Steem Bangladesh Contest - Movie review :- মুন্না ভাই এম.বি.বি.এস(Munna bhai M.B.B.S) || 16/06/2021 ||

in Steem Bangladesh3 years ago

  • হেলোওও, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সবাই সুস্থ আছেন।আমিও আছি আল্লাহর রহমতে।

  • আজ স্টিম-বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের টপিক হলো,"MOVIE REVIEW"


  • আমি এ কনটেস্টে অংশগ্রহণ করছি।আমার আজকের রিভিউ করা মুভির সম্পূর্ণ বর্ণনা আমি নিচে দিয়ে দিচ্ছি,সবাই দেখবেন।


মুভির গুরুত্বপূর্ণ তথ্যাদি


source


  • মুভির,নামঃ মুন্না ভাই এম.বি.বি.এস(Munna bhai M.B.B.S)

  • প্রডিউসারঃ ভিনদু বিনোদ চোপড়া
  • ডিরেক্টর ও স্টোরিঃরাজকুমার হিরানি
  • স্ক্রিনপ্লেঃ ভিনদু বিনোদ চোপড়া
    আব্বাস টাইরিওয়ালা
    রাজকুমার হিরানি
  • ডায়লগঃআব্বাস টাইরিওয়ালা
  • শিল্পীঃ সঞ্জয় দত্ত
    আরশাদ ওয়ারসি
    গ্রেসি সিং
    বোমন ইরানী
    সুনীল দত্ত
  • গানঃ অনু মালিক
  • এডিটরঃ রাজকুমার হিরানি
    প্রদীপ সরকার
  • সিনেমাটোগ্রাফিঃবিনোদ প্রধান
  • বিতরণঃ এন্টারটেইনমেন্ট ওয়ান
    বিনোদ চোপড়া প্রোডাকশন
  • ধরণঃ হাস্যরসাত্মক
  • সময়ঃ ১৫০ মি.
  • রিলিজঃ ১৯/১২/২০০৩
  • দেশ ও ভাষাঃ ইন্ডিয়া ও হিন্দি
  • বাজেটঃ ১০০ মিলিয়ন
  • বক্স অফিসঃ ৯৩৪ মিলিয়ন
  • পুরষ্কারঃ ৫১ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, চিত্রনাট্যের জন্য সমালোচক পুরষ্কার,ফিল্ম ফেয়ার পুরষ্কার( সেরা- স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র, চলচ্চিত্র,চিত্রনাট্য, পরিচালক, অভিনেতা,সংলাপ, ফিল্ম,সম্পাদনার জন্য), আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরষ্কার( সেরা- সম্পাদনা,পরিচালক,গল্প,অভিনেতা,সহায়ক অভিনেতা,সংগীত পরিচালক,মহিলা প্লে ব্যাক গায়ক,লিরিক্স এর জন্য),প্রযোজকের গিল্ড চলচ্চিত্র পুরষ্কার( সেরা - অভিষেক পরিচালক, সম্পাদনা, পরিচালক,ফিল্ম,অভিনেতা,সহায়ক অভিনেতা,চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এর জন্য), জি সিনেমা পুরষ্কার,বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস এসোসিয়েশন এওয়ার্ডস,বলিউড মুভি এওয়ার্ডস, বি আই জি বিনোদন পুরষ্কার।

মুন্না ভাই এম.বি.বি.এস মুভির প্লট


source


  • এই মুভিতে প্রথমে দেখায় মুন্না ভাই নামে একজন গুন্ডাকে যার বাবার ইচ্ছা ছিলো তাকে ডাক্তার বানাবে তাই সে তার বাবার নামানুসারে একটি মেডিকেল বানায় যার নাম দেয় শ্রী হরি প্রসাদ শর্মা চ্যারিটেবল হাসপাতাল। যখন তার বাবা-মা মুম্বাইতে আসে তখন সে ডাক্তার বেসে জীবন-যাপন করার ভান করে।

  • এরপর একদিন তার বাবার সাথে পুরোনো পরিচিত ডা: জে.সি আস্তানা সাথে দেখা হয়।তখন হরি প্রসাদ তার ছেলে মুন্না ভাইয়ের সাথে ডা: আস্তানার মেয়ে ডা:সুমনা আস্তানার বিয়ের প্রস্তাব দেয় তখন ডা: জে. সি আস্তানার মাধ্যমে মুন্না ভাইয়ের সব কিছু ফাঁস হয়ে যায় আর তার বাবা-মা অনেক কষ্ট পেয়ে চলে যায় গ্রামে।

  • অনেক দুঃখে মুন্না ভাই সিদ্ধান্ত নেয় সে ডাক্তার হবে। সে এম.বি.বি.এস ডিগ্রির জন্য মেডিকেল কলেজে পড়া শুরু করে দেয়।তার বন্ধু সার্কিট ও অন্যদের সহায়তায় সে ডাঃরুস্তম পাভরি(ইম্পেরিয়াল ইন্সটিটিউট অফ মেডিকেল স্টাডিজে অনুষদের সহস্য) কে ব্যবহার করে মেডিকেলে ভর্তি হয়।

  • এরপর থেকে সে ডাঃরুস্তম কে ভয় দেখিয়ে, ধমকিয়ে তাকে রুমে আটকে রেখে পরিক্ষার সময় হেডফোনের মাধ্যমে নকল করে পরীক্ষায় টপ করতে থাকে।যা দেখে ডা:আস্তানার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম।

  • ডা:জে.সি আস্তানায় একটু মুদ্রাদোষ ছিলো।তার যখন অনেক রাগ উঠতো সে অনেক জোরে জোরে হাসা শুরু করতো।

  • এভাবেই মুন্নার দিন যায়।সে একদিন এক রোগীকে " যাদু কি ঝাপ্পি" দেয় সুস্থ হয়ে যাওয়ার জন্য।এটি তার মায়ের শিখানো।এর মানে হলো- জড়িয়ে ধরে পরম মমতার সাথে চুমু খেলে কষ্ট চলে যায়।সে সবাইকে বুঝায় যে মানুষিক রোগীদের চিকিৎসা করার চেয়ে তাদের বেশি দরকার আনন্দে রাখা।যা সে পদে পদে প্রমান করতে থাকে।

  • এইদিকে মুন্না ভাই দিন দিন ডা:সুমনার প্রেমে পড়তে থাকে।সে জানতোনা যে মেয়েটির নাম ডা:সুমনা, সে সুমনাকে চিনকি বলেই চিনতো। কিন্তু সে জানতোনা যে ডা:সুমনা ও চিনকি একই মেয়ে ও সে ডা:আস্তানার মেয়ে।

  • এরপর একদিন জানতে পারে চিনকি ই ডা:সুমনা। এরপর অনেক কিছুর পর ডা.আস্তানা রিটায়ার্ড করে এরপর ডা:রুস্তম পারভীর পরিচালনায় মুন্না ভাইয়ের চিকিৎসা পদ্ধতি অনুকরণ করতে থাকে অর্থাৎ রোগীকে আনন্দে রাখা। এরপর মুন্না ও সুমনা নিজ গ্রামে একটি হাসপাতাল খুলে ওখানে মুন্নার ধারণাগুলো প্রতিদিন প্রয়োগ করতে থাকে। এরপর সার্কিট ও বিয়ে করএ সার্কিটের বাচ্চার নাম রাখা হয় শর্ট সার্কিট।

  • এরপর মুভিটি সমাপ্ত হয়। মুভির শেষে আনন্দ,সুন্দর মানসিক স্বাস্থ্য ইত্যাদি পরিলক্ষিত হয়।


মুন্না ভাই এম.বি.বি.এস মুভির শিল্পীর পরিচয়


source


চরিত্র - আসল পরিচয়

  • ||মুন্না ভাই - সঞ্জয় দত্ত
  • ||চিনকি/ডা:সুমনা - গ্রেসি সিং
  • ||ডা.সুমনার বাবা - বোমন ইরানী
  • ||মুন্নার বাবা - সুনীল দত্ত
  • ||মুন্নার মা - পার্বতী শর্মা
  • ||সার্কিট - আরশাদ ওয়ারসি
  • ||ডা.রুস্তম - কুরুশ দেবু
  • ||নারকেল বিক্রেতা - রোহিতাশ গৌড
  • ||সুইপার - সুরেন্দ্র রাজন

মুন্না ভাই এম.বি.বি.এস মুভির গান


source


গানের শিরোনামঃ

  • এম বোলে তো
  • চান চান
  • সুভা তো গেই মামু
  • আপন যায়েস তপুরী
  • দেখলে আখেঁয়া মেং আখিঁ ডাল
  • দেখলে আখেঁয়া মেং আখিঁ ডাল(রিমিক্স)

মুন্না ভাই এম.বি.বি.এস মুভি নিয়ে নিজস্ব পর্যালোচনা


source


  • প্রথমেই বলবো এই মুভির অভিনয় ছিলো অসাধারণ।এই মুভিতে অভিনয় করেছেন অনেক গুলো বড় মাপের শিল্পী।যেমনঃমুন্না ভাই চরিত্রে সঞ্জয় দত্ত,সার্কিটের চরিত্রে আরশাদ ওয়ারসি,ডাঃআস্তানার চরিত্রে বোমন হিরানী।এরা হল বলিউড জগৎ এর উচ্চস্তরের অভিনেতা।তারা আজ পর্যন্ত সে কাজই করেছে সে কাজের ৯৯% ই জনপ্রিয় হয়েছে।তাই তাদের অভিনয় নিয়ে আমার সমালোচনা করার মতো কিছুই নেই।

  • এই মুভিতে খুব সুন্দর একটি ব্যাপার তারা তুলে ধরেছে।তা হলো- একজন মানুষিক বা যেকোনো রোগীকে শুধু চিকিৎসা দিলেই হয়না তাকে মানুষিক ভাবে প্রশান্তি দিতে হয় তাহলেই একজন রোগী দ্রুত সুস্থ হয়ে উঠে।

  • আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে।যা হলো-

  • "" অমুক ডাক্তারের সাথে রোগী কথা বললেই অর্ধেক সুস্থ হয়ে যায়। ""

  • তার কারণ???

  • কারণ- একজন ডাক্তার রোগীর সাথে এমনভাবে আচরণ করে যার ফলে রোগী মন ভালো হয়ে যায়।আর মন ও দেহ একে অপরের পরিপূরক। তার মন ভালো থাকলে দেহের অসুখ সারতে সময় কম লাগে।

  • এরপর বলবো,এই মুভিটি এমন একটি মুভি যেই মুভিটি পরিবারের সাথে বসে দেখা যায়-যা আজকাল খুজেঁ পাওয়া মুশকিল।

  • এরপরে বলবো এই মুভিটি ভালো শিক্ষার পাশাপাশি প্রচন্ড মজার একটি মুভি।কারো মন খারাপ থাকলে এই মুভিটি দেখলেই তার মন ভালো হয়ে যাবে।
    পরিচালক খুব দক্ষতার সাথে একটি দৃশ্যেই হাসি,কান্না,সুশিক্ষা সব তুলে ধরেছেন যাতে প্রাণ দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।

  • আজ পর্যন্ত হয়তো ১০ বারের ও বেশি দেখেছি এই মুভিটি।আমার খুবই পছন্দের একটি মুভি।

  • আমি অনেক বর্ণনাই দেইনি।কেও না দেখে থাকলে সত্যিই একটি মাস্টারপিস মিস করেছেন তাই দেখে ফেলুন তাড়াতাড়ি।


রেটিং


  • ImDB রেটিংঃ ৮.১/১০
  • পার্সোনাল রেটিংঃ ১০/১০
  • গুগল রেটিংঃ ৪.৮/৫
Sort:  

মজার একটি মুভি ❤️

হ্যা।অনেক আমার তো অসম্ভব প্রিয়।

 3 years ago 

এই মুভিটা অনেক বার দেখেছি। সুন্দর একটা মুভি

হ্যা।অনেক সুন্দর।

 3 years ago 

Eita emon ekta movie jeita bar bar dekha jay tao birokto lagena.

Ji vaiya

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.035
BTC 64866.85
ETH 3369.73
USDT 1.00
SBD 4.45