুষের জীবনের উপর এর প্রভাব । চলুন আর দেরি না করে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি।
1. What do you understand about the natural resources? Explain! |
---|

আমার মতে প্রাকৃতিক সম্পদ হলো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় বরদান যা আমরা তৈরি করিনি কিন্তু যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। উদাহরণ স্বরূপ বলতে পারি – অক্সিজেন, জল এবং সূর্যের আলো ছাড়া আমরা বাঁচবো না যা আমরা আমাদের মাতৃসমা প্রকৃতি থেকে পেয়ে থাকি। এছাড়াও কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, সোনা, রুপা, লোহা, তামা ইত্যাদি বিভিন্ন খনিজ, গাছপালা এবং আরও অনেক কিছু সবই প্রাকৃতিক সম্পদের অন্তর্গত।
2. Why natural resources are significant in human lives? Justify. |
---|

অক্সিজেন ছাড়া কি আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো? সূর্যালোক, জল এবং কোনোকিছু না খেয়ে কি আমরা বাঁচতে পারবো? এর উত্তর হলো না এবং এটা আমরা সকলেই জানি। আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকা, বস্ত্র থেকে বাসস্থান সবকিছুর মূল উৎস হলো প্রকৃতি। এছাড়াও গাড়ি চালানো থেকে বিদ্যুৎ উৎপাদন সবকিছুই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেও মানুষের জীবনে প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা এবং উপযোগিতার কথা বলে শেষ করা যাবে না।
3. According to you, which elements are essential that come from natural resources? How can we keep the balance of these natural resources? Discuss! |
---|

আমার মতে অক্সিজেন হলো সর্বপ্রধান প্রাকৃতিক সম্পদ কারণ অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচবো না। তারপর আসবে জল যা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না আর তাই জলের আরেক নাম জীবন। আর সূর্যালোক ছাড়া গাছপালা বাঁচবে না আর মানুষ সহ সকল প্রাণী অক্সিজেন আর খাদ্যের অভাবে মারা যাবো।
এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আমরা কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি সহস্র প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। প্রাকৃতিক সম্পদ ছাড়া না আমরা খাদ্য তৈরী করতে পারবো আর না ঘরে আলো জ্বালাতে পারবো। আমরা পূর্বে যে wired telephone ব্যবহার করতাম, তারপর so called unsmart ফোন আর এখন smartphone, এই সবকিছুই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে তৈরী হয়েছে। একই কথা টিভির ক্ষেত্রেও প্রযোজ্য। পুরাতন সাদা-কালো টিভি থেকে পরবর্তী কালে রঙিন টিভি, আর বর্তমানে LCD আর LED টিভি, প্রাকৃতিক সম্পদ ছাড়া এগুলোর কোনোটাই তৈরী করা সম্ভব হতো না। ফ্রিজ, এসি থেকে ঘর-বাড়ী, মাল্টিপ্লেক্স, এই সবকিছু তৈরির ক্ষেত্রেই আমরা প্রাকৃতিক সম্পদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।
আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে যে প্রাকৃতিক সম্পদের যোগান অফুরান নয়। তাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে যে অর্থনৈতিক লাভের জন্য নির্বিচারে গাছ কাটবেন না। যদি ব্যক্তিগত কারণে গাছ কাটতেই হয়, তাহলে একটা গাছ কাটলে সেই জায়গায় দশটা গাছ লাগাবেন। আর এতেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। গাছগুলো কে বাঁচিয়ে রাখা এবং বড়ো করে তোলার দায়িত্বও আপনার।
খুব দরকার ছাড়া বাইক বা গাড়ী কিনবেন না। যতটা সম্ভব public transport এ যাতায়াত করুন। এতে বায়ুদূষণের পরিমাণ অনেকটাই কমবে। একই কথা ফ্রিজ এবং এসির ক্ষেত্রেও প্রযোজ্য।
পরিশেষে একটা কথাই বলবো যে আমরা সবাই চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খোলা হাওয়ায় শ্বাস নিক। তাদের যেন কোনো ইনহেলারের প্রয়োজন না হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন water purifier এর জল না পান করতে হয় আর প্রত্যেক মানুষ কে ছোটবেলা থেকেই প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের ব্যাপারে সচেতন করা হোক।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @rubina203, @karobiamin71 এবং @sayeedasultana কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

প্রকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমরা প্রকৃতির উপর এতটাই নির্দয় হয়ে গেছি আমরা গাছপালা খুব দ্রুত কেটে ফেলছি কিন্তু আরোগা স্থাপন করতে হবে সেটা আমরা ভুলে গেছি আমার কাছে মনে হয় প্রাকৃতিক সম্পদ আমরা যেমন নষ্ট করছি ঠিক তেমনি প্রকৃতি আমাদের ওপর অভিশাপ দিচ্ছে যাই হোক অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য ভাল থাকবেন।
X share - https://x.com/PijushMitra/status/1917121090373227011