Day: 136 | Top post topic - Food 🍔 | Food & Restaurant Review by @shemul21

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভাল আছেন। আমিও ভালো আছি । Steem Bangladesh এর নিত্যনতুন কনটেস্ট এর ধারাবাহিকতায় আজকের বিষয় হল #FOOD. আমার আজকের রিভিউ এর বিষয় হচ্ছে সুস্বাদু চাইনিজ চিকেন ফ্রাইড রাইছ উইথ অনথন ও সালাদ। খাবারের রেটিং ৯/১০ দেওয়া যায়।

AirBrush_20180810211104.jpg


রেস্টুরেন্ট এ গিয়েছিলাম আমার বড় বোনের সাথে। এটি ধানমন্ডি ১৯ নাম্বারের বিখ্যাত The Hangout Restaurant & Buffet। এটি অত্র এলাকার ওয়ান অফ দা বেস্ট রেস্টুরেন্ট। প্রথমেই রেস্টুরেন্ট এর ইন্টেরিয়র এর কথা না বললেই নয়। ইন্টেরিয়র ছিল দারুন & ওয়েল ফারনিশড।

12279077_608730599265886_5325722882804570775_n.jpg

AirBrush_20180810210611.jpg

IMG_20180810_185043.jpg

12274576_608738642598415_7227575806522444579_n.jpg


খাবার এতো সুস্বাদু ছিলো যে খাবারের সময় ছবি তোলার কথা মনেই ছিলো না। খাবার আসার সাথে সাথে একটা ছবি তুলেই খাওয়া শুরু। প্ল্যাটারে ছিল চিকেন ফ্রাইড রাইছ, অন্থন, চিকেন ফ্রাই ও দুই ধরনের সালাদ। প্রতিটা আইটেম ই ছিলো দারুন।

IMG_20180810_185831.jpg


ফাস্টফুড খাওয়ার পরে চা ছাড়া চলে? চায়ের স্বাদ টাউ ছিলো অসাধারণ। রেটিং ৮.৫/১০ দেওয়া যায়।

IMG_20180810_192323.jpg

Steem Bangladesh shemul21 food review.gif

📱ডিভাইসঃ সিম্ফনি আই টেন।

তো এই ছিল আমার আজকের রিভিউ । খুব সংক্ষেপে মূল বিষয় টা উপস্থাপন করার প্রচেষ্টা করলাম । ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ,ধন্যবাদ।

Special thanks to @steem-bangladesh, @tarpan, @toufiq777, @sohanurrahman, @nahidhasan23, @sumon74

Sort:  

Good work

ধন্যবাদ

nice review bro. i appreciate your job

ধন্যবাদ

 3 years ago 

ভালো রিভিউ দিয়েছেন ভাই।

আর রেস্টুরেন্ট রিভিউ এর ক্ষেত্রে সবসময় মেনু লিস্টটা দেয়ার চেস্টা করবেন। ধন্যবাদ

ধন্যবাদ ভাই। নেক্সট টাইম অবশ্যই মেনু লিস্ট সহ পোস্ট করব।

 3 years ago 

Top post এ অংশগ্রহণের জন্য rules গুলো ফলো করবেন।

 3 years ago (edited)

জি ভাই, আমি রুলস পড়ার পরেই পোস্ট করি। কিন্তু আমার SP অনেক কম। তাই Delegationকরতে পারতেসি না। SP বারলেই Delegation করব।

আরো একটা সমস্যায় পরেছি ভাই।Newcomers' Community তে আমার Achievement 2 পোস্ট টা এখনো Verify হচ্ছে না। আমার achievement 3 পোস্ট ও রেডি। কিন্তু পোস্ট করতে পারছি না।

যদি একটু হেল্প করতেন খুব উপকৃত হতাম। ধন্যবাদ ভাই @toufiq777

 3 years ago (edited)

10% beneficiaries koren nae apni

10% beneficiaries...!!!

ভাই এটা সম্পর্কে তো জানি না। নিয়ম টা দেখিয়ে দিলে করতে পারতাম।
কাইন্ডলি, beneficiaries দেয়ার নিয়ম টা জানার ব্যাবস্থা করে দেন @toufiq777

10% beneficiaries সম্পর্কে এখন জেনেছি। নেক্সট পোস্ট থেকে 10% beneficiaries দিয়ে নিব।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64332.82
ETH 3146.25
USDT 1.00
SBD 4.17