আমার বিড়াল জারা। || My cat ZARA.

in Beauty of Creativitylast month
আমার বিড়াল জারা

IMG20240615195733.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

শুভ রাত্রি #boc পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আসলে একটা সময় আমিও এই কমিউনিটিতে নিয়মিত পোস্ট করতাম কিন্তু সময়ের অভাবে পোস্ট করা ছেড়ে দিতে বাধ্য হই। যাইহোক জীবন কখন মানুষকে কোনদিকে নিয়ে যায় সেটা বলা যায় না। কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরে আবারো পোস্ট করতে এলাম। তবে এই কমিউনিটিতেও রয়েছে আমার বেশ কিছু পরিচিত মুখ, আর আমাকেও মোটামুটি সবাই চেনে তাই এখানেই পোস্ট করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি এই সময়ে।

IMG20240615195800.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আজ চিন্তা করলাম আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমার বিড়াল জারা নিয়ে এখানে পোস্ট করি।
বিড়াল পছন্দ করে না এমন লোক পাওয়া মুশকিল। তবে আমি বিড়াল পছন্দ করলেও আমি দীর্ঘদিন বাসায় বিড়াল পালনে অনীহা প্রকাশ করছিলাম, শুধুমাত্র রক্ষণাবেক্ষণের ঝামেলার কারণে। যাইহোক আমার ছেলে মেয়েরা ঠিক আমার মতো বিড়াল ভীষণ পছন্দ করে। একটা সময় আমার এক নিকট আত্মীয়ের বাসায় বেশ কিছু পার্সিয়ান বিড়ালের আগমন ঘটে।

IMG20240615195753.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমার সেই আত্মীয় ধীরে ধীরে আরো বেশ কিছু বিড়াল সংগ্রহ করতে থাকে। আমরা যখন তাদের বাড়িতে বেড়াতে যেতাম তখন আমি একটু বিরক্ত হতাম, কারন তারা একসঙ্গে বেশ কিছু বিড়াল পালন করার চেষ্টা করছে। তবে একটা ব্যাপার খেয়াল করলাম আমার বাচ্চাদের আনন্দ। তারা সারাক্ষণ সেই বিড়াল নিয়ে আনন্দ করতে থাকে। যখন তাদের বাসা থেকে চলে আসতাম তখন বাচ্চাদের মন বিষাদে ছেয়ে যেতো।

IMG20240615195924.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

অবশেষে হঠাৎ একদিন আমার আত্মীয় একটা পার্সিয়ান বিড়াল আমাদের উপহার দেন। তার নাম জারা, যে ইতিমধ্যে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। সত্যি বলতে আমি নিজেও খুশি এবং সর্বোচ্চ চেষ্টা করছি, তার খেয়াল রাখার।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

যাইহোক আজকে আমার বিড়াল নিয়ে কিছুটা লিখার চেষ্টা করলাম। আগামীকাল হয়তো কিছু ফটোগ্রাফী নিয়ে হাজির হবো। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 last month 

আপনাকে স্বাগতম জানাচ্ছি! অনেক সুন্দর কিউট বিড়ালের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ আপু, সবসময়ই ছায়ার মতো পাশে থাকার জন্য। আপনার দিনটি ভালো কাটুক।

 last month 

Hi, @emranhasan

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

 last month 

Very beautiful photography on this cat.

 last month 

Thank you so much my friend 💓

বিড়াল জারা দেখতে অনেক কিউট। অনেক দিন পরে এসে দেখছি চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। এধরনের বিড়াল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এদের সাথে দুষ্টুমি করতে ও আমার ভালো লাগে। আপনার পোস্ট দেখে ভালো লাগলো। বিশেষ করে বিড়ালটির চমৎকার নাম দেওয়া হয়েছে। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ লিমন।
একটা সময় এই কমিউনিটিতে নিয়মিত পোস্ট করতাম।
আবারো হয়তো পোস্ট করতে হবে। তোমাকে এই কমিউনিটিতে স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54384.85
ETH 2275.99
USDT 1.00
SBD 2.33