ফটোগ্রাফি : বারবারটন ডেইজি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলের নাম হল বারবারটন ডেইজি। আসলে ডেইজি ফুল গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার ভীষণ ভালো লাগে এমন সুন্দর ফুল দেখলে। আসলে আমি ছোটবেলা থেকে ফুল অনেক বেশি পছন্দ করি। কিন্তু ফুল ছিঁড়তে অনেক বেশি অপছন্দ করি। কেউ ছিঁড়তে তার প্রতিও অনেক বেশি কষ্ট লাগে। আসলে আজকের এই ফুলের ফটোগ্রাফিতে আমি একটি নার্সারি থেকে করেছিলাম। নার্সারিতে গেলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি করার জন্য খুব ইচ্ছে করে। তাইতো ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসলে বারবারটন ডেইজি অনেক বেশী জাত রয়েছে। বিভিন্ন জাতের ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। একটি জাতের ফুল ও কয়েকটি কালারের দেখা যায়। বিশেষ করে এই ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। ফুলের পাপড়ি ধরতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আজকের এই ফুলের ফটোগ্রাফি আমি একটি নার্সারি দেখে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/TASonya5/status/1836716564017725472?t=-7Cs7r4WRhjeR8Mo4yE2bA&s=19
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
@tipu curate
The flowers shown here look very beautiful. I like your photography.
কি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন এবং তুলে ধরেছেন। ধন্যবাদ।
Very beautiful yellow flowers
প্রতিনিয়ত এভাবে ফটোগ্রাফি করে চাচ্ছেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ফটোগ্রাফি করতে। সবচেয়ে বেশি আপনার উপরের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো দেখে।