আমার তোলা আলোকচিত্র:) মাকড়সা 🕷️
শুভ রাত্রি #boc পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। ভালো থাকাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। নতুন দিন আর নতুন সূর্যোদয় হয়তো খুব কাছেই। যাইহোক আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করি, আর সুযোগ পেলেই মোবাইলের সর্বোচ্চ ব্যাবহার করে ভালো ছবি তোলার চেষ্টা করি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার ক্ষেত্রে পোকামাকড় আমার পছন্দের তালিকায় রয়েছে, যদিও সবধরনের ছবি তোলার চেষ্টা করি। বেশ কিছুদিন আগে আমি আমার বাগান পরিচর্যা করছিলাম। তখন হঠাৎ করেই এই চমৎকার দেখতে মাকড়সার দেখা পেলাম। আসলে এটি অত্যন্ত ছোট আকৃতির ছিল, তাই ছবিগুলো তুলতে বেশ বেগ পেতে হয়েছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
তবে এগুলো দেখতে ভীষণ কিউট, বিশেষ করে এদের শরীরে ডোরাকাটা দাগগুলো বেশ অন্যরকম সৌন্দর্য ছড়িয়েছে। আর এগুলো বেশ দুরুন্তপনা করতে পারে। আমি ছবি তোলার সময় বেশ ছুটোছুটি করছিলো সে। যাইহোক বেশ কিছু চমৎকার ছবি আপনাদের মাঝে উপহার দিতে পারলাম এটাই বড় বিষয়।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ভালোলাগা থেকেই ছবি তোলার চেষ্টা, আশাকরি আমার ছবিগুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
পরিশেষ
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
বাহ আপনি আজকে আমাদের মাঝে খুব চমৎকারভাবে মাকড়সার মাইক্রো ফটোগ্রাফি মোবাইলের ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই প্রতিনিয়ত সমর্থন করার জন্য।
দোয়া রইল।