"অনেকদিন দেখা হয়না আমাদের "

in Best of India3 years ago

(My niece and nephew)

Hello,
বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

ভেবেছিলাম আজ থেকে lockdown আর থাকবে না।কিন্তু না আবার 15 দিনের জন্য lockdown বেড়ে গেল।খবরটা দেখার পর থেকে মনটা আবার খারাপ হয়ে গেল।অফিস খোলা,অথচ ট্রেন,বাস চলবে না।কি ভাবে সবাই অফিস পৌঁছাবে জানিনা।

আসলে ঘরে বসে বসে দিন দিন যেন মানসিক ভাবে অসুস্থ বোধ করছি।ভেবেছিলাম lockdown শেষ হলে একটু বাইরে বেরোত পারবো। মনটা ভালো লাগবে।কিন্তু না সেটা এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না।আপাতত আর ও কয়েকটা দিন গৃহবন্দী।

আমার দিদির মেয়ে ফোন করে বার বার যেতে বলছে।আমাদের বড়দের এমন অবস্থা,তাহলে বাচ্চাগুলোর কেমন লাগছে ভাবুন।একটা ফ্ল্যাটের মধ্যে কতক্ষন ওদের আটকে রাখা সম্ভব?এর কারণে ওদেরও কিন্তু স্বাভাবিক ভাবে বেড়ে ওঠায় সমস্যা হচ্ছে।আমরা যেভাবে ছোটো থেকে বড় হয়েছি,স্কুল গিয়েছি,মাঠে খেলাধুলা করেছি,এখনকার বাচ্চারা সেটা করেনা।ওদের পড়াশোনা ছাড়া এখন একটাই নেশা,হয় টিভিতে কার্টুন দেখা নয়তো মোবাইলে।

IMG_20210615_212153.jpg
(আমাদের দুজনও মন দিয়ে মোবাইল দেখছে)

আর বর্তমান পরিস্থিতিতে ওরা স্বাভাবিক ভাবে পড়াশোনা করতে পারছে না,স্কুলে যেতে পারছে না।সারাক্ষণ ঘরের মধ্যে আটকে থাকছে,সেখানে স্বাভাবিক বিকাশের আশা করাই বৃথা।তবুও আমাদের যথা সম্ভব চেষ্টা করতে হবে।ওদের সাথে সময় কাটাতে হবে,খেলত হবে,বাড়িতেই রুটিন করে ওদের পড়তে বসাতে হবে।তবেই কিছুটা অভ্যাস হবে ওদের।
মোবাইল যতটা সম্ভব কম দেখতে দিতে হবে,কারণ এতে ওদের চোখের ক্ষতি হয়।

IMG_20210615_212640.jpg
(অনলাইন ক্লাসে তিতলী ওর মায়ের ড্রেস পড়েছে, ও বড় হয়ে doctor হতে চায়)

অনেকদিন হলো তিতলী আসে না,আমিও যেতে পারছি না।তাই যেমন মন খারাপ তেমনি ওর ও। তাতান ছোটো, তাই ওর খুব একটা অসুবিধা হচ্ছে না।সারাদিন দুষ্টুমি করতেই সে ব্যস্ত।

তাছাড়াও তিতলীর উপর শুরু থেকেই টানটা একদম অন্য রকম।ওর ছোটো থেকে বড়ো হওয়ার মূহুর্ত গুলো এত কাছ থেকে দেখেছি,যে ওর মায়া একেবারে অন্য। তাতানের সাথে অত সময় কাটানো হয়নি।তখন দিদিরা ওর গ্রামের বাড়ি থাকতো। আর তার থেকেও বড় সমস্যা ছিলো,ভাইকে বেশি আদর করলে আমার তিতলী রানীর মন খারাপ হতো।তাই তাতানের সাথে বন্ডিং তেমন জমে ওঠেনি কখনো।তবুও ভালোবাসা দুজনের জন্যই সমান।

IMG_20210615_211457.jpg
(দুষ্টু তাতান,চশমা পড়ে খেলতে ব্যস্ত)

এই lockdown এ বাড়ি বসে সময় কাটেনা।অথচ তিতলি আমাদের বাড়ি এলে,আমি কাজ করার সময়ই পাই না।তার এতো প্রশ্ন,এতো কিছু তার জানতে ইচ্ছে করে,যে তাঁর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়ি।

তিতলীকে খাওয়ানো এক যুদ্ধের সমান।এতো সময় লাগে ওর খেতে যে,আমি বিরক্ত হয়ে ওকে বকতে শুরু করি।মুখের মধ্যে ভাত নিলে আর শেষ হয়না।ব্যস এইটুকুই বাকি সবটা ঠিক।একা একা সব কিছু করতে পারে এখন।ব্রাশ করা,স্নান করা,নিজের জামাকাপড় গুছিয়ে রাখা সবটা করে।

IMG_20210615_212507.jpg
(এমন ভাবেই দুজন ঘুমায়)

আজ ফোন করে আসার জন্য কান্না করছিল। কিন্তু কি ভাবে আসবে।ট্রেন,বাস কিছুই চলছে না।বুঝিয়ে বলেছি ট্রেন চললে ওকে নিয়ে আসবো।সত্যিই বলতে মনটা আমারও খারাপ।অনেক দিন দেখিনা ওদের।

এই lockdown আর এই corona আপনজনদের মাঝে এতো দূরত্ব বাড়িয়ে দিয়েছে,যে সবটা কবে ঠিক হবে সেই দিনের অপেক্ষা করতে করতে,না জানি কত মানুষ তাদের আপনজনদের হারিয়ে ফেলবে। আর তার থেকে বড়ো প্রশ্ন আমি নিজে বেঁচে থাকবো তো?

IMG_20210615_211352.jpg
( ওদের সাথে কাটানো পুরোনো মুহুর্ত)

দিনে দিনে এতো ধরনের রোগের প্রকোপ বাড়ছে যে ভয় হচ্ছে,পৃথিবী কি এই ভাবেই ধীরে ধীরে ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে?এই ভাবেই কি মানুষের মধ্যে দুরত্ব তৈরী হতে শুরু হয়েছে? জানিনা।কোনো প্রশ্নের উত্তর জানা নেই।শুধু একটাই প্রার্থনা এই দিনের,এই পরিস্থিতির শেষ হোক এবার।সবার আপনজন ভালো থাকুক, সুস্থ থাকুক,সাথে থাকুক।🙏

Sort:  
 3 years ago 

Ekdin Jhor theme Jabe .. Prithibi abar Shanto hobey... very nice pictures

@lother68 Thank you 🥰.

Adorable children, keep sharing. Stay safe 😊 @sampabiswas

 3 years ago (edited)

I didn't under what languages it is. LOL. but the kids look great. Keep posting @sampabiswas #india #affable

@hdnakum Thank you for visiting my post 🙏. "Bengali" - is my mother language.This kids are my niece and nephew.

It's ok @sampabiswas, yes I could managed that those are your niece and nephew. Thank you for the info that it's Bengali language. I thought it is Tamil or Malayalam something. #affable #india

@hdnakum 😊 Thank you so much 🙏.

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70638.80
ETH 3565.34
USDT 1.00
SBD 4.73