আর্ট :- সাদা কাগজ দিয়ে ফুল আর্ট।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ডাই শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের ডাই গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা ডাই করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে ডাই শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা ডাই করেছি। আমি সব সময় কালারফুল ডাই গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের ডাই গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও ডাই গুলো করতে খুবই পছন্দ করি। আজকের ডাই মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে ডাই আপনাদের ভালো লাগবে। আজকের এই ডাই আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে।
উপকরণ
• কাগজ
• রং কলম
• কাঁচি
আঁকার বিবরণ :
প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে একটা ফুল এঁকে নিলাম।
এরপরে আমি দাগ অনুসারে কেটে নিলাম।
এরপর আমি হলুদ কলম দিয়ে গোল গোল করে ডিজাইন করে নিলাম।
এরপর আমি ভেতরের অংশে লাভ দিয়ে দিলাম।
এভাবে আমি পুরো ডাই করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
boc-art boc-exclusive boc steemexclusive bangladesh beautyofcreativity steem
https://x.com/TASonya5/status/1853274127081349390?t=hB2qbcfnWcTQKrHVjLNPJg&s=19
I am really happy to see this photograph you have taken. I really like your photography angles.
The flower art with white paper turned out great. It was nice to see. Thank you, sister.