The diary game season-3 || 11-12-2021|| 30% benifisary @hive-138339
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম
আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আমার ডায়েরি শেয়ার করলাম।
সকাল
শুভ সকাল! প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে ওঠে ব্রাশ করে হাত মুখ ধৌত করি। এরপর সকালের নাস্তা করে দোকানের উদ্দ্যেশে বেরিয়ে যাই।এর পর দোকানে ঝাড়ু দেয়ার পর দোকানের সব কিছুই গুছিয়ে নিলাম।তারপর দোকানের গদিতে বসে পড়ি।সকাল ১০ টার সময় আমার বাবা বাজার খরচ করে বাসায় দিয়ে একেবারে চলে আসে।এরপর দোকান থেকে আমি সকাল১০ টায় বাসায় এসে কাজ করি।
দুপুর
কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে আসল বুঝতে পারলাম না। দুপুরে গোসল করি। এরপর দুপুরে খাওয়া-দাওয়ার পর দোকানে গিয়ে বাবাকে ভাত দিয়ে আসি।এরপর বাবা ভাত খাওয়া পর্যন্ত দোকানে থাকলাম। এরপর বাসায় এসে মাঠে ক্রিকেট খেলি।
সন্ধ্যা
ক্রিকেট খেলতে খেলতে সন্ধ্যা নামিয়ে আসে। বাসায় গিয়ে হাত মুখ ধোয়ার পর দোকানে চলে যাই।এরপর দোকানে আগরবাতি জ্বালিয়ে দেই। ঘন্টা খানিক দোকানে থাকার পর বড় ভাই আসলে। বড় ভাইকে দোকানে রেখে আমি নাস্তা করে আসি। এরপর আমরা প্রতিদিনের মত রাত ১১টায় বাসায় চলে যাই।
সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ব্লগটিপরিদর্শন করার জন্য ধন্যবাদ আপনাদের।