📢 📢📢 Contest-Crafts made of leaves.@karobiamin71

in Steem For Bangladeshlast year

হ্যালো বন্ধুরা,.


cd06fb48-2884-42b9-985e-363131828843.jpg

62c4d27e-9b8f-4b14-aa20-b9dae090ac36.jpg

আমি প্রথমে steemit সকল কমিউনিটি ও মডরেটরদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বাংলাদেশ থেকে বলছি। steemit আমার ইউজার আইডি @karobiamin71। স্টিম ফর বাংলাদেশে যে পাতা, ও কাগজ দিয়ে হস্তশিল্পকে কেন্দ্র করে যে প্রতিযোগীতা শুরু হয়েছে। এই প্রতিযোগীতা অংশ গ্রহন করতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। তার জন্য আমি steem for Bangladesh কে জানাই অনেক অনেক ধন্যবাদ।

eb92f4a0-4ce8-4719-9881-3a2633abedba.jpg

আগে দিনে আমাদের দেশে, সব অঞ্চলে পাতা দিয়ে তৈরি অনেক কিছু ব্যাবহার করা হতো।
বেশিরভাগ এটা গ্রামাঞ্চলে করা হতো আমি দেখেছি গ্রাম অঞ্চলে অনেক সুন্দর করে নারকেলের পাতা,খেজুর পাতা,এই সব দিয়ে পাটি তেরি করা হতো, এই গুলা দেখতে যেমন সুন্দর ব্যাবহার অনেক আরাম দায়ক হতো দিন দিন এই গুলা গ্রাম থেকে উঠে যাচ্ছে। তাই আজ, আমি তৈরি করবো অন্য রকম বাচ্চাদের পছন্দ একটা জিনিস নারকেল পাতা দিয়ে তৈরি হাতের ঘড়ি, এটা দেখতে খুব সুন্দর একটা জিনিস, বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দের একটা জিনিস। যদি কোন বাচ্চাকে একটা পাতা দিয়ে ঘড়ি তৈরি করে দেয়া হয় তাহলে তো হলে সে খুব খুশি হবে। আপনি আপনার বাচ্চাকে এটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন।বাচ্চা রা যখন অনেক বেশি কান্না করে, তখন আপনার বাচ্চাকে আপনি হাতের কাছে থাকা, নারকেল পাতা একটা দিয়ে ঘড়ি বানিয়ে দেবেন। দেখবেন কান্না এমনিতেই থামিয়ে যাবে।
217ecefd-4b2c-4975-b828-963c10f40463.jpg

চলুন তাহলে আপনাদের জানিয়ে দেই আমি কিভাবে নারকেলের পাতা দিয়ে খুব সহজেই একটা ঘড়িটা তৈরি করেছি


f034b424-012e-46e0-9482-c6c46e5b06e2.jpg

d74d78fc-1877-430a-9a68-71f214cc39c7.jpg

১ আমাদের সর্বপ্রথমে গাছ থেকে সুন্দর একটি নারকেলের পাতা ছিড়ে নিতে হবে। এবং পাতা টা পরিষ্কার করে নিতে হবে।

ac56569b-d271-487a-a3b5-8a2f46a75f68.jpg

২ আমাদের এই ঘড়িটা বানাতে শুধু দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে পাতা, আর অন্যটা হচ্ছে একটা কেঁচি,লাগবে তা হলে খুব সহজে বানাতে পারবো।

88340f4a-fd27-4856-8f78-1addce4131dc.jpg

৩.নারকেলের পাতাটি পরিষ্কার করার পরে আমরা এই পাতার দুইপাশ থেকেই কেটে নিব

45afbbc1-f118-4037-ad34-9c385d77cfc3.jpg
৪.তারপরে এই পাতাটা আমি মাজ বরাবর করে কেটে নিব সুন্দরভাবে। এবং অন্য একটি পাশে এক অংশ রেখে দিব।

8150853f-5f5e-4138-a652-134e98b1c1a3.jpg
৬.তারপরে আমি দুইটা ভাগে থেকে একটা ভাগ পাতা নেব এবং রেখে দেওয়া পাতা অংশের থেকে অল্প পরিমাণ পাতা কেটে নিব।

aeee0a09-84b2-41a1-8ddd-dacf7054a1dc.jpg
d74d78fc-1877-430a-9a68-71f214cc39c7.jpg
৭.কেটে নেওয়া পাতাটা মাঝ বরাবর রেখে এবং বড় পাতাটা লম্বা ভাবে রেখে দুইপাশ থেকে সুন্দরভাবে ভাজ দিয়ে নিব।

6ebe515c-abb0-4ae2-9440-8bad3700da66.jpg
7814cc42-dc71-474a-b5e2-dd55caf54b3a.jpg
৮.ভাজ দেওয়া শেষ হলে। লম্বা পাতা টার মাথাটা সুন্দর ভাবে, মাঝের ভিতর দিয়ে ঢুকিয়ে ফিরিয়ে নিব।

ae932fdd-337b-4a2a-96a1-758a4f2dbbfe.jpg
e073883f-4d96-4dc2-9408-5470a914e69a.jpg
৯.পাতা টা ফিরিয়ে নেওয়ার পরে। লম্বা পাতা টা মাথা আবারও এই ভাতের ভিতর দিয়ে ঢুকিয়ে নেব এবং একটা গোল আকৃতি হয়ে যাবে।

2973c9c0-a646-46cf-bc21-7cd52a8428c5.jpg
f5a4e632-12e7-45fa-a4ed-691f5c189a8a.jpg
১০. গোলাকৃতি করার পরে যতটুকু পাতা থাকে ওটাকে ফিরিয়ে এনে আবারো ঐ ভাজ মধ্যে ঘড়ি মাথা সেব দিবো।

6cb0b97a-839f-49c1-95fb-c50e54517dae.jpg
9018ec9f-7e89-421c-958e-20056af1a75a.jpg
১১.এবার দেখুন তৈরি হয়ে গেল আমার নারকেলের পাতার অনেক সুন্দর একটি ঘড়ি, এবং খুব সহজ যে কেউ বানাতে পারবেন।

738db313-69c4-4d4a-be56-326968ca187d.jpg

62cc32ff-6269-4f35-a0d7-7d759db75159.jpg

তাই আমি আমার বাচ্চাকে একটু পরিয়ে দিলাম আর, আপনারাই দেখতে পারতেছেন সে কতটা খুশি হয়েছে এবং আমি আর আমার মেয়ে মিলে দুজনেই হাতে ঘড়ি পড়লাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু এবং আমি ও খুশি আপনাদের সাথে এত মজার একটা জিনিস শেয়ার করতে পেরে। আমার পাশে থাকবেন আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।

@enamul17 এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ.


With love, karobi amin

I would like to invite my friends, @sairazerin,@hasnahena,@monowarrasel, and @rimirahman to participate in

🌼______________________________________🌼

25% to @null to support #burnsteem25
15% of this payout for @steem4bangladesh

🌼______________________________________🌼


◦•●◉✿ Thank You ✿◉●•◦

Here are my Verified links:
Achievement -1
Achievement -2
Achievement -3

Sort:  
 last year 

ছোটবেলার কথা মনে পরে গেলো আপি

 last year 

@ snigdharoy
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাকে কমেন্ট করার জন্য, পাশে থাকবেন।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @edgargonzalez

Screenshot_20221130-164846_Canva.jpg

 last year 

@seemcurator04
Thank you sir.

 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary 15 %
Voting CSI[ ? ] ( 0.00 % self, 3 upvotes, 2 accounts, last 7d )
Period2023-07-17
Transfer to VestingPowerUp : 19.000 STEEM
Cash Out
0
Result Club5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

You have made a wonderful design out of coconut leaves. I like that design very much. In fact, it is a design that small children love a lot. I hope to create it too. Thank you very much for sharing your skills with us.

 last year 

@m-fdo
Thank you apu.

আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ? আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এই পাতাগুলো দিয়ে অনেক বাঁশি বানিয়েছি ।

 last year 

Waoo nice and easy of making leaf craft ☺️😊
Wish you good luck for contest

 last year 

@ sualeha
Thank you apu

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59234.78
ETH 2525.56
USDT 1.00
SBD 2.47