Better Life with Steem" ||" THE DIARY GEAM"|| 17 December 2023 || busy day||

in Steem For Bangladesh9 months ago

আজকের তারিখ:১৭/১২/২৩
রোজ: রবিবার।

The Diary Game

1702877628600.jpg

আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সারা দিন কীভাবে কাটিয়েছি আমি। আশা করি সবার ভালো লাগবে চলুন এবার শুরু করি।

আমার কাটানো সকালের কিছু মুহূর্ত।

IMG_20231217_103136.jpgIMG_20231217_103058.jpgIMG_20231217_103037.jpg

আজকে আমি সকাল ৮:১০ এ ঘুম থেকে উঠেছি। উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম ও বিল্ডিং এর কাজ হচ্ছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুয়া, সিমেন্ট,লাল বালু ইত্যাদি দিয়ে মিক্সট করে বিল্ডিং এর কাজ করতেছে। এরপর আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে আঙ্গউর ফল খাই সকাল সকাল ভালোই লাগলো খেতে। তারপর কিছুক্ষণ পর আমি রাতের ধনিয়া পাতা বাটা ছিল সেই বাটা দিয়ে ও ভুলতুরি শাক দিয়ে ভাত খাই, মাছ মাংসের চেয়ে খেতে দারুন শাক আর বাটা। এরপর আমি রোদে দাড়িয়ে থাকি এখন প্রচন্ড শীত পড়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছায়া দেখলাম।

সকাল বেলা চলে যাওয়ার পরের কিছু মুহূর্ত।

IMG_20231217_103507.jpgIMG_20231217_103151.jpg

এরপর আমি আমার মামাতো ভাইয়ের সাথে দুষ্টুমি করলাম ও অনেক দুষ্ট শুধু সারা দিনি শুধু ফোন চালায় সেজন্য আমি ওর হাত থেকে ফোন নিয়ে দেখলাম ও কি কি করছে গিয়ে দেখি ফেসবুকে ডুকেছিল এরপর আমাকে খোঁজা খুঁজি করতেছে কিন্তু পাচ্ছে না। এরপর আমার হাজব্যান্ড দেখি মেসেজ দিয়েছে চলে আসার জন্য কি আর করার যেহেতু বলছে যেতে তো হবেই, আমি আর না করিনি বললাম অকে আসতাছি ।

IMG_20231217_122706.jpg

এরপর আমি গোসল করে না খেয়ে কাপড় বেগ গুছিয়ে আসার জন্য রেডি হচ্ছিলাম। আমার নানা আমাকে বলে দিলেন কেউ কিছু কইও না নারাই কইরো না শুনে মনটা খারাপ হয়ে গেল আমার নানা আমাকে অনেক কষ্টে মানুষ করছে কিন্তু ভালো ছেলের কাছে সুন্দর মনের মানুষের সাথে আমায় বিয়ে দিতে পারে নি সেজন্য আমার অনেক খারাপ লাগে যাই হোক সবার কাছে বলে রোওনা হলাম আমার বিয়ে হয়েছে ৫-৬ বাড়ি পরে শশুর বাড়ি হেঁটেই আশা যায়।

IMG_20231217_122729.jpg

এসে দেখি ঘর একদম এলো মেলো অগোছালো হয়ে আছে বিছানায় দেখি আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে। আমি আবার অগোছালো জিনিস পছন্দ করি না তাই আর দেরি না করে সোজা ঘর গোছানো শুরু করলাম।

IMG_20231217_132633.jpgIMG_20231217_132609.jpgIMG_20231217_143212.jpg

প্রথমে আমি বিছানা গুছিয়ে নিলাম, এরপর আলনা কাপড় গুছোলাম সে কি গন্ধ মামুন কে জিজ্ঞেস করলাম কাপড় ধুয়ে দিই এখন সে বলল এখন আর ধুইতে হবে না দুপুর হয়ে গেছে শুকাবে না, কালকে ধুয়ে দিও ।তাই আমি আর ধুইলাম না আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে ধুব। এরপর পানি এনে ঘর পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর দেখি দুপুর বেলা গড়িয়ে আসলো।

আমার কাটানো দুপুর বেলা কিছু মুহূর্ত।

IMG_20231218_114750.jpg

এরপর আমি ঘরের কাজ শেষ করে একটু রান্না ঘরে যাই গিয়ে দেখি রান্না করার জন্য জাবা খড়ি নাই । তারপর আমি শুকানো জাবা খড়ি চুলার পাড়ে এনে রাখি।

IMG_20231217_143242.jpgIMG_20231217_143239.jpg

তারপর দেখি জিড়া,আদা, রসুন,দারুচিনি এলাচ এগুলো টেবিলে রাখা পরে আর কি করার এখন তো শ্বশুরবাড়ি যদি না বাটি তাহলে কথা শুনতে হবে সেজন্য আমি আর দেরি না করে পাটা মাটিতে বসিয়ে বাটতে শুরু করলাম। প্রথমে বাটলাম আদা রসুন এক সাথে মিশিয়ে বাটলাম তার পর বাটবো জিড়ে। জিড়ে আগে বাটলে আদা রসুন বাটা কালো দেখা যেত যার কারণে আমি আগে আদা রসুন বেটে নিছি

IMG_20231217_145704.jpg

বাটতে বাটতে আমার বাটা পুরো পুরি শেষ তারপর আমি বাটিতে পানি নিয়ে পাটার পানি ধুয়ে বাটিতে রাখলাম ‌। তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম শ্বশুর বাড়ি লোকের সাথে। দেখতে দেখতে বিকেল বেলা হয়ে গেল।

আমার কাটানো বিকেলের কিছু মুহূর্ত।

IMG_20231217_150818.jpgIMG_20231217_145720.jpg

এরপর আমি বাড়িতে এসে দেখি মুরগি যেখানে রাখি ওই খানে ঘাস অল্প হয়ে গেছে যার কারণে হয়তো মুরগি অনেক শীত লাগে তাই আমি দেরী না করে চকে গেলাম ঘাসের জন্য। ঘাস এনে দেখি টিবল পারে থালা বাটি রয়েছে এঠোতা এরপর আমি পরিস্কার করে ঘরে নিলাম।

IMG_20231217_151317.jpg

তারপর একটু আগে যে ঘাস গুলো আনলাম সেগুলো সুন্দর করে ছালার উপর ঘাস গুলো গোল করে বিছিয়ে দিলাম ঘাসের উপর বাচ্চা মুরগি ঠোকর মারছে ভাবছে এই খানে আদার আছে। এভাবে আজকে আমার সারা দিন।

উপসংহার

আজকের দিনটা আমার বেস্ততার মাঝে কেটেছে। আসলে আমি পরিস্কার জিনিস পছন্দ করি।আর যদি পশু পাখির কথা কি আর বলবো আসলে আমি তাদের এটা ভেবেই যত্ম করি যে আমরা যেমন রক্তে গড়া মানুষ ওরাও তো রক্তে গড়া পশু আমাদের কিছু হলে আমরা হাত দিয়ে মুখ দিয়ে বলতে পারি ওরা তো বলতে পারে না তাই আমাদের উচিত নিজে থেকে দেখে কাজ করা।আর বড় কথা হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।তো যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার সারা দিনের কাটানো মুহূর্তগুলো।যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে।আর ভোট দিয়ে উৎসাহিত করুন এবং সাপোর্ট করুন। আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

আমার লেখা পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65317.17
ETH 2646.03
USDT 1.00
SBD 2.86