Incredible India monthly contest of April #1| your preferred art form!
![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
আমি বিশ্বাস করি আমাদের সকলের ভেতরে কিছু না কিছু শিল্পগুণ রয়েছে। আমরা মানুষ যেমন ভিন্ন তেমনি আমাদের গুনের ভিন্নতা রয়েছে। এমন সুন্দর একটি বিষয় নিয়ে কমিউনিটির পক্ষ থেকে @meraindia এপ্রিল মাসে প্রথম সপ্তাহের প্রতিযোগিতা আয়োজন করেছেন।
আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এলাম।আমার অংশগ্রহণ পোস্ট করার পূর্বে আমার প্রিয় বন্ধুদের @erika08 ,@
pandora2010 ও @frafiomatale কেএই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই।আশা করি তাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন।
✅ In this advanced technology, which art form is your favourite and why? |
---|
![]() |
---|
এই উন্নতি প্রযুক্তির যুগে মানুষের শিল্পকর্মের অনেক পরিবর্তন এসেছে। মানুষ এখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত নেই তারা বিভিন্ন শিল্প গুনে গুণান্বিত হচ্ছে। অনেকে খুব সুন্দর গান করছে ,কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ কবিতা লিখছেন, কেউ সুন্দর করে অন্যকে সাজাতে পারছে, কেউ সুন্দর রান্না করছেন এবং সে রান্নাটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছেন।
এক সময় ছিল রান্নাটা শুধু ঘরের মেয়েদের খুব সাধারণ কাজ কিন্তু উন্নতি প্রযুক্তির যুগে রান্নাকে একটি শিল্পের সাথে তুলনা করা হয়েছে। এই রন্ধনশিল্প নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, যেখানে নারীদের সাথে সাথে পুরুষেরা সেই শিল্পকর্মে অংশগ্রহণ করছেন। আমার বিগত পোস্টে বলেছি , আমি খেতে ততটা ভালোবাসি না কিন্তু নতুন নতুন রান্না করে অতিথি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি । রান্না আমার একটি শখ, নেশাও বলা যায় । রান্না করে খাবারটি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা সেটা আমার আর একটি শিল্পকর্ম ।
আমরা অনেক কিছু রান্না করলাম কিন্তু টেবিলটি যদি এলোমেলো থাকে তাহলে দেখতে ভালো লাগে না । সেই সুস্বাদু খাবারগুলো সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে অতিথিরা অনেক খুশি হয়ে যাবেণ।
✅ Convey your creation with us. |
---|
![]() | ![]() |
---|---|
ছবিগুলো পূর্বে এই কমিউনিটিতে ব্যবহার করেছি |
সত্যি কথা বলতে আমি সংসারের শুরুতে কিছুই পারতাম না, রান্না হোক কিংবা ঘর গোছানো হোক বা কোন বাড়তি শিল্পকর্ম আমার জানা ছিল না। মাধ্যমিক পরীক্ষার শেষে যখন প্রথম আর্মি বাবুর সাথে কোয়ার্টারে আসি তখন যেন মহাসাগরে হারিয়ে যাই ।কোটা-বাটা, রান্না তো কিছুই পারছি না । যখন আমার সামনে অন্যের রান্নার খুব প্রশংসা করা হতো তখন আমারও মনের ভিতর একটা জিৎ কাজ করতো, আমাকেও পারতে হবে।
আর্মি বাবু যখনই ছুটি পেতেন তখনই নতুন নতুন রান্না করতেন এবং সেগুলো আমি দেখতাম এবং আমার শাশুড়ি মা যখন রান্না করত সেগুলোও দেখতাম । আমার শখ, আমার ইচ্ছা এবং আগ্রহ দিয়ে আজ আমিও সকলের কাছে প্রশংসিত। আর্মি বাবু একদিন বলতো যে ,”তোমার মা এত ভাল রান্না করে তুমি কেন পারো না”। তার কাছে আমার রান্নার প্রশংসা শুনতে বেশ ভালোই লাগে।
![]() | ![]() |
---|
বাঙালিরা এত খেতে খুবই ভালোবাসে এবং অন্যকে খাওয়াতেও ভালবাসেন। আমি চেষ্টা করি অতিথিদের নতুন নতুন সুস্বাদু খাবার রান্না করে উপহার দিতে। আমি মনেকরি নারীকে শুধু রান্না করলেই হয় না, রান্নার পাশাপাশি অনেক গুণে গুণান্বিত হতে হয় । আমার বেশ ভালই লাগে বিভিন্ন শোপিস তৈরি করা ,ঘর সাজানো, তার সাথে সাথে মেয়ের প্রোজেক্টেও সাহায্য করা ।আমি নিজের হাতে সংসারটি সুন্দরভাবে সাজাতে ভালোবাসি।
আমি পোশাক তৈরি করতে বেশ ভালোই পারি ।আমাদের মা মেয়ের পোশাক আমি তৈরি করি ।এটা আমার কাছে খুবই ভালো লাগে ।মেয়ে তার মায়ের তৈরি করা পোশাকটি বেশি পছন্দ করে ।এই উন্নত প্রযুক্তিতে এসে মানুষ শুধু একটা বিষয় নিয়ে বসে থাকে না সে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে ,ঠিক তেমনি আমিও করি।
✅Do you believe art forms require ardency or form genetically? Share your experience |
---|
হ্যাঁ, আমি বিশ্বাস করি শিল্পকলার জন্য উৎসাহ প্রয়োজন ।কোন কিছু আপনি যদি ভালবেসে করেন তবে কিন্তু সেটির একদিন না একদিন ভালো ফলাফল পাবেন। প্রথম যখন রান্না করা শুরু করি হয়তো একদিন লবণ বেশি হবে ,একদিন লবণ কম হবে কিন্তু ঠিকই তৃতীয় দিন সব কিছু পরিমাণ ঠিক থাকবে ।আর যদি আমি ভালোবাসা দিয়ে সেই জিনিসটা করার চেষ্টা করি তবে অবশ্যই তা ভালো হতে বাধ্য ।তবে কিছু কিছু ক্ষেত্রে জিনগত প্রভাব থেকে থাকে ,মায়ের বিশেষ গুণগুলো মেয়ে পেয়ে থাকে।
![]() |
---|
কোন ড্রয়িং ক্লাসে না গিয়ে নিজের ভালোবাসা থেকে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল তার রং তুলির মাধ্যমে দুর্ভিক্ষকের ছবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন ,যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। তার অনেক শিল্পগুন রয়েছে।
তবে আমি বিশ্বাস করি ,জিনগত প্রভাব থাকলেও নিজের চেষ্টা,আগ্রহ ইচ্ছা প্রকাশ করলে সে সফল হতে পারবে। ইচ্ছা না থাকলে কোন কিছু জোর করে চাপিয়ে দিলে সে কখনোই সেই বিষয়ে সফল হতে পারেনা। অনেক ক্ষেত্রে দেখা যায় ,ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, শিক্ষকের ছেলে শিক্ষক হয় না। আবার দেখা যায় দিনমজুর, কৃষকের ছেলেও কিন্তু ডাক্তার হয়।
![]() | ![]() |
---|
জিনগত প্রভাবে কিংবা কোনো গুরুর হাত ধরে কোন কিছু শিখতে হলে অবশ্যই নিজের ভালোবাসাকে কাজে লাগাতে হবে। আমি মা হিসেবে চেষ্টা করি, আমার সন্তান পড়ালেখার পাশাপাশি সে কোন বিষয়টি করতে ভালোবাসে ।তাকে সেই বিষয়টি করতে সাহায্য করা। সে গান করতে ভালোবাসা ,আমি চেষ্টা করি তাকে সঠিক দিক নির্দেশনা দিতে।
সর্বোপরি বলতে চাই আমরা যাই করি না কেন যদি সেটা ভালোবেসে করি অবশ্যই তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আমাদের সবার মাঝে কিছু কিছু শিল্প গুণ অবশ্যই রয়েছে এবং আমাদের সেই গুণগুলো খুঁজে ভালোবেসে ফুটিয়ে তুলতে হবে ।আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারেকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটান ।
https://x.com/muktaseo/status/1910557834590511153
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia