"কিছু কিছু মৃত্যু ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যায়,ভাবতে বাধ্য করে কে দায়ী এই মৃত্যুর জন্য?"

in Best of India3 years ago

(এই আকাশেই কোথাও মিশে আছে শুভ)
IMG_20210612_192628.jpg

বন্ধুরা,

আজকে মনটা ভীষণ খারাপ।কারণ,আবার একটি প্রাণের পৃথিবী থেকে বিদায় নেওয়া,
শুধুমাত্র বিষণ্ণতার কারণে। দুদিন আগেই আমি যে বিষয় নিয়ে লিখলাম, প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে আজ তেমনই একটা ঘটনার সাক্ষী হলাম।

একটা তরতাজা প্রাণ হেরে গেল মৃত্যুর কাছে।এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করলো, শুধুমাত্র তার বিষন্নতার সময় প্রিয়জনকে পাশে না পাওয়ার অভিমানে।

আমি কথা বলছি আমার বোনের (মাসীর মেয়ে) দেওরের। যদিও সুদীপদার (বোনের husband) নিজের ভাই নয়, কাকার ছেলে। তবুও ওদের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো।বাচ্চা একটা ছেলে। বি. এ. ফার্স্ট ইয়ারে পড়ে। এইবছর lockdown এর কয়েকদিন আগে আমি বোনের বাড়ি গিয়েছিলাম।ওখানে থাকাকালীন একদিন খুব বৃষ্টি হচ্ছিলো।সেদিন সারাদিন হাসি মজা করে কাটালাম সবাই।একসাথে খিচুড়ি খেলাম।ছেলেটির নাম - শুভ।বোনের বিয়ের সময় থেকে ওকে চিনেছি,এই বছর চার হবে, কিন্তু তবুও যেন খবরটা শুনেই একটা অদ্ভুত কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে।

(বোনের বাড়ীতে বসে বৃষ্টির দিনে তোলা,ছবিটা তোলার সময় শুভ আমার পাশে বসে ছিল)
IMG_20210612_192653.jpg

এতো বকবক করে,এতো হাসে যে বোঝাই যায় না ওর মধ্যে কতো কষ্ট জমে ছিল।বোনের কাছে আগে অল্প শুনেছি,একটা মেয়ের সাথে সম্পর্ক ছিলো। সেটা নিয়ে বাড়িতে অনেক সমস্যা।আমার বোনকে সবটা বলতো।তবে বোন আমাকে না বললে আমি বিশ্বাসই করতাম না, ওই টুকু একটা ছেলে নিজের হাসির মধ্যেও কত খারাপ লাগা লুকিয়ে রেখেছে।

দুপুরে সুদীপ দা ফোন করে বললো - একটা খবর দিতে ফোন করলাম। শুভ মারা গেছে।"
শুনেই আমি স্তম্ভিত হয়ে গেলাম।কি বলছে, এইতো সেদিন ও কত গল্প করলাম,একসাথে খেলাম।আজ মারা গেছে, কেন,কিভাবে?

সুদীপদাকে বেশি প্রশ্ন করিনি,ভীষণ ভেঙে পড়েছে,সুদীপদার থেকে কত ছোট ছেলেটা।চোখের সামনে মেনে নেওয়া যায় না।তবুও যদি কোনো অসুখ হতো,মনকে বোঝানো যেত,কিন্তু............

অনেকে বলছে বোকামি,অনেকে বলছে প্রেম ভেঙে গেলে কেউ আত্মহত্যা করে নাকি? এমন প্রেম কত আসবে জীবনে,কেউ কেউ বলছে একটা মেয়ের জন্য বাবা মাকে এতো কষ্ট দেওয়ার কথা ভাবলো কি করে!

(জীবন কতো অদ্ভুত,আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখা ছেলেটা হারিয়ে গেল আকাশের বুকে)
IMG_20210612_192840.jpg

কতজনের কত মত। কিন্তু কেউ ভাবছে না ওই বাচ্চা ছেলেটা কি ভেবে এই সিদ্ধান্ত নিলো? হতে পারে বয়েস কম তাই কিছু বুঝতে পারেনি।কিন্তু বড়রা কি বুঝেছিল ওর পরিস্থিতি?
কেউ কি ওকে ডেকে বলেছিল তোর কি কষ্ট হচ্ছে? কষ্ট পাসনা আমরা আছি,জীবনে এমন হয়, সময়ের সাথে সাথে দেখবি সব ঠিক হয়ে যাবে।
কেউ কি ওকে বলছিল - তুই খাচ্ছিস না কেন ঠিকঠাক আয় আমি খাইয়ে দেই।

না! কেউ বলেনি।

মা বলেছে- যা খুশি কর,আমি কিছু বলবো না,একটা মেয়ের জন্য খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে,যত্তসব ন্যাকামি।
বাবা বলেছে- ওই মেয়ে ছাড়া আর মেয়ে পেলো না দুনিয়ায়।
না জানি আর ও কত কিছু কত দিন ধরে শুনে আসছে ছেলেটা। আর সবটা মেনে নিতে নিতে ও বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল।ও হয়ত সত্যিই ভালোবাসতো, হয়ত ওই মেয়েটার সাথে কোনো প্রবলেম হয়েছিল,বা হয়তো অন্য কোনো সমস্যায় পড়েছিল।

(এই আকাশেই ভালো থাকিস)
IMG_20210612_192427.jpg

অথচ কেউ খোঁজ নিয়ে দেখলোই না,ছেলেটার মন খারাপ কেন? হয়ত একটু ভালো ভাবে জিজ্ঞেস করলে বলতো সবটা।ও নিজেও জানত বাবা মাকে মেয়েটার বিষয়ে বলা যাবে। তাই বলেনি। তবে ওর মা যখন দেখলো ছেলেটার এমন অবস্থা,তাহলে অন্তত আমার বোনকে বা সুদীপদাকে বলতে পারত শুভর সাথে কথা বলতে। হয়ত ওদের বলতো সবটা।

কিন্তু না কেউ ভাবেনি,সকলে ভেবেছে মাঝে মাঝেই তো এমন মন খারাপ থাকে,আবার এমনই ঠিক হয়ে যায়। এবারও তাই হবে। আর ভুলটা ঠিক এখানেই হয়েছে। কোনো ঘটনা যদি স্বাভাবিকের থেকে বদলে যেতে শুরু করে তখন সেটা নিয়ে ভাবা উচিৎ।না হলেই বিপদ।

আমি সত্যিই জানিনা কি হয়েছিল।শুধু এটুকু জানি শুভ আর নেই।আজ সকালে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। lockdown এর জন্য local train বন্ধ। এক দুটো ট্রেন চলছে বিভিন্ন সরকারি কর্মচারীদের জন্য। তেমনি কোনো একটি ট্রেনে আজ শুভ নিজের জীবন শেষ করলো।

(এমন মৃত্যু বন্ধ হোক)
stop-youth-suicide-2803631_1920.jpg
source

শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল।ওর কোনো ছবি নেই আমার কাছে,থাকলে আপনাদের দেখাতাম ছেলেটা কত প্রাণবন্ত, কতো মিষ্টি। অথচ আমাদের সমাজের কিছু অসচেতনতা আজ ওর প্রাণ কেড়ে নিল।আজ যদি ওর মা বাবা depression এর ব্যাপারে জানতেন,যদি একটু বন্ধুসুলভ আচরণ করতেন,যদি একটু পাশে থেকে বুঝতে চাইতেন,কেন ওর মন খারাপ,তাহলে হয়ত সবটা এতো তাড়াতাড়ি শেষ হতো না।

যাইহোক,শুভ যেখানেই থাকিস ভালো থাকিস।আজ যত খারাপ লাগা নিয়ে তোকে চলে যেতে হলো,তার থেকেও অনেক অনেক গুণ বেশি ভালোলাগা যেন পরজন্মে তোর পাওনা হোক ভাই।ভালো থাক।
IMG-20181024-WA0013(1).jpg

I believe everyone will appreciate and support my mother language bengali also🙏.
Good night everyone. Stay safe.

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

@witnessfuli Thank you so much for supporting my post.Means a lot.🙏

Life is like that we all have to accept whatever come to our way of journey @sampabiswas

@sduttaskitchen Yes you are right but sometimes it's very difficult to accept.

I know my dear @sampabiswas, I am still going through the same situation.

Nice pictures added by you.
Keep posting.
#affable

@vaibhavsan Thank you so much.🙏

 3 years ago 

Very sad to hear the news... life teaches many things to us.. stay safe @sampabiswas

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 61292.24
ETH 2999.19
USDT 1.00
SBD 3.76