How to work Air-Conditioner

in Zero to Infinity2 months ago

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজ আমি এসি সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য জানাবো। আশাকরি সবার ভালো লাগবে।
source

এসি মূলত দুই রকম হয়:

একটি স্প্লিট(Split AC) এসি আরেকটি উইন্ডো (Window AC) এসি।
স্প্লিট এসির দুটি অংশ হয় একটি গ্রাহকের বাসায় থাকে আরেকটি অংশ থাকে ঘরের বাহিরে। উইন্ডো এসি মূলত পুরোটাই ঘরেই থাকে অথবা কোন জানালায়।

জানা যাক এসি কিভাবে কাজ করে:


একটি এসির মধ্যে একে অপরের সঙ্গে জুড়ে থাকা দুটি কয়েল থাকে যার মধ্যে দিয়ে ক্রমাগত রেফ্রিজারেন্ট ফ্লুইড প্রবাহিত হতে থাকে। ঘরের মধ্যে যে কয়েলটি লাগানো থাকে সেটিকে ইভাপরেটর বলা হয়,আর ঘরের বাহিরে যে কয়েলটি লাগানো থাকে সেটিকে বলা হয় কনডেন্সার।
source:Evaporator

একটি এয়ার কন্ডিশনার এর কাজ হলো ঘরের মধ্যে থাকা ইভাপরেটর কে ঠান্ডা রাখা, রুম টেম্পারেচার এর তুলনায় বেশি পরিমানে ঠান্ডা রাখা এবং কনডেন্সার কে গরম রাখা অর্থাৎ বাহিরের পরিবেশের টেম্পারেচার এর তুলনায় বেশি গরম রাখা,আর এর সাহায্যেই ঘরের ভেতরে থাকা ইভাপরেটর রুমের হিটকে গ্রহণ করে এবং বাহিরে থাকা কনডেন্সার পরিবেশের মধ্যে সেই হিট টাকে ছড়িয়ে দেয় আর এই কাজটি আরো বেশি কার্যকর করার জন্য এর মধ্যে একটি ফ্যান লাগানো থাকে।


এই কাজটি আরো সহজ করতে এসির মধ্যে আরো দুটি কম্পনেট এর প্রয়োজন হয়।

১)কম্প্রেসার (compressor)


source

২)এক্সপেনশন ভাল্ব (expansion valve)


source

কম্প্রেসার এর মধ্যে রেফ্রিজারেন্ট এর প্রেসারকে বাড়িয়ে এর তাপকেও বাড়িয়ে দেয়া হয়, তাই কম্প্রেসর এর আউটপুটে যে রেফ্রিজারেন্ট বের হয় সেটি পরিবেশ এর টেম্পারেচার এর তুলনায় বেশি গরম হয়ে থাকে। এর পর সেই গরম রেফ্রিজারেন্ট কনডেন্সার এর কয়েল এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তার তাপটি পরিবেশ এর মধ্যে বেরিয়ে যায়। এই কাজটি সহজ করতে কনডেন্সার এর মধ্যে ফ্যান থাকে। যখন তাপটি রেফ্রিজারেন্ট থেকে বেরিয়ে যায় তখন সেটি গ্যাস থেকে তরল এ পরিণত হয়।

air-conditioner (2).png
source
এরপর কনডেন্সার এর শেষ প্রান্তে একটি এক্সপেনশন ভাল্ব লাগানো থাকে। কনডেন্সার এর মধ্যে থেকে আসা লিকুইড রেফ্রিজারেন্ট কে পুনরায় গ্যাস এ পরিণত করে রুমের ভিতরের ইভাপরেটর এর মধ্যে পাঠানো হয়,এই পরিস্তিতিতে সেই রেফ্রিজারেন্ট এর টেম্পারেচার রুমের রুম টেম্পারেচার এর তুলনায় কম হয়। যার সাহায্যেই ঘরকে ঠান্ডা করা হয়। এসি মূলত এই ভাবেই কাজ করে।

এসি বিভিন্ন টন এর হয়ে থাকে।এখন জানা যাক এই টন জিনিসটা কি?

যদি বলা হয় এক টন এর এসি তাহলে বুঝতে হবে একটি ঘরে যদি এক টন বরফ রাখা হয় তখন ওই বরফ যত সময়ে ওই ঘরটিকে ঠান্ডা করতে পারবে ওই এসির ক্ষমতা ঠিক ততটা।
অর্থাৎ যত বেশি টনের এসি তত দ্রুত রুম ঠান্ডা হবে। কিন্তু ছোট রুমে যদি বেশি টন এর এসি লাগানো হয় তবে রুম দ্রুত ঠান্ডা হলেও বিদ্যুৎ বিল তুলনা মূলক বেশি আসবে।

how-to-buy-the-right-air-conditioner.png
source

তাই এসি নির্বাচন এর ক্ষেত্রে অবশ্যই রুমের সাইজ জানা জরুরি। 150 স্কয়ার ফিট এর রুম হলে এক টন বা তার কম হলেই হয়ে যাবে 400 হলে 2 টন লাগাতে হবে।

এখন জানা যাক কত স্টার এর এসি কেনা উচিত:

স্টার গুলো মূলত রুম শীতলকরন এর উপর কোনো প্রভাব ফেলে না। এই স্টার এর উপর নির্ভর করবে গ্রাহকের বিদ্যুৎ বিল কেমন আসবে। স্টার যত বেশি হবে বিদ্যুৎ বিল তত কম আসবে। স্টার যত কম হবে বিদ্যুৎ বিল তত বেশি আসবে।

অধিক সময় এসি ব্যাবহার এর ক্ষেত্রে বেশি স্টার এর এসি ব্যাবহার করলে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। কিন্তু এসির দাম তুলনা মূলক বেশি। কিন্তু যারা কম সময় চালাবে তাদের ক্ষেত্রে খুব বেশি ইফেক্ট পড়বে না। তাদের কম স্টার এর এসি ব্যাবহার উত্তম। কিন্তু বিদ্যুৎ বিল তুলনা মূলক বেশি আসবে।

এখন জানা যাক ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসির কাজ:
নন ইনভার্টার এসির মধ্যে যদি 25℃ সেট করে দেয়া হয় তাহলে সেটি রুমের তাপমাত্রা 24℃-25℃ এর আশেপাশে আসলেই কম্প্রেসার বন্ধ হয়ে যাবে,এর পর রুমের তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকলে অর্থাৎ 25℃ অতিক্রম করলেই কম্প্রেসার পুনরায় চালু হবে। নন ইনভার্টার এসি তে এই কম্প্রেসার বার বার চালু এবং বন্ধ হয় এই জন্য বিদ্যুৎ বিল বেশি পরিমান এ আসে ।

কিন্তু ইনভার্টার এসিতে মূলত এটি হয় না।
এসির তাপমাত্রা যদি 25℃ এ সেট করে তাহলে রুমের তাপমাত্রা 25℃ আশার পরও কমপ্রেসার বন্ধ না হয়ে কম্প্রেসার ধীরে ধীরে চলতে থাকে এবং সেই নিদৃষ্ট তাপমাত্রাকেই কার্যকর রাখে। এই কারনে বিদ্যুৎ এর খরচ ও কম হয়ে থাকে।

উপসংহার:

তাহলে একটি 5★ ইনভার্টার এসি সব থেকে কম বিদ্যুৎ খরচ করে। আর একটি 1★ নন-ইনভার্টার এসি সব থেকে বেশি বিদ্যুৎ খরচ করে।

এতক্ষণ কষ্ট করে আমার লিখাটি পরার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png

FIND ME ON

Steemit: https://steemit.com/@sabbir22

E-Mail: [email protected]

Sort:  

image.png

Nice to read your post .

Keep posting and stay with our commmunity .

Thank you

Thank you so much...!!

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.