রাং চিতা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativitylast year

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে রাং চিতা ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। কিছুদিন আগে দোলযাত্রা ছিল। দোলযাত্রার দিন আমি এবং আমার দাদা আবির নিয়ে বেরিয়েছিলাম আমাদের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে আবির মাখানোর জন্য। সেই দিন বেরিয়ে আমরা অনেক মজা করেছিলাম ।সেদিন বেরিয়ে আমার এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে রাস্তার পাশে আমি এই রাং চিতা ফুলগুলো দেখতে পাই। রাস্তার পাশে প্রচন্ড ধুলার মধ্যেও এই ফুলগুলোর সৌন্দর্য বোঝা যাচ্ছিল। এই ফুলগুলো আমার আগে থেকেই পরিচিত ছিল। ছোটবেলায় এই ফুল ছিড়ে ছিড়ে এই ফুল থেকে মধু খেতাম। যাই হোক যেহেতু আবির খেলতে আমার সাথে আমার দাদাও ছিল সে চলে যাচ্ছিল বার বার তারপরও আমি তাকে দাঁড় করিয়ে এই ফুলগুলোর ফটোগ্রাফি করে নিয়েছিলাম। রসালো গুল্ম জাতীয় একটি উদ্ভিদ হল এই রাং চিতা । এটা খুব একটা লম্বা হয় না মোটামুটি ভাবে আড়াই মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের ফুলগুলো ছোট হয় এবং ফুলের বর্ণ থাকে লাল। মার্চ মাস থেকে এই গাছে ফুল ফোটা শুরু হয় এবং জুন অব্দি তা দেখা যায় ।যেহেতু এটি মার্চ মাস চলছে তাই এই ফুলগুলো দেখার সুযোগ হয়েছিল আমার। যাইহোক সেদিন সেই জায়গা থেকে যে ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম।

InShot_20230314_163048975.jpg

InShot_20230314_163149573.jpg

InShot_20230314_163105225.jpg

InShot_20230314_163118180.jpg

InShot_20230314_163132960.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা রাং চিতা ফুলের ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66269.58
ETH 3204.67
USDT 1.00
SBD 4.24