বই রিভিউ 📚 সাঁতারু ও জলকন্যা 📚 ০৬ জুলাই ২০২১

in Steem Bangladesh3 years ago

আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সর্বপ্রথম স্টীম বাংলাদেশ কে ধন্যবাদ জানাই বই রিভিউ এর কনটেস্ট আয়োজন করার জন্য। আজকে আমি যে বইটি রিভিউ করব তার নাম "সাঁতারু ও জলকন্যা"। চলুন শুরু করা যাক-


সাঁতারু ও জলকন্যা.jpg
Source


বইয়ের নামসাঁতারু ও জলকন্যা
লেখকশীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রথম সংস্করণ২০১৫
পাবলিকেশনআনন্দ পাবলিসার্স
মূল্য২৫০ টাকা

বইটির সারমর্ম


সাঁতারু ও জলকন্যা বইটি মূলত প্রেম কাহিনি বিষয়ক উপন্যাস। এখানে কেন্দ্রীয় চরিত্র অলক একজন সাঁতারু। জলের ঐশ্বর্য আবিস্কারের পর থেকে অলোকের ডাঙ্গায় বসবাস আর ভালো লাগত না। জলের কোমল লাবণ্য তাকে যেন ঘিরে ধরেছিল। জল ই তাকে বিভিন্ন মেডেলও পেতে সাহায্য করেছিল। কিন্তু বাবা মায়ের তাকে নিয়ে চিন্তার শেষ নেই।

Screenshot_1.png

Screenshot

একবার সোমা নামের একটি মেয়ে তার প্রেমে পড়েছিল। সোমা অলকের হাতের লেখার মত করে নিজেই চিঠি লিখে অলোককে বদনাম দিয়েছিল। কিন্তু পরে সত্য কাহিনি সবাই জেনে যায়।

অলকের জীবন এভাবে শুরু হলেও শেষ হয়েছিল একেবারে অন্যভাবে। বি.এ পাস পাস করে ভালো চাকরিতে ঢুকে যায় সে। ভারতবর্ষের বিখ্যাত সাঁতারু হয়েছিল সে। কত কাপ আর মেডেল যে পেয়েছিল তার হিসেব নেই। অনেক মেয়েই চায় তাকে জীবন সঙ্গী করে নিতে।

অলোকের চাওয়াগুলো কেমন জানি অন্যরেকম। সে যে মেয়েকে জীবনসঙ্গী বানাবে তার শরীর হবে জলের মত গভীর। তারপর সে একদিন তার জলকন্যার দেখা যায়। তার জলকন্যার নাম ছিল বনানী।

পাঠকদের যেসব কারণে বইটি পড়া প্রয়োজন


বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে। যাদের প্রেমের উপন্যাস পড়তে ভালো লাগে। তারা বইটি পড়লে নিরাশ হবেন না একদমই না। এছাড়াও বইটির কিছু কথা আমার মন ছুয়ে গেছে। আজ থেকে ৪ বছর আগে পড়েও সে লাইনগুলো আমার চোখে এখনো ভাসে। নিচা তা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

"শুধু বেচে থাকতে পারলে, কোনোরকমে কেবলমাত্র বেচে থাকতে পারলেও জীবনে কত কি যে করা যায়"

এইলাইটির অনেক তাৎপর্য রয়েছে। জীবনে যত যা কিছুই ঘটুক না কেন আমাদের বেচে থাকা শিখতে হবে। বেচে থাকতে পারলেই জীবনে অনেক কিছু করা সম্ভব।

"অসুখ হওয়াটা বড় কথা নয়, তার চেয়ে ঢেড় বেশি বড় হল অসুখ-অসুখ ভাবটা"

আমরা অনেক সময় একটু অসুখ হলেই কাবু হয়ে যাই। কিন্তু আসলে আমাদের মনের মধ্যেই সব সমস্যা। নিজে যদি মনে করি আমার কিছু হয় নি তাহলে কিছুই হয় নি।

এবার আমার পছন্দের কয়েকটি লাইন শেয়ার করছি। যা আমর অনেক ভালো লেগেছে,

"কেন এই শরীর ধারণ তা অনেক ভেবে দেখেছ অলক। ব্যথিময়, ব্যাথাময়, নশ্বর এই শরীর নিয়ে মানুষের কত না ভাবনা। কিন্তু এই শরীরখানা দেওয়া হয়েছে এটাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্যই, বসিয়ে রাখা বা আরাম করার জন্য তো নয়।"

আরো অনেক কিছু আছে। যা বললে হয়ত বইটি পড়তে অনীহা চলে আসতে পারে।

বইটির লেখককে নিয়ে কিছু কথা


"সাঁতারু ও জলকন্যা", শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর একটি উপন্যাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের নিয়ে বেশি লিখে থাকেন। তাঁর আরো কিছু উপন্যাস কাগজের বউ, পার্থিব, মানবজমিন, দূরবীন, পারাপার ও গয়নার বাক্স ইত্যাদি। এছাড়াও তিনি অনেক গল্প, চলচিত্র, অদ্ভুতুড়ে সিরিজ লিখেছেন। ভারতীয় এই বাংলা সাহিত্যিকের খ্যাতি সবখানেই প্রাচার হয়েছিল।


220px-Sirshendu_Mukhopadhyay_-_Kolkata_2014-02-07_8651.jfif
Source

বইটি সম্পর্কে আমার মতামত


বইটি আমার পছন্দের বইগুলো মধ্যে একটি। এই বইটি আমি প্রথম পড়েছিলাম ২০১৭ সালে। আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে। বইটিতে যে শুধু প্রেম কাহিনী আছে তা না, এর ভিতরে আরো বাস্তবতার সাথে মিল রেখে অনেক জ্ঞান রয়েছে। বেচে থাকার জন্য যে একটি সুন্দর লাইন বলা হয়েছে তা অত্যান্ত চমকপ্রদ।


Screenshot_3.png
Screenshot

এছাড়াও বনানীর সাথে অলক এর যে প্রেম কাহিনী তা নিঃসন্দেহে যে কোন পাঠককে মুগ্ধ করতে বাধ্য।


শুভেচ্ছান্তে,
@masumrbd

Sort:  

অনেক সুন্দর লিখছেন😇😇

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

পুরাটা পড়লাম, খুবই ভালো লাগছে প্রিয় ভাইয়া এবং অনেক সুন্দর করে সাজিয়ে বলছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

Onk vlo likcen..

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর হয়েছে ভাই 💙

 3 years ago 

ধন্যবাদ।

💙💙

 3 years ago 

বইটি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

Nicely reviewed vai 🧡

 3 years ago 

Thanks.

 3 years ago 

সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Welcome 🥀 vai

ভাইয়া সুন্দর হয়েছে অনেক

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.034
BTC 66396.53
ETH 3174.43
USDT 1.00
SBD 4.15