This post was hidden due to low ratings.

Sort:  

Review ta valo chilo

 3 years ago 

Post ar link share koren nae kano

Kothay korbo bro?

 3 years ago 

Hello @yeassen,

Your post is directly translated from this source. Try to make unique quality content.

The simple and distant young man of the village smiles. The life philosophy of Hasur, who grew up in the heart of the evergreen green nature of the village, is as simple as nature. And there are two people whose lives are important. One is his love man ‘Kajal’ and the other is his childhood friend ‘Anis’. Once Hasu and Kajal's love is fulfilled. And the sweet family of two begins. But is life as easy as looking at life with a smile? How long will this simple romantic life style of smiling in the world like lack of endless violence and greed last? If you want to know, you have to show this extraordinary romance, mystery and surprise movie Kathbirali.

গ্রামের সহজ-সরল ও দূরন্ত যুবক হাসু। গ্রামের চিরচেনা সবুজ প্রকৃতির বুকে বেড়ে ওঠা হাসুর জীবন দর্শন অনেক টা প্রকৃতির মতোই সরল অকৃত্রিম। এবং হাসুর জীবন গুরুত্বপূর্ণ মানুষ বলতে রয়েছে দুজন। একজন তার ভালোবাসার মানুষ ‘কাজল’ ও আরেক জন তার ছোট্ট বেলার বন্ধু ‘আনিস’। একসময় হাসু ও কাজলের প্রেম পূর্ণতা পায়। এবং শুরু হয় দু’জনের মধুর সংসার। কিন্তু জীবনটাকে হাসু যতটা সহজ ভাবে দেখে জীবনটা কি ততটাই সহজ? অভাব অনাটন হিংসা ও লোভ-লালসা মত জীবন সংসারে হাসুর এই সহজ-সরল রোমান্টিক জীবন ধারা আর কতক্ষণ ই বা টিকে থাকবে? জানতে হলে আপনাকে দেখাতে হবে এই অসাধারণ রোমান্স, রহস্য আর চমকে ভরা ‘কাঠবিড়ালী’ সিনেমাটি।

Looking at the beginning, it would seem that the screenwriter has tied only one love story. But gradually it will take a turn to break faith. Then revenge will end with a tragic consequence of foreign love. In a word, Niyamul Mukta, the director and screenwriter of the movie, has finished a simple love story wrapped in mystery.

শুরুটা দেখে মনে হবে চিত্রনাট্যকার শুধুই এক নিছক প্রেমের গল্প বেঁধেছেন। তবে ধীরে ধীরে তা মোড় নেবে বিশ্বাস ভাঙা। এরপর প্রতিশোধ আর শেষ হবে পরকীয়া প্রেমের এক করুণ পরিণতির মাধ্যমে। এক কথায় সাদামাটা এক প্রেমের গল্প রহস্যে মোড়ানো থ্রিলারে শেষ করেছেন সিনেমাটির পরিচালক ও চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা।

Niyamul Hasan Mukta directed the movie and 'Kathbirali' is the first movie directed by Niyamul. And in the first movie, he has left a great impression of talent in his direction. His work in cinema was really admirable. Niyamul originally wanted to highlight the natural beauty of the six seasons of Bangladesh. And in this case, he has been quite successful. He has also previously worked as an assistant to our country's popular producer, Redwan Rony.

সিনেমা টির পরিচালনায় ছিলেন নিয়ামুল হাসান মুক্তা এবং ‘কাঠবিড়ালী’ ই হচ্ছে নিয়ামুল এর পরিচালনায় প্রথম সিনেমা। এবং প্রথম সিনেমা তেই তিনি তার পরিচালনায় মেধার দারুণ ছাপ রেখে গেছেন। সিনেমায় তার কাজ ছিলো সত্যি ই প্রসংশনীয়। নিয়ামুল মূলত বাংলাদেশের ছয়টি ঋতুর প্রকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এবং এক্ষেত্রে তিনি বেশ সফলই হয়েছেন বটে। এছাড়া তিনি এর আগে আমাদের দেশের জনপ্রিয় নির্মাতা ‘রেদওয়ান রনি’র সহকারী হিসেবে কাজ করেছেন।

The story and screenplay of the movie Kathbirali is the biggest positive aspect of it. And it is very difficult to give reviews of thriller movies. Because the important plot twist of the movie will become a spoiler only if there is a little talk in the review. The fun of watching his whole movie will be ruined. So even if I want to, I can't say many positive aspects of the movie in a good way.

‘কাঠবিড়ালী’ সিনেমার গল্প ও চিত্রনাট্যই হচ্ছে এর সবচেয়ে বড় ইতিবাচক দিক। আর থ্রিলার ঘরানার সিনেমার রিভিউ দেওয়া টা বেশ মুসকিল। কেননা রিভিউ তে একটু কথার এদিক ওদিক হলেই সিনেমার গুরুত্বপূর্ণ প্লট টুইস্ট স্পয়লার হয়ে যাবে। তার গোটা সিনেমা দেখার মজাটা নষ্ট হয়ে যাবে। তাই চাইলেও সিনেমা অনেক ইতিবাচক দিক গুলোই ভালো ভাবে বলতে পারছি না।

Special Mention:
@nahidhasan23
@sohanurrahman

Please take proper steps.

 3 years ago 
 3 years ago (edited)

এখানে শুধু endingplagiarism কে মেনশন দিলেই হবে। উনি সব দেখেন। ০১ কে মেনশন দেওয়ার দরকার নেই।

Loading...
 3 years ago Reveal Comment

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63079.17
ETH 3466.92
USDT 1.00
SBD 2.51