"প্রকৃতি ও সংসারের ভারসাম্য বজায় রাখতে গেলে প্রকৃতি ও মেয়েদের কষ্ট বুঝতে হবে"

in Best of India3 years ago

IMG_20210619_094754.jpg
(I love this place)

Good morning
বন্ধুরা,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন।কালকের দিনটা আপনাদের ভালো কেটেছে।কাল আপনাদের জানিয়েছিলাম আমার মন খারাপের কারণ।যেমন আশা করেছিলাম,ঠিক তেমন ভাবেই কাটলো দিনটা। খুবই খারাপ।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল কাল এবং আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনার কথা। কিন্তু সৌভাগ্য বশত কাল দিনের বেলা মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। আর সেই কারণেই কাল বিকালের দিকে একটু বেরোতে পেরেছিলাম।তবে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার,মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে।

IMG_20210619_100419.jpg
(Morning view from our kitchen)

নির্জনতা কাল বড্ড টানছিল আমায়।ইচ্ছে করছিল চুপচাপ একা একা থাকতে। তবে পরিবারের মানুষ আপনার মন খারাপ দেখে প্রশ্ন করবে সেটাই স্বাভাবিক। তবে অবাক লাগে যখন কারনটা বলার পরেও,চুপচাপ থাকতে না দিয়ে বার বার অন্যান্য প্রসঙ্গে কথা বলে।তখন সেই বিষয়টা শুধুই বিরক্তির জন্ম দেয়।

তখন কোনো কথাই ভালো লাগে না।আমার কালকে ঠিক এমনই পরিস্থিতি হয়েছিল।কিছুই ভালো লাগছিলো না,অথচ বাড়ির কাউকে সেটা বোঝাতেও ব্যর্থ হচ্ছিলাম।তাই শেষ পর্যন্ত বিকালে একটু বাইরে বেরোনোর কথা ভাবলাম।

আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে খোলা মাঠের কথা আমি আমার পুরোনো একটা পোস্টে শেয়ার করেছিলাম।কাল ও সেখানেই গেলাম।ওই জায়গাটা আমাকে আমার গ্রামের স্মৃতি মনে করায়।ফেলে আসা দিন,পুরোনো আমি,আমার আর আমার বান্ধবীদের একসাথে কাটানো মূহুর্ত সব কিছু চোখের সামনে ভেসে ওঠে।

IMG_20210619_094812.jpg
(Sesame trees)

বিকালে বৃষ্টিও ছিল না।বাপিকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম।ওখানে চারিদিক সবুজে মোড়া।বৃষ্টির পড়ে যেন সমস্ত গাছেরা প্রাণ ফিরে পেয়েছে।একেবারে যেন সদ্য স্নান করে উঠলো বৃষ্টির জলে।যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ।মুহূর্তের মধ্যে অন্য জগতে চলে গেলাম।

ওখানে বসেই ঝুনুদিকে (আমার বান্ধবী) ফোন করলাম। তুললো না, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল।ফোন তুললে ওকেও দেখাতাম ওখানকার ছবি,আমি জানি ও আমায় বলতো আমাদের মাঠের মতোই বল?মাঠকে ঘিরে অনেক স্মৃতি আমাদের ছোটবেলার।

IMG_20210619_094857.jpg
(Sesame flowers)

যাইহোক,বাড়ি আসার পরে রাতে অবশ্য আমায় ফোন করেছিল।কথা হলো কিছুক্ষন। ঝুণুদির ভাগ্যটাও খারাপ, কতো কম সময় মাকে পেলাম আমরা।দেখতে দেখতে সময় পেরিয়ে যায়।মাসে পর মাস,বছরের পর বছর গড়ায়।শুধু মনের মধ্যে কিছু কষ্ট আজীবনের মত চাঁপা পড়ে রয়।যেগুলো ভাষায় প্রকাশ করে কাউকে বোঝানো যায়না।

IMG-20180301-WA0027.jpg
(Me with my best friend Rakhi......old picture)

সন্ধ্যা নামার আগেই ফিরে এলাম।আবার সেই ঘরবন্দী জীবন।এক দুদিন বাদে বাদে সেই হাঁপিয়ে ওঠা।রোজকার সেই জীবন,যেখানে মনখারাপ হলে একটু চুপ করে বসে থাকার সুযোগও পাওয়া যায় না।সংসারের দায়িত্ব,কর্তব্য পালনে ব্যস্ত থাকা মেয়েদের ও মন বলে কিছু আছে। তাদেরও ফেলে আসা দিন,ফেলে আসা সম্পর্কের জন্য কষ্ট হয়।
IMG_20210619_094840.jpg

তাদেরও ছুটির দরকার,যাতে তারাও পুরোনো বন্ধুদের সাথে কথা বলতে পারে, পুরোনো দিনের স্মৃতিচারণ করতে পারে,হাসতে পারে।সর্বপরি মন খুলে কথা বলতে পারে। যেমন বাড়ির ছেলেরা পারে।যেদিন এগুলো সহজ ভাবে সংসারের বাকিরা মেনে নেবে,সেদিন সংসারে চাপে মেয়েরা নিজেদের জন্য বাঁচতে ভুলে যাবে না।মেয়েরা প্রকৃতিরই স্বরূপ,তাই তাদের সহ্যের সীমা অতিক্রম হলে,প্রকৃতির মতোই সংসারের ভারসাম্য ও নষ্ট হয়ে যায়।

IMG_20210619_094957.jpg
(Sesame seeds)

যাইহোক, আজকের দিনটিও খুব ভালো কাটুক আপনাদের এই কামনা রইলো। ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।🙏

Sort:  

Photos are so beautiful you took of nature. Don't feel alone and you have big family here too. Sometimes I also feel good to share things with online friends as it make us little light. It's good to enjoy time with friends and outside. You worte nice Diary and really like the way you represent and I like to read your diary though I use translator.
#affable

@birjudanak Thank you so much for appreciating my post. Means a lot 🙏 Stay safe 😊

You clicked all pictures are very beautiful, @sampabiswas.
keep posting.

@roopk97 Thank you so much. 🥰

All pictures captured beautifully, keep sharing @sampabiswas

@sduttaskitchen Thank you so much.😊

 3 years ago 

@sampabiswas beautiful photography ad nicely written post

Thank you for supporting my post. @rishabh99946 Stay safe 😊

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63458.69
ETH 3084.37
USDT 1.00
SBD 3.99