"ইচ্ছে করে তোমার কাছেই ছুটি"

in Best of India3 years ago

IMG_20210618_095149.jpg
(Me with my maternal uncle and maternal aunt)

Good morning
বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশাকরি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন।

আজ ঘুম থেকে উঠলাম মন খারাপ নিয়ে,না জানি দিনটা কেমন কাটবে!
আসলে রাতে কি যেন আজে বাজে স্বপ্ন দেখলাম। স্পষ্ট মনেও নেই।মাকে দেখলাম,মামীকে দেখলাম, আমাদের সেই পুরোনো বেড়ার ঘর-বাড়ি।মোটকথা আমার ছোট্টবেলার দিন,তারই মাঝে আবার বর্তমানের দিন।সব মিলিয়ে স্বপ্নটা গুলিয়ে গেছে আর কি। ঠিক কি দেখলাম ঘুম থেকে উঠে আর মনে করতে পারিনি। তবে মনটা খারাপ এটুকু বুঝতে পারছি।miss করছি ফেলে আসা দিনগুলো।
IMG_20210618_094856.jpg
(My Mother....is no more)

আসলে কাল রাতে মামীর সাথে কথা বলেছিলাম।
বেশ কয়েক দিন ধরেই মামাবাড়ি যেতে ইচ্ছে করছিল।কাল আবার ফোন করে জানলাম মামীর শরীরটা ভালো না।মনটা আর ও খারাপ হয়ে গেল। ২ দিন ধরে টানা বৃষ্টি আর ভালো লাগছে না। বৃষ্টি আসলে খুশির সময় ভালো লাগে।কিন্তু মন খারাপের সময় বৃষ্টি যেন মনখারাপের মাত্রা আর ও বাড়িয়ে দেয়।

আপন-পর তো পরের কথা।মামী মানে আমার কাছে মায়ের প্রতিচ্ছবি।এটা এই জন্যই বললাম,কারণ আমি বুঝতে পারছি না,আমি আসলে মা কে মিস করছি না মামীকে।আমার মনে হয় মাকে চাইলেও দেখতে পারবো না,এটা জেনেই বোধহয় মনের কোণে মামীকে দেখার ইচ্ছে জাগে মাঝে মাঝেই।মামীর কাছে গেলেই কেমন যেন মনে হয় মায়ের কাছে আছি।

IMG_20210618_094914.jpg
(My maternal aunt & my mother)

একটা অদ্ভুত জিনিস কি জানেন? আমরা মানুষেরা বড্ড বেশি আঁকড়ে ধরতে ভালোবাসি।তবে বরাবর ভুল মানুষকে আঁকড়ে ধরার দাম সবাইকে কষ্ট দিয়ে মেটাতে হয়।কথাটা এই কারণেই বললাম,জীবনে আপনি যার কাছ থেকে আশা করবেন,ভাববেন যে সে আপনাকে বুঝবে,একটা সময়ের পরে যখন আপনি বুঝবেন,সে আপনাকে এতটুকুও বোঝে না,সেই কষ্টটা বড্ড বেশী। অথচ সেই মানুষটিকে ভালোবেসে আপনি কিন্তু আঁকড়ে ধরেছিলেন আপনার সবথকে কষ্টের সময়।এমনটা সকলের সাথে ঘটবে এমনটা কিন্তু নয়।আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কথা গুলো।

IMG_20210618_095217.jpg
(Me with my sister)

যদিও মামীর ক্ষেত্রে একথা গুলো প্রযোজ্য নয়।মামীকে আমি কতটা আঁকড়ে ধরেছি জানিনা,তবে মামী আমায় আগলে রেখেছে,সেটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি।যেদিন থেকে মা চলে গেছে,এই একটাই মানুষ যে আমাকে বুঝিয়েছে মা আছে।

আমার নিজের মামা বাড়ী যেতে অতটা মন চায়না,কারণ সেখানে সেই টান আমি অনুভব করিনা। এই জন্যই প্রথমে বললাম আপন - পর আমি বুঝিনা।যেটা বুঝি সেটা হলো ভালোবাসা,মায়া,মমতা।তবে বেশিদিন যদি আমি এই মামাবাড়ি না যাই আমার মনখারাপ হয়।

IMG_20210618_095251.jpg
(Me & maternal uncle)

মামীর সাথে অনেক কথা শেয়ার করি,যেটা মা থাকলে করতাম,মামীও বুঝায় মায়ের মতন।তবে কিছু কিছু ক্ষেত্রে মামীর ও হাত পা বাঁধা,চাইলেও কিছু জিনিস নিজের ইচ্ছে মত আমায় করতে বলতে পারেনা। আমি বুঝতে পারি,মামীও কষ্ট পায়। কিন্তু ওই যে সমাজের কিছু নিয়মের জালে বাধা পড়ে আছে আমাদের স্বাধীনতা।সেই কারণে আমিও অনেক কিছু বলিনা, যেগুলো শুনলে মামী কষ্ট পাবে। আর মামীও আমায় কিছু বলেনা যাতে আমি মামীকে ভুল বুঝি।

IMG_20210618_095007.jpg
(Happy moment with my maternal aunt)

এইভাবেই চলে আমাদের দুজনের লুকোচুরি খেলা।ভালোবাসা,খুশী,আনন্দ,হাসি সব কিছুর আড়ালে কষ্ট লুকিয়ে রাখার এই খেলায় একদিন আমিও মায়ের মত, মামীর মত তৈরী হবো।

যাইহোক,আপনাদের সারাটা দিন ভালো কাটুক এই কামনা করি।ভালো থাকবেন।

Sort:  

Nice diary you shared with family photo looks smart.

#affable #india #karnataka

@layersinn Thank you so much.🥰

Thank you for sharing your thoughts @sampabiswas

@sduttaskitchen Thank you for visiting my post. 🥰

You are welcome @sampabiswas

First of all sorry that your mother is no more as Its a difficult thing to live without mother for me. I am glad you get same love from your uncle and aunt. I am always feel glad about remembering dream and when I see intresting dream then I quickly note down it. Your family photos are very nice.

I made comment after read your post through translator so if any thing wrong I am sorry for it.
#afffable

@birjudanak Don't be sorry. Nothing is wrong. Thank you so much for reading my post.You are right it's very difficult to live without mother.

 3 years ago 

@sampabiswas very nice and elaborated post … photos are beautiful

@lother68 Thank you for visiting.

Nice and very interesting your family photos.
Keep posting. @sampabiswas.

@roopk97 Thank you for visiting my post.🙏

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64320.07
ETH 3154.23
USDT 1.00
SBD 4.34