Steem -Bangladesh topic Game review || Subway surfer game review || 07/07/2021|| (2%beneficial to @bd-charity)

in Steem Bangladesh3 years ago (edited)

IMG_20210707_215237.jpg

আজকে কথা বলবো বিশ্বের জন্যপ্রিয় খেলা Subway surfer নিয়ে। এটি এখন পর্যন্ত নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। তবে বিস্তারিত বলা যায় -

Subway surfers

IMG_20210707_215416.jpg

Initial release dateMay 23, 2012
ModeSingle-player video game
EngineUnity
DevelopersKiloo, SYBO Games
PublishersKiloo, SYBO Games
game downlorded1B +

Source

গেমের মূল কথা -

এই গেমের কোন শেষ নাই। আপনার পিছনে একটি পুলিশ তার কুকুর নিয়ে দৌড়তে থাকবে আপনিও দৌড়তে থাকবেন। দৌড়ের মাঝখানে আপনাকে কিছু বাধা পাড় করতে হবে।


বিস্তারিত -

গেমটির কোন শেষ নেই আর গেমটি অফলাইন হওয়ায় আপনি খুব সহজেই খেলতে পারবেন। এটা একটি Endless game এই গেমে অনেক গুলো বাঁধা আসবে সেগুলো আপনাকে পার করতে হবে ডানে, বামে,উপরে,নিচে Swipe করে। গেমে কিছু ট্রেন থাকবে যেগুলো উপর দিয়ে যাবে বা পাশ দিয়ে। পুরো গেম টা রেললাইন উপর আপনার ক্যারেক্টার দৌড়বে। দৌড়তে দৌড়তে আপনি অনেক কিছু কালেক্ট করবেন কয়েনের সাথে সাথে আরো অনেক কিছুই আছে কালেক্ট করার মতো যেগুলো আপনার বাধা পার করতে বা গেমকে সহজ করবে। যতসময় যাবে আপনার ক্যারেক্টারে দৌড়ের স্পিড বাড়তে থাকবে।

দৌড়ে দৌড়ে কালেক্ট করা জিনিস গুলো দিয়ে গেমের বাইরে গেম শপ থেকে মানে গেমের ভিতরে অনেক কিছু কিনতে পারবেন। তারপর চাবি পাবেন যেটা খুব কম পাবেন সেটা দিয়ে আপনি যেখানে খেলায় মরে গেছেন অর্থাৎ যেখানে আপনাকে পুলিশ ধরে ফেলেছে সেখান থেকে শুরু করতে পারবেন।

গেমের ক্যারেক্টার -

গেমের মধ্যে প্রায় ১৮ টা ক্যারেক্টার আছে আপনি যেকোন একটি নিয়ে খেলতে পারবেন। আর বাকি গুলো টাইম লিমিটেড। মানে ওই টামের পর আর কিনতে পারবেন না। কিছু কিছু ক্যারেক্টারের জামাও বদলাতে পারবেন যেগুলো করতে গোল্ড কয়েন বা চাবি লাগতে পারে।

IMG_20210707_222049.jpg

গেমের খুঁটিনাটি তথ্য -

এই গেম এমন কেউ খেলে নাই এমন মামুষ পাওয়া কম যাবে। বিশ্বের সব থেকে সেরা গেম গুলোর মধ্যে এটা ছিলো অন্যতম। গেমটি তেমন ফোনের জায়গা নেয় না। গেমের মধ্যে আপনি অনলাইনে আপনার ফ্রেন্ডকে স্কোরে বিট করতে পারবেন। এখন অনেক কিছু এড করা হয়েছে যেমন সিজন টাইপের একটা অপশন আছে যেখানে আপনি গোল্ড, চাবি ইত্যাদি পেতে পারেন। ফেসবুক কানেক্ট করে ফেসবুক ফ্রেন্ডদের বিট করতে পারবেন।

IMG_20210707_222218.jpg

আমার মতামত (user experience) -

এই গেমটা আমার ছোট বেলায় এই গেম অনেক খেলা হয়েছে। আমার খেলা সব থেকে প্রিয় গেমের মধ্যে এটি ছিলো অন্যতম। ভালো লাগার মতো একটা গেম। ছোটদের ভালো লাগবে বড় নিজের সময় কাটানোর জন্য খেলতে পারেন। এর থেকে বড় কথা গেমটি সেই ২০১২ সাল থেকে এখনো নিজের জনপ্রিয় তা ধরে রেখেছে। আমার মতে একবার হলেও আপনার খেলা উচিত।

IMG_20210707_222103.jpg

রেটিং-

  • playstore rating - 4.4/5
  • Apple store - 4.6/5
গেমের লিংক - Subway Surfer


এখানে ব্যবহার করা সকল ছবি স্কিনশট নেওয়া। আমি যতটুকু মনে হয়েছি আমি এখানে সবটাই বলেছি।

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আসসালামু আলাইকুম

Sort:  
 3 years ago 

ভালো লিখেছেন।

ধন্যবাদ😇

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.034
BTC 66931.79
ETH 3249.50
USDT 1.00
SBD 4.10