Steem Bangladesh Contest sport

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত sport বা খেলাধুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবও। আমি আজকে ব্যাডমিন্টন খেলাটি নিয়ে আলোচনা করবও চলুন তাহলে শুরু করে যাক।

ব্যাডমিন্টন

badminton-1428046__480.jpg

Source

আমাদের সবার জীবনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে। এই পৃথিবীতে বিভিন্ন দেশে নানা ধরণের খেলাধুলার রয়েছে, যেমন ক্রিকেট, ফুটবল,ব্যাডমিন্টন হাডুডু ইত্যাদি অনেক খেলা। প্রত্যেকে মানুষের নিজস্ব পছন্দের কোনো না কোনো খেলা রয়েছে। আমার প্রিয় একটা খেলা ব্যাডমিন্টন। সাধারণ জানা যায় যে ব্যাডমিন্টন ইংল্যান্ডের ডিউক অফ বিউফোর্টের বাড়ীতে প্রথম খেলা হয়। তবে এই খেলায় তখন কর্ক এর পরিবর্তে বল ব্যবহার করা হত। কিন্তুু পরবর্তীকালে এর জন্য বিভিন্ন নিয়ম প্রণালী ঠিক করা হয়। ব্যাডমিন্টন খেলার জন্য একটি আয়তকার মাঠের দরকার হয়। সাধারণ ভাবে মাঠে একটি জাল দ্বারা সমভাগে দুইটি ভাগ করা থাকে।আর জালটি দুইপাশ দুইটি খুঁটি এর সাহায্যে ঝুলানো থাকে।
volleyball-33404__480.webp
Source

সাধারণ ভাবে জালটির উচ্চতা মাটি থেকে ১.৫৫ মিঃ উঁচু হয় । সরঞ্জাম এর ক্ষেত্রে একটি রোকেট এবং একটি কর্ক এর দরকার হয় আর এগুলির ওজন খুবই হালকা থাকে।সাধারণ ভাবে ব্যাডমিন্টন সাধারণত দুইজন করে মোট চারজন মিলে খেলা হয়ে থাকে। অর্থাৎ মাঠের দুইপাশে দুই-দুই জন খেলোয়াড় থাকে। আবার ও কখনো একজন করেও প্রতিপক্ষের মধ্যেও খেলা অনুষ্ঠিত হয়। সাধারণত ভাবে এই ব্যাডমিন্টন খেলাটি পয়েন্টের সাহায্যে হার-জিত নির্ণয় করা হয়। সাধারনত ব্যাডমিন্টন খেলতে গতি শক্তি এবং সঠিক নিশানার প্রয়োজন। তাই শারীরিক ও মানষিক চর্চার জন্য ব্যাডমিন্টন একটি অত্যন্ত উপযোগী খেলা যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। শরীর চর্চায় উপযোগী হওয়া ছাড়াও ব্যাডমিন্টন একটি উপভোগ্য খেলা খেলাতে খেলোয়াড়দের মধ্যে পয়েন্ট অর্জন করে লড়াই করতে হয়ে। এই ব্যাডমিন্টন খেলাটি শীতকালে বেশি জনপ্রিয় একটি খেলা হয়ে ওঠে। শীতকাল এলেই শুরু হয়ে যায় এই ব্যাডমিন্টন খেলাটি।
badminton-4190672__480.jpg
Source

গ্রাম কিংবা শহরে সবখানে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যাডমিন্টন খেলে শরীরের হাড়ের কোষগুলোর গ্রোথ বৃদ্ধি পায়। ব্যাডমিন্টন খেললে শরীর থেকে ঘাম বের হয়ে যায় যা আমাদের স্বাস্থ্যর পক্ষে অনেক টাই ভালো। ব্যাডমিন্টন খেলার জন্য শীতের মৌসুম টাই সবচেয়ে ভালো। কুয়াশামাখা সন্ধ্যায় বা বিকেলে মাঠে এমনকি ছাদেও খেলা যায় এই খেলা। আর এই খেলার জন্য তেমন বেশি কিছুর দরকার নেই কেবল একটা নেট কয়েকটি কর্ক আর ব্যাট হলেই খেলা যায় এই খেলা। ব্যাডমিন্টন খেললে শরীরের ওজন অনেক টাই কমে যায়। নিয়মিত ব্যাডমিন্টন খেললে শরীর ও মন দুটোই ভালে থাকে। ব্যাডমিন্টন খেললে মানসিক ক্লান্তি দূর হয় যায়। এখন এই ব্যাডমিন্টন খেলাটি অনেক দেশের একটি জাতীয় খেলা হিসেবে পরিচিত লাভ করেছে। এখন অনেক দেশেই এই খেলাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এই ব্যাডমিন্টন খেলাটি এখন আমরা টেলিভিশন এর ঘরে বসে দেখতে পারি।

IMG_20220411_111329.jpg

মতামতঃ
আমরা জানি খেলাধুলা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। প্রতিটি খেলাই আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী। তাই আমি আমার একটা পছন্দের খেলা সম্পর্কে বলাম। ব্যাডমিন্টন খেলাটি শুধুমাত্র একটি আনন্দদায়ক খেলা নয় বরং এটি শারীরিক ও মানসিক চর্চার জন্য খুবই উপযোগী একটি খেলা। যাহা আমাদেরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে। তাই আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি।

ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @hidayat96 @wase1234

Sort:  
 2 years ago 

ব্যাডমিন্টন খেলাটি ছোট বড় সবারই অনেক প্রিয়। সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে পড়ার জন্য।। ❤️

 2 years ago 

Never heard of the badminton 🏸 sport before...
It's not a common sport in my country
From your explanations it sounds fun though
Good luck with the contest

 2 years ago 

ব্যাডমিন্টন খেলার সবথেকে মজার সময় হলো শীতকালের রাতের বেলা।যাই হোক,ব্যাডমিন্টন সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সময় করে পড়ার জন্য।।

 2 years ago 

ব্যাডমিন্টন সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর খেলাধুলা বিষয়ক পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে কষ্ট করে পড়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাই।।

 2 years ago 

আপনার পোস্টটি বুমিং সাপোর্টে দেওয়া হয়েছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59148.41
ETH 2526.30
USDT 1.00
SBD 2.48