Steem Bangladesh Contest : Travel "Ahsan Manzil"

in Steem Bangladesh2 years ago


আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। @steem-bangladesh কমিউনিটি এর ট্রাভেলিং কনটেস্ট এ আমি অংশ গ্রহণ করতে যাচ্ছি।



স্থানঃ আহসান মঞ্জিল, ঢাকা।

IMG_20220311_163021~2.jpg

আহসান মঞ্জিল

•. Location - PC54+5HR Dhaka

আহসান মঞ্জিল পুরাতন ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকায় অবস্থিত। অনেকে এটাও বলে থাকে আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারীর সদর কাচারি। বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে দেশি এবং বিদেশি সকল পর্যটন এর ভিড় সবসময়ই লেগেই থাকে। আহসান মঞ্জিল এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গনি। নওয়াব আবদুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ-র নামানুসারে এর নামকরণ করেন। ১৮৫৯ খ্রিষ্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়।



আমি যখন ঢাকায় মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন আমার বন্ধু আমাকে ফোন দিল দিনটি ছিলো বৃহস্পতিবার রাতে। বন্ধু আমাকে ফোন দিয়ে তার বাসায় যেতে বলল, বলল আমাকে নিয়ে সে ঘোরাঘুরি করবে। অবশ্য ঢাকায় কাজ না থাকায় এতো দিন যাওয়া হয় নি। তাই আমি বললাম শনিবার সকালে আমরা বাসায় চলে আসবো আর শুধুমাত্র কালকের দিন টা ঢাকায় আছি ঠিক আছে তোর বাসায় যাবো। বন্ধুর সাথে কথা বলে আম্মুকে রাজি করিয়ে নিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করে ফ্রেস হয়ে নিলাম। তারপর সকালের নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সদরঘাট এর উদ্দেশ্যে। আমি শাহজানপুর রেলওয়ে কলোনিতে থাকি। তারপর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে ৬ নং বাস ধরে আমি গুলিস্তান এ পৌঁছে যায়। তারপর সেখান থেকে আমি গোলাপ শাহ এর মাজারের সামনে গিয়ে সদরঘাট এর বাসে বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু বিকালে ঘোরার উদ্দেশ্য সেই জন্য আমি বাসা থেকে একটু দেরি করে বের হয়েছিলাম। অবশেষে সদরঘাট এ পৌঁছে গেলাম তারপর বাস থেকে নেমে বন্ধুকে ফোন দিলাম বন্ধু আসলো দুইজনে তার বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছে দেখি সময় ১১ টা ৪৫ মিনিট। তারপর বন্ধু ও বন্ধুর রুম মেটের সাথে বসে সেই মজার আড্ডা দিতে লাগলাম। সেই সাথে বন্ধুর মামা ও এসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে জুম্মার আযান দিলো আমরা ওজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদে গিয়ে নামাজ শেষ করে আমরা চলে গেলাম স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে গিয়ে আমরা দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারে আমরা কাচ্চি বিরিয়ানির অর্ডার দিলাম তিন প্লেট। কিছু সময় পরে আমাদের খাবার দিয়ে গেলো। অবশ্য খাবারগুলো অনেক টেস্টি ছিলো।

IMG_20220311_140531~2.jpg

IMG_20220311_140627~2.jpg

IMG_20220311_140452~2.jpg


দুপুরের খাবার খাওয়ার সময় স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে, ঢাকা ।

•. Location - PC66+QP Dhaka

দুপুরের খাবার খাওয়া শেষ করে আমরা বন্ধুর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সর্বপ্রথম অনলাইন এ টিকিট কাটতে হবে বাট নেট প্রচুর পরিমাণে স্লো। আহসান মঞ্জিল এর ভিতরে টিকিট কাটতে হলে আমাদের অনলাইন এ টিকিট কাটতে হবে তা ছাড়া আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। অনেক কষ্ট করে টিকিট কাটতে পারলাম। তারপর বিকাল ৪ টার পরে আমরা রেডি হয়ে আহসান মঞ্জিল এর উদ্দেশ্যে রওনা দিলাম।



সর্বপ্রথম আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম।

IMG_20220311_161917~2.jpg

আহসান মঞ্জিল এর ল্যাগেজ কাউন্টার

•. Location - PC54+8MG Dhaka



এখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হয় এবং আহসান মঞ্জিল এর সাইট ভিউ অনেক সুন্দর। দেখতে অদ্ভুত সুন্দর লাগছে।

IMG_20220311_162017~2.jpg

আহসান মঞ্জিল এর এক সাইটের অংশ

•. Location - PC54+8HH Dhaka



এবার আমরা মেইন ভবনের সামনে গেলাম আপনারা বিশ্বাস করতে পারবেন না এতো সুন্দর জায়গায় আর এতো পর্যটন খুবই কম দেখা যায়।

IMG_20220311_162259~2.jpg

আহসান মঞ্জিল এর মূল ফটোক

•. Location - PC54+79J Dhaka

এটি হচ্ছে আহসান মঞ্জিল এর প্রবেশ দ্বার। এই প্রবেশ দ্বার দিয়ে রাজা এবং রাজ পরিবারের সবাই এই পথ দিয়ে ভিতরে প্রবেশ করত।



পাশে তাকিয়ে দেখলাম একটু দূরে ফুলের বাগান করা সব ধরনের ফুল গাছ লাগানো। তবে মজার বিষয় হলো সব গাছে ফুল ফুটে আছে। বিভিন্ন ফুল গাছে বিভিন্ন ফুল ফুটে আছে।

IMG_20220311_163031~2.jpg

IMG_20220311_163049~2.jpg

IMG_20220311_163103~2.jpg

IMG_20220311_164051~2.jpg

বিভিন্ন ফুল

•. Location - PC54+5G3 Dhaka



এবার আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম এবং সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম।

IMG_20220311_164936~2.jpg

আহসান মঞ্জিল এর ভবনের পেনটিং

•. Location - PC43+VQJ Dhaka



পাশের একটি দেওয়ালে দেখলাম রাজ পরিবার ও আহসান মঞ্জিল এর ভবনের চিত্র।

IMG_20220311_165012~2.jpg

রাজ পরিবারের ছবি

•. Location - PC43+VQJ Dhaka



রাজ পরিবারে ব্যবহৃত জিনিস পত্র। এই সব কিছু রাজা ও তার পরিবার তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতেন।

IMG_20220311_165031~2.jpg

IMG_20220311_165105~2.jpg


রাজ পরিবারে ব্যবহৃত জিনিস পত্র

•. Location - PC43+VQJ Dhaka



IMG_20220311_165725~2.jpg

নওয়াব সলিমুল্লাহ

•. Location - PC54+JP3 Dhaka



এই ছবিটি হলো চিকিৎসা ক্ষেএে ব্যবহৃত যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি দিয়ে সাধারণ চিকিৎসার কাজ করা হতো।

IMG_20220311_165346~2.jpg

চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি

•. Location - PC54+CCX Dhaka



IMG_20220311_170035~2.jpg

নওয়াবের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রপাতি

•. Location - PC54+FC2 Dhaka



IMG_20220311_170133~2.jpg

নওয়াব এর স্ত্রীর ব্যবহৃত জিনিসপত্র

•. Location - PC54+H83 Dhaka

উপরের জিনিস পত্র গুলো নওয়াব এর স্ত্রী ব্যবহার করত। এর মধ্যে সাখা, সিঁদুর, হাতপাখা এবং আরো কিছু জিনিস পত্র আছে সবকিছু নওয়াব এর স্ত্রী ব্যবহার করত।



IMG_20220311_165617~2.jpg

নওয়াবদের খেলার স্থান

•. Location - 7MMGPC54+F9 Dhaka



আমাদের সব কিছু ঘোরাঘুরি করা শেষ এবার আমরা কিছু ছবি তুললাম বন্ধুর সাথে এবং মামার সাথে।

IMG_20220311_172004~2.jpg

IMG_20220311_170553~2.jpg

IMG_20220311_171236~2.jpg

বন্ধু ও মামার সাথে সেলফি

•. Location - Ahsan Manzil, Dhaka.



ছবি তোলা শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আমরা অনেক ঘোরাঘুরি করে ভালোই মজা করলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা হালকা খাবার খেয়ে নিলাম। তারপর আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সামনে থেকে বাসে উঠিয়ে বিদায় জানিয়ে দিলো। তারপর বন্ধু বাসায় চলে গেলো আর আমি কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম।

বন্ধুরা এই ছিলো আমার আহসান মঞ্জিল ভ্রমণ। অবশ্য অনেক সুন্দর জায়গা ও দেখার মতো অনেক কিছু আছে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না।



আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @hidayat96 এবং @anusha96 কে আমন্ত্রণ যানাচ্ছি।

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Great job, this publication was supported by Steem-Travelers!



footer 5.gif

community.png discord.png facebook.png twitter.png 50SP.png 100SP.png 250SP.png 500SP.png 1000SP.png

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70557.88
ETH 3560.83
USDT 1.00
SBD 4.75