1000 DAYS OF STEEM:_The Diary Game - 14/08/2020steemCreated with Sketch.

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।

IMG20200811162813.jpg

যদিও শুনতে একঘেয়েমি লাগে কিন্তু কিছুই করার নেই। প্রতিদিনের মত আজকেও আমি সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেস হয়ে নিলাম। এরপর প্রতিদিনের মতোই আবারো আমি রুমে গিয়ে অনলাইনে ঢুকলাম। কিন্তু আজকে অনলাইনে ঢুকে খুব বেশি সময় ছিলাম না। তার কারণ ফেসবুকে ঢুকেই আমি একটা পোস্ট দেখতে পেলাম। যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম এক বন্ধু পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং তারই একটা ভিডিও ফেসবুকে পোস্ট করেছে যাতে বাসা থেকে মেনে নেয়। ব্যাপারটা আমি আগে থেকে জানতাম না এখানে হঠাৎ করে দেখলাম তাই হতভম্ব হয়ে গেলাম।তারপর ওর সাথে অনেকক্ষণ যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কোন লাভ হল না কেননা ওর ফোন বন্ধ ছিল এবং অনলাইনেও ওকে দেখতে পেলাম না। অন্য বন্ধুদের মাধ্যমে ওদের খোঁজ খবর নিতে চাইলাম। কিন্তু কেউই ওদের সঠিক খোঁজ খবর দিতে পারল না। তবে একজনের কাছে জানতে পারলাম ওরা নাকি ঢাকায় চলে গেছে। হঠাৎই খাবার জন্য ডাক পরল। তারপর খাবার রুমে গিয়ে সবার সাথে সকালের নাস্তাটা সেরে ফেললাম।

IMG20200813160907.jpg

সকালের নাস্তা শেষ করে আবারো রুমে চলে আসলাম। রুমে এসে একটু কম্পিউটারের সামনে বসলাম। কম্পিউটার অন করে কয়েকটা গান দেখলাম। এর পর একটা নাটক প্লে করলাম । নাটক টা বেশ মজার ছিল। অনেক কমেডিতে ভরপুর ছিল সম্পূর্ণ নাটক। তাই নাটকটি দেখে বেশ মজা পেলাম।নাটক যতক্ষণ দেখছিলাম ততক্ষণ ভালই লাগলো কিন্তু নাটক শেষ হতেই আবারো বন্ধুর জন্য টেনশন হতে লাগল।

কিন্তু কি করবো এখানে তো আমার কিছু করার নেই। কেননা এই ব্যাপারটাতে আমি আগে থেকে কিছু জানতাম না আবার এখনো যে খুব একটা জানি তাও না। এখন শুধু একটা কাজও করতে পারি সেটা হল ওদের জন্য মন খুলে দুআ করা। যাতে ওরা যেখানে থাকে ভালো থাকতে পারে। আর খুব শীঘ্রই যেন ওদের ফ্যামিলি ব্যাপারটা মিটিয়ে নেয়।

ওদের কথা ভাবতে ভাবতে সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে এলো। তারপর ফোনটা চার্জে লাগিয়ে দিলাম। আর কম্পিউটার টাও বন্ধ করে দিলাম।এরপর আশেপাশে একটু হাঁটাহাঁটি করে এসে গোসল করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য খাবার রুমে চলে গেলাম।

IMG20200814141348.jpg

IMG20200814141203.jpg

তারপর দুপুরের খাবারটা সেরে নিলাম সবার সাথে। দুপুরের খাবারের মেনু ছিল:-

• ভাত
• রুই মাছ
• ডিম ভুনা
• আলু ভাজি

সবার সাথে বেশ মজা করে খাবারটা শেষ করে নিলাম। এরপর আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং কম্পিউটারে মিউজিক প্লে করে শুয়ে শুয়ে শুনতে লাগলাম। হালকা সাউন্ড দিয়ে মিউজিক শুনতে আমার বেশ ভালই লাগে।এভাবে মিউজিক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তারপর ঘুম থেকে উঠে দেখলাম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তখন বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে নিলাম।হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি ।

IMG20200804181711.jpg

বাইরের পরিবেশটা বেশ মনোরম ছিল আজকে।হালকা রোদ আকাশে হালকা মেঘ উড়ে যাচ্ছে বর্ষাকাল তাই চারপাশে পানি ও আছে। অনেক ভালই লাগছিল। একা একা অনেকক্ষণ হাসলাম বেশ ভালই লাগলো। হঠাৎই হাঁটতে হাঁটতে এক বন্ধুর সাথে দেখা হল। তারপর ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম মজা মাস্তি করলাম। এরপর ওর সাথে আমার ওই বন্ধুকে নিয়ে কথা বললাম যে ও ওদের ব্যাপারে কিছু জানি না কি। তার পর জানতে পারলাম ও ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এমনকি ওরে এক বোনের বাসায় ওদেরকে রেখেছে।

যাই হোক ওর সাথে অনেকক্ষণ এ ব্যাপারে কথা বললাম তার পর আড্ডা দিলাম। এভাবে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। তার পর ও তোর বাসায় চলে গেলো আর আমি আমার বাসায় চলে এলাম।

IMG20200814220818.jpg

বাসায় এসে কম্পিউটার টা অন করে একটা মুভি প্লে করে দেখতে লাগলাম। মুভির নাম শেষ থেকে শুরু আর অভিনয় করেছে জিৎ এবং কোয়েল মল্লিক। এছাড়াও আরো অনেকেই এই মুভিতে অভিনয় করেছে। মুভিটা মূলত বাংলাদেশের দুইটি পরিবারকে ঘিরে রচনা করা হয়েছে মোল্লা ও শেখ বংশ। তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব মারামারি লেগে থাকে। আর মুভির নায়িকা কোয়েল মল্লিকের বাসা ভারতে। মুভির কাহিনীটা অনেক সুন্দর ছিল। বেশ রোমান্টিক এবং একশন সম্পূর্ণ মুভি। মুভি দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে গেল। তাই মুভিটা শেষ করে চলে গেলাম খাবার রুমে এবং সবার সাথে রাতের খাবারটা শেষ করলাম।

রাতের খাবার শেষ করে আবারো আমি রুমে চলে এলাম এবং মোবাইলটা হাতে নিয়ে আবারও অনলাইন জগতে প্রবেশ করলাম। বেশ কিছুক্ষণ অনলাইনে ঘোরাঘুরি করলাম। এবং ইউটিউবে কিছু ফানি ভিডিও ক্লিপ তো দেখলাম। এগুলো দেখতে দেখতে এগারোটা বেজে গেল। তখন চোখে হালকা ঘুম ঘুম ভাব চলে এলো। তারপর কম্পিউটার টা অফ করে মোবাইলটা চার্জে লাগাইলাম।আর বিছানা ঠিক করে মশারিটা টানিয়ে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য।

Thank you @steemitblog and @steemitcurator1 for creating this excellent challenge.

Sort:  

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S

 4 years ago 

Nice

Great diary post, Keep posting every day.

Yeah bro I am trying to be regular. Thank you for your suggestion. 🙏🙏

 4 years ago 

ভালো লিখেছেন ভাই

ধন্যবাদ আপনাকে ভাই।

Do you remeber the name of that movie?
#onepercent

#bangladesh

greeting from @tarpan

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59214.59
ETH 2524.82
USDT 1.00
SBD 2.48